এক পতিতার কথা

এক পতিতার কথা
এস,এম,মাহবুব আলম
সমাজ পরিত্যক্তা নারী আমি
থাকি বস্তির ঘরে,
রাতের আঁধারে খদ্দের খুঁজি
জীবন বাঁচানোর তরে ।এমন জীবন বেছে নিয়েছি
পথ ছিলনা অন্য,
সমাজের ঐ মানুষরুপী
শুয়োর গুলোর জন্য ।স্বামী ছিল সন্তান ছিল
ছিল সুখের সংসার,
হঠাৎ এক ঝড় এসে
ভেঙে করল সব চুরমার।গ্রাম প্রধানের ছেলের দ্বারা
ধর্ষিতা এক রাতে,
গ্রাম প্রধান ধমকায় মোরে
কী হয়েছে তাতে?গ্রাম্য সালিশে বসল যারা
ধর্ষণকে পরকীয়া বলল তারা।ধর্ষকের হলোনা কিছুই
শাস্তি পেলাম আমি,
দর্শক ছিল হাজার মানুষ
আর ঐ অন্তর্যামী ।হুমকি দিয়ে বলল তারা
গ্রাম ছেড়ে চলে যা,
নইলে কিন্তু পুলিশ দিয়ে
আরও দেব দু 'চার ঘা ।গ্রাম্য সালিশে স্বামীর তালাকে
থানা পুলিশের ভয়ে,
ঠাঁই নিলাম ঢাকার বুকে
ভাসমান পতিতা হয়ে ।হায়রে সমাজ! সমাজ পতি
নষ্ট তোদের মন,
তোদের জন্যই ধর্ষিতা হয়
আমাদের মা ও বোন ।নষ্ট মানুষ নষ্ট সমাজ
নষ্ট তোদের নীতি,
আজও ভুলতে পারিনি সেই
সালিশি দিনের স্মৃতি ।
এমএসএম / এমএসএম

একুশ ও আমরা

মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া

অপূর্ব চৌধুরী'র নতুন বই

সাহায্যের হাত বাড়াই

কেমুসাস সাহিত্য পুরস্কার পেলেন সব্যসাচী লেখক মীর লিয়াকত আলী

একজন নসু চাচা

বলি হচ্ছে টা কী দেশে

জগলুল হায়দার : তরুণ ছড়াকারের ভরসাস্থল

দিকদর্শন প্রকাশনীর সফলতার তিন যুগ

মজার প্রাইমারি স্কুল

ভিন্নতা ছিল না সেদিনও

বিজয় এলো
