ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

রাজশাহীতে কিশোরী হত্যা, থানায় আত্মহত্যার অভিযোগ


রাজশাহী নগরীর বসুয়া এলাকায় সুমাইয়া নামের ১৩ বছরের এক কিশোরীর আত্মহত্যার ইউডি মামলা হলেও এলাকাবাসীর অভিযোগ, এটি আত্নহত্যা নয়; পরিকল্পিত হত্যা। রোববার (৮ ‍আগস্ট) রাজশাহী মহনগরীর হড়গ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বসুয়া পশ্চিমপাড়া মুদি ব্যবসায়ী নজরুল ইসলাম খানেএর বাড়িতে এ ঘটনা ঘটে। সুমাইয়া গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার লাখন্দ গ্রামের কালা সিকদারের মেয়ে। সুমাইয়া নজরুল খানের বাড়িতে দুই বছর যাবৎ কাজের মেয়ে হিসেবে কাজ করছিল।  
 
সরজমিন খোঁজ নিয়ে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মুদি ব্যবসায়ী নজরুলের বাড়ির গরুর খামারে সুমাইয়ার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে জানাজানি হলে থানা পুলিশকে খবর দিলে রাজপাড়া থানা পুলিশ উপস্থিত হয়ে সুরুতহাল রিপোর্ট সম্পন্ন করে মৃতদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 
 
এই পরিকল্পিত হত্যাকে ধামাচাপা দিতে মরিয়া বাড়ির মালিক নজরুল ইসলাম ও তার শুভাকাঙ্ক্ষীরা। কারণ, তখনও ঘটনাটি জানেনি কোনো মিডিয়াকর্মী। পরদিন মিডিয়াকর্মীরা জানতে পারলে ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য যান এবং নজরুলকে জিজ্ঞাসা করলে তিনি এড়িয়ে যান এবং বলেন, আমি কিছু জানি না। পরে স্থানীয় লোকজনের জেরার মুখে পড়েন তিনি। এরপর তিনি বলেন, এই সুমাইয়া তার শ্যালিকা হয়। কিন্তু কেন আত্মহত্যা করেছে তা তিনি জানেন না।
 
বিষয়টি নিয়ে হড়গ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মুস্তাফিজুর রহমান জিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমি খবর পাওয়ার পর পুলিশকে অবগত করি এবং পুলিশ এলে তাদের সাথে ঘটনাস্থলে উপস্থিত হই। গিয়ে দেখি ওড়না পেঁচিয়ে হাঁটুগাড়া অবস্থায় মেয়েটির মৃতদেহ ঝুলছে। মৃতদেহটি দেখে মনে হয়নি এটি আত্নহত্যা। মনে হচ্ছে পুরোপুরি পরিকল্পিত হত্যা। কারণ, যেটার সাথে ঝুলন্ত ছিল সেটি হালকা কাঠের বাতা মাত্র। আর যে জায়গায় ঝুলন্ত ছিল সেখানকার উচ্চতা প্রায় ৭ ফুট। কিন্তু মেয়েটি যে ওড়না দিয়ে ঝুলেছিল সেটি তিন ফুট এবং দেহ পাঁচ ফুট ছিল। তাই সে মেয়েটি ওখানে আত্নহত্যা করেছে এটা বিশ্বাসযোগ্য নয়। তারপরও পুলিশ আছে, তদন্ত করে আসল ঘটনা খুঁজে বের করবে। 
 
কিন্তু এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা। এই হত্যার সাথে বাড়িওয়ালা জড়িত রয়েছে। বাড়িওয়ালাকে গ্রেফতার করলে আসল তথ্য বেরিয়ে আসবে।
 
এ বিষয়ে নিহত সুমাইয়ার মা বলেন, আমি কিছু জানি না। প্রথমে বাড়িওয়ালার কাছ থেকে ৫০ হাজার টাকা পেয়েছে জানালেও তিনি মোবাইল ক্যামেরা দেখে আর মুখ খোলেননি। 
 
প্রতিবেশী সম্পা (গৃহিণী) বলেন, বিকেলেও সুমাইয়ার সাথে কথা হয়েছে। আমার বাচ্চার সাথেও কথা বলেছে। মাথায় আঘাতের চিহ্ন আছে। পোশাকে দেয়ালের রং ভর্তি ছিল। ছোট বাচ্চা মেয়েটাকে দিয়ে ওরা অতিরিক্ত খাটাত। লাশ দেখে আত্মহত্যা মনে হয়নি। কারণ পা দুটো ভাঁজ করা অবস্থায় ঝুলছিল।
 
অপর এক প্রতিবেশী বলেন, মাথা ফোলা ছিল আর হাতে আঘাতের চিহ্ন ছিল। (ভিডিও রেকর্ড সংরক্ষিত )।
 
এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামেএর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, খবর পাওয়ার পরপরই আমিসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহর সুরুতহাল সম্পন্ন করে হাসপাতালের মর্গে পাঠাই। পরে বাড়ির মালিক একটি ইউডি মামলা করেন। কিন্তু মেয়েটির পরিবার মামলা করতে রাজি হয়নি। তবুও এ মৃত্যুতে আমাদের সন্দেহ রয়েছে, তাই ডিএনএ প্রোফাইলসহ পোস্টমর্টেম করতে পাঠানো হয়েছে। ডিএনএ প্রোফাইল ও পোস্টমর্টেম রিপোর্ট এলে বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।

এমএসএম / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান