ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

শরীয়তপুরে ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে মন্দিরের সম্পত্তি আত্মসাৎ এর চেষ্টার অভিযোগ


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ১২:৩৮
শরীয়তপুর সদর পৌরসভার ৭ নং ওয়ার্ড ৮০ নং ধানুকা মৌজার আর এস খতিয়ান ৮৪০, দাগ নং ১০৭৬, বর্তমান বিআর১/১ খতিয়ানে অন্তর্ভুক্ত  ৮৯শতাংশ দেবত্তর মন্দিরের সম্পত্তি গোসাইদিঘী ভুয়া বয়নামা দলিল কে বৈধতা দিয়ে হাইকোর্ট ডিভিশনে সোলে নামা ডিগ্রির মাধ্যমে মন্দিরের  সম্পত্তি আত্মসাৎ এর চেষ্টা করছেন ডিসি অফিসের এলও শাখার কর্মচারী  গোবিন্দ চক্রবর্তী এবং তার বড় ভাই গোপাল চক্রবর্তী।দৈনিক প্রথম আলো পত্রিকার সূত্রে জানা গেছে স্থানীয় এক ব্যক্তি প্রায় ৫০ বছর ভোগ দখল সূত্রে বর্তমান বি আর এস ১/১ খতিয়ানের দেবদত্তর মন্দিরের ৮৯শতাংশ   গোসাইদিঘির সম্পত্তি  নামজারির মাধ্যমে বিক্রির চেষ্টা চালাচ্ছিল।বিষয়টি দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হওয়ার পর শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন ওই মন্দিরের সম্পত্তি উদ্ধার করে সাইনবোর্ড লাগিয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়  ৮০ নং ধানুকা মৌজায় স্থায়ীভাবে বসবাসরত মৃত মোহাম্মদ  ব্যাপারীর পুত্রগণ রহিম বেপারী, মাইনুদ্দিন বেপারী ভুয়া  জাল কাগজপত্র তৈরি করিয়া স্থানীয় হাজার পরিবারকে হয়রানি করে আসছে দীর্ঘ বছর যাবত ।রহিম বেপারী গংরা ৫৮, ৫৯ সালে৭১সি ১৪একর ৭৯ শতাংশ ভূমি দেখিয়ে একটি ভুয়া জাল বয়নামা দলিল  তৈরি করেন।ওই ভুয়া জাল বয়নামা দলিলের ভিতরে  মন্দিরের সম্পত্তি আরএস ৮৪০খতিয়ানের ১০৭৬ দাগ রয়েছ।জাল কাগজপত্র সৃজনকারী ওই ভুয়া বয়নামা দলিল দিয়ে শরীয়তপুর চিকন্দি আদালতে মামলা করে  কাউকে বিবাদী না করে মোটা অংকের বিনিময়ে  একতরফা  ডিগ্রি লাভ করে।যাহার মোকাদ্দামা ৬৫/৯০নং দেওয়ানী।একতরফা ডিগ্রি বিষয়টি জানতে পেরে প্রকৃত সত্যের মালিকানারা ওই ডিগ্রির বিরুদ্ধে  আপিল করে ডিগ্রীকে বাতিল করেন এবং ওই বয়নামা  দলিল  আদালতে জাল প্রমাণিত হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন  গণমাধ্যমকে জানান, এই সম্পত্তি আমাদের, মানে জেলা প্রশাসকের। এই মন্দিরের সম্পত্তি আমরা উদ্ধার করেছি এমনকি সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছ। আগেতো গোবিন্দ চক্রবর্তীকে সোলে নামার মাধ্যমে এ সম্পত্তি নিতে দেন, তারপর দেখা যাবে। এখানে কি হয় সব খবর আমার কাছে আছে। জেলা প্রশাসকের এলও  শাখার কর্মচারী গোবিন্দ চক্রবর্তী কে বারবার কল দিও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।আদালতে দেখানো মোঃ ব্যাপারীর নামে ৫৮-৫৯ সনের ৭১/সি১৪ একর ৭৯ শতাংশ জমির বয়নামা দলিলের নথির অস্তিত্ব না পাওয়ায়  সাবেক জেলা প্রশাসক শৈলেন্দ্র নাথ মজুমদার  জেলা দুর্নীতি দমন কর্মকর্তা কে উক্ত জালিয়াতির সহিত সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের বিরুদ্ধে আইন অনুযায়ী ফৌজদারী মোকাদ্দমা রুজু  করিবার নির্দেশ দেন।

এমএসএম / এমএসএম

শার্শায় স্কুল পড়ুয়া ৪৫ শিক্ষার্থী পেল বাইসাইকেল

কোটালীপাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগম গ্রেপ্তার

নড়াইল-২ আসনে নির্বাচনী প্রচারণায় লায়ন নুর ইসলাম

বড়লেখায় পৌরশহরের খাদ্য গুদামের সামনে রেলগেইট স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আখাউড়া শান্তিবন মহাশ্মশানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনায় বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে লড়ছেন অ্যাডভোকেট মাহ্ফুজুল হক

সন্দ্বীপে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং

রৌমারী কিসমত উল্লাহ বালাজান কৃষি ও কারিগরি ইনস্টিটিউ কলেজটির অনিয়ম তদন্ত কমিটি গঠন

যশোরে ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-৩

কুড়িগ্রাম জেলা শহরের সড়ক খানাখন্দে ভরে থাকায় দুর্ভোগে পথচারী,যানবাহনের চালকরা

ত্রিশালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাকেরগঞ্জে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সচিবের মতবিনিময় সভা

বার বার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ: বিএনপি নেতা বাচ্চু