রাজশাহীতে কিশোরী হত্যা, থানায় আত্মহত্যার অভিযোগ
রাজশাহী নগরীর বসুয়া এলাকায় সুমাইয়া নামের ১৩ বছরের এক কিশোরীর আত্মহত্যার ইউডি মামলা হলেও এলাকাবাসীর অভিযোগ, এটি আত্নহত্যা নয়; পরিকল্পিত হত্যা। রোববার (৮ আগস্ট) রাজশাহী মহনগরীর হড়গ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বসুয়া পশ্চিমপাড়া মুদি ব্যবসায়ী নজরুল ইসলাম খানেএর বাড়িতে এ ঘটনা ঘটে। সুমাইয়া গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার লাখন্দ গ্রামের কালা সিকদারের মেয়ে। সুমাইয়া নজরুল খানের বাড়িতে দুই বছর যাবৎ কাজের মেয়ে হিসেবে কাজ করছিল।
সরজমিন খোঁজ নিয়ে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মুদি ব্যবসায়ী নজরুলের বাড়ির গরুর খামারে সুমাইয়ার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে জানাজানি হলে থানা পুলিশকে খবর দিলে রাজপাড়া থানা পুলিশ উপস্থিত হয়ে সুরুতহাল রিপোর্ট সম্পন্ন করে মৃতদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এই পরিকল্পিত হত্যাকে ধামাচাপা দিতে মরিয়া বাড়ির মালিক নজরুল ইসলাম ও তার শুভাকাঙ্ক্ষীরা। কারণ, তখনও ঘটনাটি জানেনি কোনো মিডিয়াকর্মী। পরদিন মিডিয়াকর্মীরা জানতে পারলে ঘটনাস্থলে তথ্য সংগ্রহের জন্য যান এবং নজরুলকে জিজ্ঞাসা করলে তিনি এড়িয়ে যান এবং বলেন, আমি কিছু জানি না। পরে স্থানীয় লোকজনের জেরার মুখে পড়েন তিনি। এরপর তিনি বলেন, এই সুমাইয়া তার শ্যালিকা হয়। কিন্তু কেন আত্মহত্যা করেছে তা তিনি জানেন না।
বিষয়টি নিয়ে হড়গ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মুস্তাফিজুর রহমান জিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমি খবর পাওয়ার পর পুলিশকে অবগত করি এবং পুলিশ এলে তাদের সাথে ঘটনাস্থলে উপস্থিত হই। গিয়ে দেখি ওড়না পেঁচিয়ে হাঁটুগাড়া অবস্থায় মেয়েটির মৃতদেহ ঝুলছে। মৃতদেহটি দেখে মনে হয়নি এটি আত্নহত্যা। মনে হচ্ছে পুরোপুরি পরিকল্পিত হত্যা। কারণ, যেটার সাথে ঝুলন্ত ছিল সেটি হালকা কাঠের বাতা মাত্র। আর যে জায়গায় ঝুলন্ত ছিল সেখানকার উচ্চতা প্রায় ৭ ফুট। কিন্তু মেয়েটি যে ওড়না দিয়ে ঝুলেছিল সেটি তিন ফুট এবং দেহ পাঁচ ফুট ছিল। তাই সে মেয়েটি ওখানে আত্নহত্যা করেছে এটা বিশ্বাসযোগ্য নয়। তারপরও পুলিশ আছে, তদন্ত করে আসল ঘটনা খুঁজে বের করবে।
কিন্তু এলাকাবাসীর দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা। এই হত্যার সাথে বাড়িওয়ালা জড়িত রয়েছে। বাড়িওয়ালাকে গ্রেফতার করলে আসল তথ্য বেরিয়ে আসবে।
এ বিষয়ে নিহত সুমাইয়ার মা বলেন, আমি কিছু জানি না। প্রথমে বাড়িওয়ালার কাছ থেকে ৫০ হাজার টাকা পেয়েছে জানালেও তিনি মোবাইল ক্যামেরা দেখে আর মুখ খোলেননি।
প্রতিবেশী সম্পা (গৃহিণী) বলেন, বিকেলেও সুমাইয়ার সাথে কথা হয়েছে। আমার বাচ্চার সাথেও কথা বলেছে। মাথায় আঘাতের চিহ্ন আছে। পোশাকে দেয়ালের রং ভর্তি ছিল। ছোট বাচ্চা মেয়েটাকে দিয়ে ওরা অতিরিক্ত খাটাত। লাশ দেখে আত্মহত্যা মনে হয়নি। কারণ পা দুটো ভাঁজ করা অবস্থায় ঝুলছিল।
অপর এক প্রতিবেশী বলেন, মাথা ফোলা ছিল আর হাতে আঘাতের চিহ্ন ছিল। (ভিডিও রেকর্ড সংরক্ষিত )।
এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামেএর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, খবর পাওয়ার পরপরই আমিসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহর সুরুতহাল সম্পন্ন করে হাসপাতালের মর্গে পাঠাই। পরে বাড়ির মালিক একটি ইউডি মামলা করেন। কিন্তু মেয়েটির পরিবার মামলা করতে রাজি হয়নি। তবুও এ মৃত্যুতে আমাদের সন্দেহ রয়েছে, তাই ডিএনএ প্রোফাইলসহ পোস্টমর্টেম করতে পাঠানো হয়েছে। ডিএনএ প্রোফাইল ও পোস্টমর্টেম রিপোর্ট এলে বোঝা যাবে মৃত্যুর আসল কারণ।
এমএসএম / জামান
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর
কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি, আলোচনা ও দোয়া মাহফিল
টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া
ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান
আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল
ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি
ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার বাদীর ওপর হুমকির সংবাদ সম্মেলন
Link Copied