সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
জীবন বাঁচানো 'পানি' সংরক্ষণ প্রকল্পে খোরশেদের ঘুষ বাণিজ্য
উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ভূ-গর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে। তাই বৃষ্টির পানি সংরক্ষণের জন্য কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে প্রথম ধাপে আনুমানিক ১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ৪৪৭টি রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক স্থাপনের উদ্দ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্প ঘিরে বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন উপকারভোগীরা।
অভিযোগ আছে, রেইন ওয়াটার হার্ভেস্টিং ইউনিট প্রকল্পের ৪৪৭ জন উপকারভোগীদের কাছ থেকে সরকারী নির্দিষ্ট ফি দেড় হাজার টাকার বাইরে অতিরিক্ত ১ থেকে ৩ হাজার টাকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন কক্সবাজার সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী খোরশেদ আলম।
অথচ কক্সবাজার সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ঢুকতেই সাইনবোর্ডে লিখা আছে প্রতিটি রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংকের জন্য উপকারভোগীকে সহায়ক চাঁদা হিসেবে ব্যাংক ড্রাফ বা পে-অর্ডারের মাধ্যমে দেড় হাজার টাকা জমা দিতে হবে। কোন ভাবেই সহায়ক চাঁদা হিসাবে নগদ টাকা গ্রহন করা যাবে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভূ-গর্ভস্থ পানিসহ নদী ও খালের পানিতে মাত্রাতিরিক্ত লবণাক্ততার কারণে উপকূলীয় এলাকার জনগণের মধ্যে বৃষ্টির পানি সংরক্ষণ এবং ব্যবহার পদ্ধতি বাস্তবায়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই প্রকল্পের অধীনে খুরুশকুল ইউনিয়নে প্রথম ধাপে ৪৪৭ জন এবং দ্বিতীয় ধাপে ৪৪৭ জন উপকারভোগীর বাড়িতে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক স্থাপন করা হবে। যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। দরিদ্র জনসাধারনের সুপেয় পানি প্রাপ্তির নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তালিকা প্রণয়ন করবেন এবং উপজেলা জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করবেন বলে জানা গেছে।
খুরুশকুল ইউনিয়ন ১নং ওয়ার্ডের তৈতয়া এলাকার মোঃ ফারুক নামের আরেকজন উপকারভোগী জানান, বৃষ্টির জল সংগ্রহ করার জন্য ট্যাংক স্থাপন করার তালিকায় নাম আছে জানিয়ে খোরশেদ আলম নামের এক ব্যাক্তি ফোন করেন। অফিসে গিয়ে তার সাথে যোগাযোগ করলে সহায়ক চাঁদার কথা বলে ২ হাজার ৫০০ টাকা নেন। টাকা জমার রশিদ চাইলে কোন কাগজ লাগবে না বলে জানান তিনি।
এছাড়াও মাকসুদুল হক নামের এক উপকারভোগী জানান, খোরশেদ আলম নামের এক ব্যাক্তি রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক স্থাপন প্রকল্পে আমার নাম আসছে জানিয়ে উপজেলা জনসাস্থ্য অফিসে যোগাযোগ করতে বলেন। সেখানে গেলে তিনি সরকারি ফি এর কথা বলে ২ হাজার ৫০০ টাকা নিয়ে চলে যেতে বলেন। এরপর ক্যাচমেন্ট এরিয়া নির্মাণ করলেও ট্যাংক স্থাপন করেনি তারা।
খুরুশকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের তৈতয়া এলাকার শেফায়েত নামের এক উপকারভোগী বলেন, অভিযোগের বিষয় স্বীকার করে সদর উপজেলা জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী খোরশেদ আলম বলেন, একটা সরকারী প্রকল্পে এরকম ছোটকাটো অনিয়ম হয়ে থাকে। আমি তো ছোট মানুষ। ঠিকাদাররা তো কোটি কোটি টাকা নয়ছয় করতেছে তাদেরকে ধরেন। আমি হাতে গুনা কয়েকজনের কাছ থেকে অফিসের খরচ হিসেবে অতিরিক্ত ১ হাজার টাকা নিয়েছি। অনেকেই ব্যাংকে টাকা জমা দিতে জানেন না তাই তাদেরকে সহযোগিতা করেছি মাত্র।
কক্সবাজার সদর উপজেলা জনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য মিষ্টি পানির খুবই প্রয়োজন। তাদের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই প্রকল্পে আমাদের অফিসের কেউ অনিয়ম করার অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে কক্সবাজার জনসাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তফিজুর রহমান বলেন, এ ধরনের কোন অভিযোগ আমাদের কাছে আসে নাই। কেউ যদি অভিযোগ করে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে। তবে অনেক সাধারণ মানুষ ও বয়স্ক মানুষ আসে তাদের অনুরোধে হয়তো ক্যাশ টাকা নিতে পারে। তবে সেটা অফিসিয়ালভাবে না আনঅফিসিয়াল। তবে অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে যদি কোন সুনির্দিষ্ট অভিযোগ পায় ব্যাবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান