পবিপ্রবি’র সাময়িক অব্যাহতি পাওয়া ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলা
শৃক্সখলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাময়িক অব্যাহতি পাওয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে প্রধান আসামী করে তার অনুসারীসহ মোট ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- সিআর ২৩৮/২০২৩। গত ২৫ অক্টোবর পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রজেক্ট ম্যানেজার এনামুল হক। অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দুমকি থানার ওসিকে নির্দেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক মোঃ ইউসুফ হোসেন।
অন্যান্য আসামীরা হচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী গোলাম রব্বানী সুহৃদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী রায় তন্ময় তুফান, আইন ও ভূমি অনুষদের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইমরান হোসেন, একই অনুষদের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সাব্বির হোসেন ও স্থানীয় বশির খাঁনসহ আজ্ঞাতনামা আরও ১০-১৫ জন। দন্ডবিধির ৩৮৫,৩৮৬,৩৮৭,৩২৩,৩০৭,১৪৩ ও ৫০৬ ধারায় প্রজেক্ট ম্যানেজার এনামুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার নথিতে বলা হয়েছে, পবিপ্রবি'র অধিকতর উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে “শেখ হাসিনা ছাত্রীনিবাস” ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহীদ শেখ রাসেলের নামে “শেখ রাসেল ছাত্রাবাস” এই দুটি হল নির্মাণের কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশন। আমি উক্ত কাজের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি। হল দুটির নির্মান কাজ শুরু হওয়ার পর থেকে কাজ বাবদ ১নং আসামী আরাফাত ইসলাম খান সাগর এক কোটি টাকা চাদা দাবী করে বলে, এত বড় কাজ করবি, চাদা দিবি না তা হবে না। ক্যাম্পাসে আমরা যা বলব তাই আইন। এ ঘটনা প্রতিষ্ঠানের মালিককে অবহিত করার পর কর্তৃপক্ষকে জানাইলে সাগর ও তার অনুসারীরা আরও ক্ষিপ্ত হইয়া যায়।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ১ম ঘটনার তারিখ গত ৭ জুলাই সন্ধ্যায় ১নং আসামীসহ অন্যান্য আসামীরা আমাকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি একটি রুমে আটকিয়ে ৩ লক্ষ ৬২ হাজার টাকা চাদার দাবীতে জোড়পূর্বক নিয়া যায়। ২য় ঘটনার তারিখ ২৬ সেপ্টেম্বর রাতে চাঁদার দাবীতে উপস্থিত পাহারাদার ও শ্রমিকদের মারধর করে ১৫০০ কোজি রড জোড় পূর্বক উঠিয়ে নিয়ে যায়। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার ব্যবহৃত মোবাইল সেটও নিয়ে যায়।
দুটি কাজ বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সময়ে ৩০ লাখ ৫৭ হাজার টাকা চাঁদা নিয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি আরাফাত খান সাগরসহ অন্যান্যরা। এছাড়া ১৫০০ কেজি রড লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি এসব অপকর্মে বাঁধা দিলে প্রাণনাশের হুমকি দেয়ারও অভিযোগ করা হয়েছে আসামীদের বিরুদ্ধে। আসামীদের প্রভাব থাকার কারনে থানায় মামলা করতে সাহস পাই নাই।
সাময়িক অব্যাহতি পাওয়া পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিষয়টি বেড়িয়ে আসবে বলেই প্রত্যাশা করি।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় কোর্টের অর্ডার অনুযায়ী তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর অভিযুক্ত পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে শৃক্সখলা পরিপন্থী ও সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরাফাত ইসলাম খান সাগর (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) কে তার স্বীয় পদ থেকে সাময়ীক অব্যাহতি প্রদান করে একটি প্রেস রিলিজ দেয় বাংলাদেশ ছাত্রলীগ।
এমএসএম / এমএসএম
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ
Link Copied