কমিউনিটি ক্লিনিকের অভাবে কাপ্তাইয়ের আড়াছড়ির বাসিন্দারা স্বাস্থ্য সেবা বঞ্চিত
রাঙামাটির জেলার কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের অতি দূর্গম পাড়া আড়াছড়ি। কাপ্তাই উপজেলা সদর হতে দুর্গম এই আড়াছড়ি পথ পাড়ি দিতে হয় প্রায় ১২ কিলোমিটার। তৎমধ্যে নৌপথ এবং হাটা পথ ছাড়া ওই পাড়াতে পৌঁছানোর বিকল্প কোন মাধ্যম নেই। উঁচু নিচু পাহাড় বেষ্টিত এই আড়াছড়ি পাড়াতে মারমা, তনচংগ্যা, চাকমা এবং ত্রিপুরা সম্প্রদায়ের প্রায় ১৫০ টি পরিবার বসবাস করে। তবে দুঃখের বিষয় এই দুর্গম আড়াছড়ি পাড়াতে পরিবারগুলোর জন্য নেই কোন কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্যসেবা ব্যবস্থা। পাড়াটির বাসিন্দারা দিনের পর দিন স্বাস্থ্যসেবা বঞ্চিত হয়ে আসছে।
সম্প্রতি আড়াছড়ি পাড়াটিতে গিয়ে কথা হয়, আড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং স্থানীয় বাসিন্দা নয়ন তনচংগ্যার সাথে। তিনি জানান, দূর্গম আমাদের এই গ্রামে স্বাস্থ্য সেবার জন্য নেই কোন সরকারি বেসরকারি কমিউনিটি ক্লিনিক। আমরা সব রকমের স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হচ্ছি। তাই আমাদের গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা অত্যন্ত জরুরী।
আড়াছড়ি এলাকার বাসিন্দা জীবন বিকাশ তনচংগ্যা ও চিচি মং মারমা বলেন, এলাকার কেউ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে পায়ে হেঁটে এবং ইঞ্জিন চালিত বোট যোগে কাপ্তাই নতুন বাজারে কোন চিকিৎসকের কাছে যেতে হয়৷ আবার কেউ কেউ আরোও ৮ কিমি: সড়ক পথে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নেয়৷ যদি প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য আমাদের গ্রামে কোন ক্লিনিক থাকতো তাহলে আমাদের এই কষ্টটা হতো না।
তাছাড়া বর্ষা মৌসুমে রাস্তার অবস্থা এতই নাজুক থাকে যে, হেঁটেও যাওয়া সম্ভব হয়না।
চিৎমরম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বজিৎ তনচংগ্যা এবং ৩৩৬ নং আড়াছড়ি মৌজার ভারপ্রাপ্ত হেডম্যান চিকনধন তনচংগ্যা বলেন, কোন কারনে যদি কোন গর্ভবতী মহিলা বা বৃদ্ধ লোক হঠাৎ কোন অসুখে পড়ে যায় তাহলে আমরা প্রাথমিক চিকিৎসা দেবার জন্য তাদেরকে দূর্গম পথ পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে পারিনা। কারন উঁচু নীচু পাহাড় বেয়ে এইসব রোগীদের নেওয়া কষ্টসাধ্য। এই মূহুর্তে এই দূর্গম এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা অতীব জরুরী। যাতে এলাকাবাসী অত্যন্ত প্রাথমিক সেবাটুকু পাই।
চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, এই পাড়াতে একটি কমিউনিটি ক্লিনিক অনেক বেশি প্রয়োজন। আমি এবিষয়ে উধ্বর্তন কতৃপক্ষের নিকট আবেদন জানাই।
এবিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিউদ্দিন জানান, এই এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত এর জন্য অবশ্যই কমিউনিটি ক্লিনিক জরুরী। তবে এলাকাবাসী যদি আবেদন করে তাহলে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে এই আবেদনটি পাঠাবো।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, সরকার প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করতে চাই, তবে এলাকার কেউ যদি ৮ শতাংশ জমি দেন, তাহলে আমরা স্বাস্থ্য মন্ত্রনালয়ে ঐ এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
এমএসএম / এমএসএম
আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার
কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ
বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ
জয়পুরহাটে ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা
ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী
মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো
মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
ধামরাইয়ে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ
উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত
সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কবর জিয়ারতে মাধ্যমে হাটহাজারীতে মীর হেলালের নির্বাচনী প্রচারনা শুরু
Link Copied