খুলনাতে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা দায়ের

বিএনপির অবরোধ কর্মসূচিতে নাশকতা সৃষ্টির অভিযোগে খুলনা বিএনপি’র ৮৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা ও সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
এ মামলায় বিএনপির শীর্ষ কয়েকজনের নাম এসেছে দু’টি মামলাতেই। নাশকতা প্রতিরোধে নগরীতে সাড়াশী অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। অবরোধে প্রথমদিন গত ৩১ অক্টোবর রাতে এ দু’টি মামলা দায়ের হয়। কয়েকজনকে এসব মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এজাহার সূত্রে, মঙ্গলবার রাত ৮টার দিকে সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া তেঁতুলতলা মোড়ে আসামিরা ওজোপাডিকো, বাংলাদেশ বেতারসহ কেপিআই ধ্বংস করার উদ্দেশ্যে বিভিন্ন ধ্বংসাত্মক অস্ত্রসহ ককটেল বোমা, লোহার রড, বাঁশের লাঠি ও ইটের টুকরা নিয়ে সমবেত হন। অন্যদিকে, একই তারিখের রাত ১১টার দিকে খুলনা সদর থানাধীন ফুলমার্কেট মোড়ে আসামিরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার উদ্দেশ্যে সমবেত হন।
খুলনা সদর থানার মামলায় আসামী করা হয়েছে কেন্দ্রীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম জহীর, শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাহবুব হাসান পিয়ারু, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নগর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, সহ-সভাপতি আব্দুল্লাহেল কাফি সখা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি, নগর ছাত্রদলের আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, জেলার সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন, নগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বিএনপি নেতা রাহাত আলী লাচ্চু, কে এম হুমায়ুন কবির, মোল্লা ফরিদ আহমেদ, রবিউল ইসলাম রবি, খায়রুজ্জামান সজীব, মহিউদ্দিন দোলন, আব্দুল্লাহ্ কিমিয়া সাহাদাত, মতিউর রহমান বুলেট, গাউস কুলি, জাহিদ হোসেন শোভন, আসাদুজ্জামান আসাদ, আসাদুজ্জামান লিটন, হেলাল গাজী, মফিজুল সরদার, বেলাল হোসেন গাজী, যুবদল নেতা মাহমুদ হাসান বিপ্লব, তার স্ত্রী নারী উদ্যোক্তা লিন্ডা ফাতেমাতুজ জোহরা, তহিদুর রহমান তহিদ, ইয়াকুব মোল্যা, আসাদুজ্জামান মিঠু, সাবেক কাউন্সিলর রোকেয়া ফারুক, নগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজাসহ অজ্ঞাত আরও দুইশ’ জনকে আসামি করা হয়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, নাশকতামূলক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে এস আই খালিদ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। অন্যদিকে, সোনাডাঙ্গা থানায় এসআই মোঃ নিয়াজ মোরশেদ বাদী হয়ে দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম জহীর, কাজী সেলিম, সুলতান মাহমুদ সুমন, সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি, রফিকুল ইসলাম শান্ত, মোঃ সাজ্জাদ হোসেন পরাগ, মোঃ ইকবাল হোসেন বাঁশি, মুন্সি রেজা, টেংরা বাবু, শফিকুল আলম তুহিন, মাহবুব হাসান পিয়ারু, ফারুক খান, সাজ্জাদ হোসেন জিতু, অহিদ, জাকির মুন্সী, খান কামরুল ইসলাম, হেদায়েত হোসেন হেদু, শেখ খাইরুল ইসলাম হিরু, মোঃ রাহুল চিশতী, মোঃ আলামিন দেওয়ান, জয়নুল বাবেদনী শাহরিয়ার সাদী, মোঃ দুলু মোল্লা, একরামুল কবির মিল্টন, সৈয়দ মোঃ জুয়েল জুলু, মনির, আব্দুল হালিম মোড়ল, মোঃ আবু ওয়ারা, সোহেল, সাইফুল ইসলাম বকশী, ইয়াছিন আরাফাত সাগর, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম ওয়াসিম, নুর আলম নুরু, শফিকুল ইসলাম শফিসহ অজ্ঞাত আরও দেড় থেকে দুইশ’ জন। সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, এ মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় দেশসেরা বড়লেখা সরকার ডিগ্রি কলেজ
