সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের মানববন্ধন ও সমাবেশ

পেশাগত দায়িত্বপালনকালে বিএনপির সমাবেশ থেকে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাউজান প্রেসক্লাব। ১ নভেম্বর বুধবার সকালে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যাললের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহা সড়কে অনুষ্ঠিত সমাবেশের সভপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ সম্পাদক আজিজ উদ্দিন ইমু, বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সহ-সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি এম. রমজান আলী, দপ্তর সম্পাদক আমির হামজা, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া, সাংবাদিক মাওলানা তৈয়বুল ইসলাম, সাংবাদকর্মী নকিব সিদ্দির্কী, উপজেলা যুবলীগ নেতা ছাবের হোসেন, মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্ত্তী, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, মোহাম্মদ পথিক ইকবাল, অনন্ত প্রলয় চাকমা, তহিদুল আলম, ব্যবসায়ী আজাদ হোসেন, প্রবাসী ইসমাইল, ইউপি সদস্য ফোরকান। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের নামে সাংবাদিকদের উপর হামলা করেছে। তারা রাজনীতির অন্তরালে চিহ্নিত সন্ত্রাসী লালন পালন করছে। এসব চিহ্নিত অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে পুুলিশ সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়া প্রেস স্টিকার সম্বলিত জেকেট পড়ে গাড়িপোড়ানো সন্ত্রাসীরা সাংবাদিকদের সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদ জানিয়ে দেশের জান-মাল ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করা হয়।
এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই
