এদেশের জনগণই নির্ধারণ করবে অবরোধ নয় উন্নয়ন, সন্ত্রাস নয় শান্তি: ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, নির্বাচন এলেই বিদেশিদের তৎপরতা বেশি দেখা যায়৷ এই যেনো মায়ের চেয়ে মাসীর দরদের মতোই। ঐতিহাসিকভাবেই বাংলাদেশের জনগণ রাজনৈতিক সচেতন। আগামী নির্বাচনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী করে এদেশের জনগণই নির্ধারণ করবে অবরোধ নয় উন্নয়ন, সন্ত্রাস নয় শান্তি চায় ।
সোমবার (৬ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের কার্যালয়ে বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস, নৈরাজ্য-অবরোধের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস)'র নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বিএনপি-জামাত দেশের জনগণের চেয়ে বিদেশিদের উপর এতোই নির্ভর করেছে যাকে দেখে তাকেই 'বাইডেনের উপদেষ্টা' মনে হয়। দেশের উন্নয়নের জন্য নয় শুধু ক্ষমতার লোভে অগ্নি সন্ত্রাস বেঁছে নিয়েছে। দেশের জনগণের সম্পদ ধ্বংস করছে।
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকারের দেশের চলমান উন্নয়নের কথা তুলে ধরে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, বিশ্বমানের উন্নয়ন হয়েছে বাংলাদেশে। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক চুল্লীসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। ট্রেন দিয়ে কক্সবাজার যাওয়া যায়৷
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবার জনপ্রিয়তা দেখে যোগ্য ব্যক্তিকেই বাছাই করবেন। আর দাউদকান্দি তিতাসের মানুষ স্মরণকালের সবচেয়ে বেশি ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবে।
এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোশন আলী মাস্টার, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পারুল আক্তার, কুমিল্লা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল,সালাউদ্দিন রিপন, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজান খন্দকার, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফকরুল আলম সরকার, যুগ্ম আহবায়ক মনির হোসেন,সদর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোল্লা আল আমিন, দাউদকান্দি ছাত্রলীগের সভাপতি প্রার্থী রিয়াদসহ দাউদকান্দি উপজেলা,তিতাস উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা লীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভা শেষে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর দাউদকান্দি কদমতলীতে দাউদকান্দি সদর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদার হোসেনের শোকসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার