আকাশবাড়ী হলিডেজ
অন্যতম শীর্ষ হলিডেজ আকাশ বাড়িতে অফারের ছড়াছড়ি
বাংলাদেশের অন্যতম শীর্ষ টুর অপারেটর আকাশবাড়ী হলিডেজ এর ব্যবস্হাপনা পরিচালক ও সিইও তৌহিদুল আলম মিলকি,তাঁর প্রতিষ্ঠান সম্পর্কে বলেন, আমার প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যতম সেরা, স্বনামধন্য,প্রতিষ্ঠিত,কথায় কাজে এক একটি ট্রাভেল এজেন্সি। মানুষের ভ্রমণ-কে নিশ্চিত করে, ভ্রমণের যে সকল আনুষঙ্গিক ব্যাপার রয়েছে সেগুলো কে আমরা নিশ্চিত করি ট্রাভেল-টুরিজম নিয়ে আমাদের কাজ। সাধারণত যারা বিদেশে ঘুরতে চায় বা দেশের ভিতরে যারা ঘুরতে চায় তাদের সমস্ত কিছু আমরা ম্যানেজ করি। এটাই আমাদের মূল কাজ।
এছাড়া ও আমরা অন্য কাজও করি, যারা বিদেশে পড়তে চায় তাদেরকে আমরা স্টুডেন্ট কন্সালটেশন করি ও সাহায্য করি, তাদের ফাইল প্রসেস করি, তাদের খুটিনাটি যাবতীয় কাজ আমরাই প্রসেসিং করি।আমাদের প্রতিষ্ঠান কথায় কাজে এক,কোয়ালিটি ও মানের ব্যাপারে আমাদের কোন আপষনাই। আমরা স্বল্প মূল্য সারা পৃথিবীতে টুর অপারেট করি,আপনি শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আর পেমেন্ট করবেন বাকী সকল আয়োজন নিরাপদ ও আনন্দদায়ক করার দ্বায়িত্ব আমাদের।
আমাদের আছে দুবাই সর্বনিম্ন ৭৯ হাজার ৯০০ টাকা, ইন্ডিয়া সর্বনিম্ন ১৫ হাজার ৯০০ টাকা, নেপাল সর্বনিম্ন ৩৭ হাজার ৯০০ টাকা, শ্রীলঙ্কা সর্বনিম্ন ৪৯ হাজার ৯০০ টাকা, ব্যাংকক সর্বনিম্ন ৪৩ হাজার ৯০০ টাকা, মালয়েশিয়া সর্বনিম্ন ৫৫ হাজার ৯০০ টাকা, সিঙ্গাপুর সর্বনিম্ন ৬৯ হাজার ৯০০ টাকা, ইন্দোনেশিয়া সর্বনিম্ন ৭৫ হাজার ৯০০ টাকা, ওমরাহ সর্বনিম্ন ১ লাখ ২৪ হাজার ৯০০ টাকা, ইউরোপ সর্বনিম্ন ১ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা, আমেরিকা সর্বনিম্ন ২ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা এর প্যাকেজ আমাদের বর্তমানে ১০০ টি প্যাকেজ চলমান আছে।
আকাশ বাড়ি হলিডেজ ১০ এবং ১১ নভেম্বর যে মেলা করছে তাতে অভুতপূব সারা পেয়েছে। অনেক ভালো, অত্যাধিক ভালো রেসপন্স ছিল ক্লায়েন্টের। প্রায় হাজার হাজার মানুষ আমাদের এখানে এসেছিল।পুরো হল রুম ভরা ছিল। it was big show অনেক ভালো হয়েছে ইনশাআল্লাহ। মানুষ অনেক সারা দিয়েছে।আমরা কৃতজ্ঞতা জানাই সকলকে।
বাংলাদেশে ট্যুরিজম নিয়ে এতো ট্রাভেল এজেন্সি এতো প্রতিষ্ঠান থাকতে আকাশ বাড়ি হলিডেজ মানুষ বেছে নিচ্ছে আস্তার কারণে। মানুষ আকাশ বাড়িতে আসে। কারণ ১২ বছর যাবৎ আকাশবাড়ী যেই কাজটা করছে, সেটা হলো মানুষের আস্তা অর্জন করার চেষ্টা এবং বিদেশ ভ্রমণ এটা কে এতটা সহজ করেছে যা শুধু মাত্র আকাশ বাড়ি হলিডেজ'ই করেছে তাদের দ্বারাই সম্ভব।আকাশ বাড়ি এটার পদ-পদর্শক। বিদেশেও যে অল্প প্রাইজে ঘুরা যায় সে রাস্তা দেখিয়ে দিয়েছি আকাশবাড়ী।
ব্যবস্থাপনা পরিচালক বলেন "সেই আস্তার যায়গাটা আমাদের এখনও আছে, এমনকি এখনও হাজার হাজার লোক আমাদের কাছে আসে। পর্যটন শিল্প নিয়ে, পর্যটন নিয়ে, আকাশ বাড়ি নিয়ে - বাংলাদেশের পর্যটন খাতকে কিভাবে প্রসারিত করা যায় তা নিয়ে আমরা আরো কাজ করতে চাই, পর্যটন শিল্পটাকে কিভাবে বিকাশিত করা যায় এবং আকাশ বাড়ি কে নিয়ে ভবিষ্যত পরিকল্পনা অনেক কিছু আমাদের। আমাদের হোটেল-রিসোর্ট'স আসছে। আমরা চেইন অফ হোটেল করবো বাংলাদেশে। এমনকি আরও আরও বেশি বেশি মানুষকে আমরা বিদেশ নেয়ার ব্যবস্থা করবো। বিদেশে যত মানুষ যাবে বাংলাদেশের মানুষকে চিনবে, বাংলাদেশকে চিনবে। বিশাল একটা ব্রান্ডিং হওয়ার যায়গা করব, তারপরও আমরা চাই মানুষ বাংলাদেশে আসুক বিকজ আমাদেরও পর্যটন আনতে হবে। ফরেন রেমিট্যান্স আমাদের আনতে হবে, সেই ব্যপারেও আমরা খুবই জোড়ালো কাজ করছি। আশা করছি ভবিষ্যতে আমরা অনেক মানুষকে আমরা আমাদের দেশে আনতে পারবো।
আকাশবাড়ী সম্পর্কে জানতে ও যোগাযোগ করতে :- আকাশবাড়ি মিলকি মেনশন - বনানী -০১৭০১২৯৪৩৩৮ -৩৯, বনানী ব্রাঞ্চ ০১৭০১২৯৪৪৭৯, ধানমণ্ডি ব্রাঞ্চ - ০১৭০১২৯৪৪৬২। ওয়েবসাইট : www.akashbariholidays.com
Sunny / Sunny
‘সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে থাকবে বিএনপিঃ ডা. হারুন আল রশীদ
স্টেপ ফুটওয়্যারের নতুন টিভিসি চিত্রায়ণ হয়েছে বিএফডিসিতে
নাক, কান, গলা ইন্সটিটিউটে 'হেড নেক ক্যান্সার কংগ্রেস' শুরু,
পরিবর্তন হচ্ছে বেবিচক আইন : সব ক্ষমতা যাচ্ছে মন্ত্রণালয়ের হাতে
উত্তরা প্রাইভেট হসপিটাল ওনার্স এসোসিয়েশনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটি ও বিইউএফটি প্রক্টরিয়াল টিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
সিলেটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে “তারুণ্য উৎসব ২০২৫” অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক-এর পে-রোল সেবা নেবে রহিম গ্রুপ
সাশ্রয়ে দরকারি ওষুধ কেনা যাচ্ছে একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি- এর সার্টিফিকেশন অর্জন
সাশ্রয়ে দরকারি ওষুধ কেনা যাচ্ছে একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল নিয়ে গুজব: বিজিবির প্রতিবাদ