ঢাকা বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বিএনপি'র ডাকা ৭২ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে কোন প্রভাব পড়েনি সাতক্ষীরায়


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১-১১-২০২৩ দুপুর ১:২৮
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক  সরকারের এক দফা দাবিতে   বিএনপির ও তার সমমনা দলের ডাকে ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। দেশব্যাপী টানা তিন দিনের   ৭২ ঘন্টার অবরোধ  কর্মসূচিতে সাতক্ষীরায় অবরোধ তেমন কোন প্রভাব পড়েনি। 
 
এখনো পর্যন্ত দূরপাল্লার গণপরিবহন  সাতক্ষীরা থেকে ছেড়ে যায়নি মানুষের যান চলাচল ছিল স্বাভাবিক, এখনো পর্যন্ত সাতক্ষীরা কোন বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি ।  রাস্তায় নেই জামাত বিএনপির কোন পিকেটাররা। তবে সাধারণ মানুষের  মনে ছিলো উদ্বেগ  উৎকণ্ঠা ।  এদিকে চলমান আন্দোলন অংশ হিসেবে। 
 
জানমালের নিরাপত্তা ও নিশ্চিতকরণ  আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে  বিজিবি মোতায়েন রেখেছে  সরকার। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন সদস্যসহ সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা  হয়েছে। ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খাঁ জানান,   স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিদ্ধান্তক্রমে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তররের নির্দেশনায় ও খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী পরিকল্পনা অনুযায়ী খুলনা বিভাগের সকল জেলায় ব্যাটালিয়ন আনসার, সাধারন আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের হরতাল ও অবরোধ ঘোষিত সময়ে মোতায়েন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ৩০ আনসার ব্যাটালিয়ন পুরাতন জমিদার বাড়ী, সাতক্ষীরা হতে বাগেরহাট জেলায় ৫৫ জন, সাতক্ষীরা জেলায় ৫৬ জন ও খুলনা জেলায় ৩২ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলায় মোতায়েনরত সাধারন আনসার ও প্রশিক্ষিত ভিডিপি সদস্যদের নিয়ে জেলার নির্বাচন অফিস, বাসস্ট্যান্ড, রেল-লাইন, সরকারী গুরুত্বপুর্ণ অফিস ও অন্যান্য গুরুত্বপুর্ণ পয়েন্টে সশস্ত্র নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও নির্বিঘ্ন করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মোতায়েন কার্যক্রম অব্যাহত থাকবে । জননিরাপত্তার লক্ষ্যে আনসার বাহিনীর আরও অধিক পরিমাণে সদস্য মোতায়েন করার পরিকল্পনা রয়েছে মর্মে নিশ্চিত হওয়া গেছে। এর আগে  গত রবিবার হরতাল চলাকালে ৩০ আনসার ব্যাটালিয়ন হতে ১৫ জন বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার ও ১৫ জন সাধারণ আনসার সদস্যজেলা প্রশাসকের কার্যালয় ও সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাতক্ষীরার সাথে সাক্ষাত করে আইন শৃঙ্খলার বিষয়ে আলোচনা করেন এবং মোতায়েনকৃত বিভিন্ন পয়েন্ট  পরিদর্শন করেন। 
 
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম বলেন,দেশব্যাপী হরতাল ও অবরোধ কর্মসূচিতে জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সাতক্ষীরার বিভিন্ন স্থানে  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 
 
উল্লেখ্য যে, সারা দেশে দশ হাজার সাধারণ আনসার ও ভিডিপি সদস্য এবং ৪২টি ব্যাটালিয়ন হতে প্রয়োজনীয় সংখ্যক ব্যাটালিয়ন আনসার সদস্য অবরোধ ও হরতালে নাশকতা রোধে জননিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি

সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম

৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা

ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র‍্যালী অনুষ্ঠিত

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই