ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আলহাজ্ব আব্দুল আলীম বেপারীকেই নৌকার মাঝি হিসেবে দেখতে চায় পালং জাজিরার সাধারণ জনগণ


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ৫-১১-২০২৩ দুপুর ৪:২৯

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় ১৯৭৪ সালের ৫ ই মে হাজী আঃ খালেক বেপারী ও হাজী আমেনা বেগমের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন আব্দুল আলীম বেপারী। ছোট্ট বেলা থেকেই ছিলেন প্রখর মেধাবী, সৎ এবং উন্নত চিন্তা ধারার মানুষ।  তিনি মানবিক বিভাগ  থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এবং লোক প্রশাসন বিভাগ  থেকে বিএসএস(সম্মান) ও এমএসএস শিক্ষা সম্পন্ন করেন। তিনি ১৯৮৭ সাল থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে উজাড় করে দিয়ে আসছেন।

যার শুরুটা হয়েছিলো জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ দিয়ে।

এর পড়ে তিনি, সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা (১৯৮৯-১৯৯১), যগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়(১৯৯১-১৯৯২), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, এস এম হল, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৯২-১৯৯৪), সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, এস এম হল ঢাকা বিশ্ববিদ্যালয়, (১৯৯৪-১৯৯৮), সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয়  কার্যনির্বাহী কমিটি সংসদ(বাহাদুর- অজয় কর খোকন),  প্রচার সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (লিয়াকত- বাবু) সদস্য (সহ-সভাপতি)  ষ্টারিং কমিটি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, সদস্য সচিব, নির্বাচন পরিচালনা কমিটি, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, শরীয়তপুর -০১, বাংলাদেশ আওয়ামী লীগ, শরীয়তপুর, সাংগঠনিক সম্পাদক (বৃহত্তর ঢাকা বিভাগ) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (কাওছার মোল্লা - পংকজনাথ) ২০১২ থেকে ২০১৯ পর্যন্ত। এবং সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, ২০১৯ থেকে চলমান থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে পাকাপোক্ত ভাবেই কাজ করে যাচ্ছেন এই জনপ্রিয় রাজনীতিবিদ। এছাড়াও তিনি বর্তমানে শরীয়তপুর আওয়ামী লীগের একজন সদস্য হিসেবে দলীয় প্রতিটি কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এবং জেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনে জোরালো ভূমিকা পালন করেন এবং শতভাগ বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নিজেকে উজাড় করে দিয়ে কাজ করার নজির ও নতুন নয়।

ছাত্র জীবন থেকেই তুখোড় ত্যাগী এই রাজনীতিবিদ আওয়ামী লীগের রাজনীতির জন্য বহু ত্যাগ স্বীকার করেছেন। যার মধ্যে অতি চর্চিত ও উল্লেখিত ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী সমাবেশে খালেদা- তারেক ও বাবর গংদের গ্রেনেড হামলায় তিনি মারাত্মক ভাবে আহত হন।
এখনও তার পায়ের গোড়ালিতে ৮/১০ টা স্প্রিন্টার নিয়েই জীবন যুদ্ধে অবিরাম এগিয়ে যাচ্ছেন। 

আহত শরীর নিয়েও সেদিন অন্য আহতদের উদ্ধার কাজে সহায়তা করেন এই লড়াকু সৈনিক। 
যে বীরত্বে গাঁথা দিনটা এখনও চর্চিত। ২০০৭ সালে তত্তাবধায়ক সরকারের আমলে অবর্ণনীয় নির্যাতনের স্বীকার হয়েও দমে যাননি তিনি। উক্ত সময়ে পারিবারিক, আর্থিক ও শারীরিক ভাবে মারাত্মক ভাবে ক্ষতির মুখে পড়তে হয় তাকে। সভানেত্রী শেখ হাসিনার মুক্তি এবং গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের প্রতিটি কর্মসূচিতে তার সক্রিয়তা ছিলো সজীব ও জীবন্ত। 

এছাড়াও অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, নবম জাতীয় সংসদ নির্বাচন, দশম জাতীয় সংসদ নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচনে (২০১৯৷ জাজিরা) তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রতিটি পালং -জাজিরার মানুষের কাছে গিয়ে নির্বাচন প্রচারণা করেছেন। এবং সবটা দিয়ে পালং জাজিরায় আওয়ামী লীগের রাজনীতিকে আরো শক্তিশালী করে ভিন্ন মাত্রা দিয়েছেন।  

মানুষের সাথে সাধারণের মতো মিশে যাওয়ার অসাধারণ দক্ষতা তাকে জনতা মহলে ভালোবাসার এবং সম্মানের এক বিশাল জায়গা দিয়েছে।  তাইতো পালং-জাজিজার মানুষ চায় আলীম বেপারীর মতো একজন সুশিক্ষিত, সৎ ও আলোকিত জগতের ত্যাগী মানুষের হাতেই উঠুক পালং- জাজিরার নৌকার বৈঠা।

শরীয়তপুর- ০১ আসনের জন্য জনতা মহলে অন্যতম জনপ্রিয় নাম আলহাজ্ব আব্দুল আলীম বেপারী।

এমএসএম / এমএসএম

কোটালীপাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগম গ্রেপ্তার

নড়াইল-২ আসনে নির্বাচনী প্রচারণায় লায়ন নুর ইসলাম

বড়লেখায় পৌরশহরের খাদ্য গুদামের সামনে রেলগেইট স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আখাউড়া শান্তিবন মহাশ্মশানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনায় বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে লড়ছেন অ্যাডভোকেট মাহ্ফুজুল হক

সন্দ্বীপে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং

রৌমারী কিসমত উল্লাহ বালাজান কৃষি ও কারিগরি ইনস্টিটিউ কলেজটির অনিয়ম তদন্ত কমিটি গঠন

যশোরে ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-৩

কুড়িগ্রাম জেলা শহরের সড়ক খানাখন্দে ভরে থাকায় দুর্ভোগে পথচারী,যানবাহনের চালকরা

ত্রিশালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাকেরগঞ্জে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সচিবের মতবিনিময় সভা

বার বার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ: বিএনপি নেতা বাচ্চু

তারাগঞ্জে গাঁজাসহ নারী আটক