ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে নৌকার মাঝি হবেন কে?


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৬-১০-২০২৩ দুপুর ৪:১১
আগামী ২৬ নভেম্বর পটুয়াখালী-১ ( সদর-মির্জাগঞ্জ- দুমকি) আসনের উপ-নির্বাচনে কে হবেন নৌকার মাঝি। একটি পৌরসভা, ৩ টি উপজেলা ও ২৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত পটুয়াখালী-১ আসন।এ আসনে তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটারসহ সর্বমোট ৪ লক্ষ ৭৩ হাজার ২৫৬ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩৮,৪৬০ ও মহিলা ভোটার ২,৩৪,৭৮৮ জন। 
 
গত ২১ অক্টোবর শনিবার  ভোর ৬ টায় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। 
 
গত ২৪ অক্টবর মঙ্গলবার নির্বাচন কমিশন ২৫ তম কমিশন বৈঠক শেষ করে উক্ত শূন্য আসনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো.জাহাংগীর আলম।এ ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ নভেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৬ নভেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারে ভোট গ্রহন  হবে। 
 
উক্ত পটুয়াখালী-১ আসনের উপ- নির্বাচনে নৌকার প্রার্থী হওয়ার জন্য একাধিক আওয়ামীলীগ নেতা এখন ঢাকায় অবস্থান করছেন। ইতিমধ্যে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী নৌকার মনোনয়ন লাভে দলের নির্বাচনী বোর্ডসহ আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা তদবির করছেন। 
 
মনোনয়ন প্রত্যাশীরা হলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার দ্যা সূর্য্যসেন হলের সাবেক ভিপি এ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ- কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক সাবেক সহ সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন ও The daily bangol express পত্রিকার প্রকাশক ও সম্পাদ মোহাম্মদ আলী আশরাফ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি  সদর উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান দৈনিক পটুয়াখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ সুলতান আহম্মেদ মৃধা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জেলা কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বদরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি জেলা আওয়ামীলীগের সদস্য দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হারুন অর রশিদ হাওলাদার, সদ্য প্রায়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী পটুয়াখালী-১ আসনের সাংসদ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এঁর মেজ ছেলে পটুয়াখালী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ তারিকুজ্জামান মনির ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাক বেসিক ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মোঃ রাজিব পারভেজ। এ ছড়াও এ আসনের উপ- নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার গুঞ্জন রয়েছে শহরে। এ আসনে নৌকার মাঝি কে হবেন, এ মুহুর্তে নিশ্চিত  করে বলা যাচ্ছে না। তবে নেত্রী যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করার কথা বলছেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। 

এমএসএম / এমএসএম

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ