ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

আদালতে স্বামীর মামলা

পটিয়ায় প্রবাসীর সাথে প্রেমের টানে স্বামীর ঘর ছাড়লেন দুই সন্তানের জননী


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ৯-৮-২০২১ রাত ১১:৩৭

চট্টগ্রামের পটিয়ায় প্রবাসীর সাথে প্রেমের টানে স্বামীর ঘর ছাড়লেন দুই সন্তানের জননী তছলিমা আকতার প্রকাশ তামান্না (২৭)। তিনি পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের জিয়াউদ্দিন প্রকাশ রাসেলের স্ত্রী। গত রোববার (৮ আগস্ট) স্বামী মো. জিয়াউদ্দিন প্রকাশ রাসেল বাদী হয়ে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেরেট আদালতে স্ত্রীসহ ৫ জনকে আসামি করে (সিআর-২৯২/২০২১ইং) মামলা দায়ের করেন। আদালত পটিয়া থানার ওসিকে তদন্তপূর্বক এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়।

আসামিরা হলেন- স্ত্রী তছলিমা আকতার প্রকাশ তামান্না (২৭), শাশুড়ি বেবী আকতার (৪৭), শ্বশুর শরাফত আলী (৫৫), শ্যালক ইকবাল হোসেন রুবেল (৩১), শালিকা নাজমা সুলতানা পপি (২৪) এবং হাটাজাহারী এলাকার প্রবাসী প্রেমিক মো. কাইয়ুম (৩৫)। 

আদালতে মামলা সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকার মো. আবুল বশরের ছেলে মো. জিয়াউদ্দিন প্রকাশ রাসেলের সাথে উপজেলার দক্ষিণ ভূষি ইউপির ৭নং ওয়ার্ডের পূর্ব ডেঙ্গাপাড়া এলাকার শরাফত আলীর কন্যা তছলিমা আকতার প্রকাশ তামান্নার ২০১০ সালে বিবাহ হয়। তাদের সংসারে দুটি পুত্রসন্তান রয়েছে। রাসেল সিলেট জেলার ফুলকলিতে চাকরি করেন। ইতোমধ্যে তার স্ত্রী তামান্নার সাথে দুবাই প্রবাসী মো. কাইয়ুমের সাথে মোবাইলে যোগাযোগের মাধ্যমে প্রথমে পরিচয়, পরে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।

এটি আরো ঘনিষ্ঠ করে দেয় তামান্নার ছোট বোন দুবাই প্রবাসী হ্যাপি। গত ৮ ফেব্রুয়ারি তামান্না তার দুই সন্তান রেখে শ্বশুরবাড়ি থেকে স্বামী রাসেলের ৪ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মূলবান জিনিস নিয়ে বাপের বাড়িতে চলে যান। স্বামী রাসেল প্রেমিক কাইয়ুমের সাথে তার স্ত্রীর বিভিন্ন মোবাইল চ্যাটিংয়ের মাধ্যমে অবৈধ কার্র্যকলাপ, নোংরা ছবি, ভিডিওচিত্র পান। এই নিয়ে স্বামী-স্ত্রীর সাথে মতবিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে থানায় রাসেল একটি অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে উভয়পক্ষকে ভুল বোঝাবুঝি অবসান করে ঘর-সংসার করার পরার্মশ দেয় পুলিশ। কিন্তু তাতেও সে রাজি না হয়ে তার বাপের বাড়িতে অবস্থান করছেন। বর্তমানে রাসেল দুই সন্তান নিয়ে বেকায়দায় রয়েছেন এবং স্ত্রীকে ফেরত পেতে আদালতে মামলা দায়ের করেন। 

এ ব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে পটিয়া আদালতের একটি মামলা তদন্তের জন্য দেয়া হয়েছে। তা সোমবার পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আদালতের নির্দেশমতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ