কালীগঞ্জে শিক্ষকদের সাথে এমপি’র মতবিনিময়
গাজীপুরের কালীগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন মেহের আফরোজ চুমকি এমপি। শনিবার সকালে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইসরাত জাহানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ.এম.আবু বকর চৌধুরী, কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এস.এম রবীন হোসেন, ভাইস চেয়ারম্যান এড. মো. মাকসুদ উল আলম খান, জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নাহার, প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি অনিল কুমার দাস, সাধারণ সম্পাদক মো. এনামুল হকসহ নাগরী, মোক্তারপুর ও জাঙ্গালীয়া ইউপি চেয়ারম্যানবৃন্দ, পৌর কাউন্সিলর, সাংবাদিক এবং আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম