ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

শরীয়তপুরে ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে মন্দিরের সম্পত্তি আত্মসাৎ এর চেষ্টার অভিযোগ


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ১২:৩৮
শরীয়তপুর সদর পৌরসভার ৭ নং ওয়ার্ড ৮০ নং ধানুকা মৌজার আর এস খতিয়ান ৮৪০, দাগ নং ১০৭৬, বর্তমান বিআর১/১ খতিয়ানে অন্তর্ভুক্ত  ৮৯শতাংশ দেবত্তর মন্দিরের সম্পত্তি গোসাইদিঘী ভুয়া বয়নামা দলিল কে বৈধতা দিয়ে হাইকোর্ট ডিভিশনে সোলে নামা ডিগ্রির মাধ্যমে মন্দিরের  সম্পত্তি আত্মসাৎ এর চেষ্টা করছেন ডিসি অফিসের এলও শাখার কর্মচারী  গোবিন্দ চক্রবর্তী এবং তার বড় ভাই গোপাল চক্রবর্তী।দৈনিক প্রথম আলো পত্রিকার সূত্রে জানা গেছে স্থানীয় এক ব্যক্তি প্রায় ৫০ বছর ভোগ দখল সূত্রে বর্তমান বি আর এস ১/১ খতিয়ানের দেবদত্তর মন্দিরের ৮৯শতাংশ   গোসাইদিঘির সম্পত্তি  নামজারির মাধ্যমে বিক্রির চেষ্টা চালাচ্ছিল।বিষয়টি দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হওয়ার পর শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন ওই মন্দিরের সম্পত্তি উদ্ধার করে সাইনবোর্ড লাগিয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়  ৮০ নং ধানুকা মৌজায় স্থায়ীভাবে বসবাসরত মৃত মোহাম্মদ  ব্যাপারীর পুত্রগণ রহিম বেপারী, মাইনুদ্দিন বেপারী ভুয়া  জাল কাগজপত্র তৈরি করিয়া স্থানীয় হাজার পরিবারকে হয়রানি করে আসছে দীর্ঘ বছর যাবত ।রহিম বেপারী গংরা ৫৮, ৫৯ সালে৭১সি ১৪একর ৭৯ শতাংশ ভূমি দেখিয়ে একটি ভুয়া জাল বয়নামা দলিল  তৈরি করেন।ওই ভুয়া জাল বয়নামা দলিলের ভিতরে  মন্দিরের সম্পত্তি আরএস ৮৪০খতিয়ানের ১০৭৬ দাগ রয়েছ।জাল কাগজপত্র সৃজনকারী ওই ভুয়া বয়নামা দলিল দিয়ে শরীয়তপুর চিকন্দি আদালতে মামলা করে  কাউকে বিবাদী না করে মোটা অংকের বিনিময়ে  একতরফা  ডিগ্রি লাভ করে।যাহার মোকাদ্দামা ৬৫/৯০নং দেওয়ানী।একতরফা ডিগ্রি বিষয়টি জানতে পেরে প্রকৃত সত্যের মালিকানারা ওই ডিগ্রির বিরুদ্ধে  আপিল করে ডিগ্রীকে বাতিল করেন এবং ওই বয়নামা  দলিল  আদালতে জাল প্রমাণিত হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন  গণমাধ্যমকে জানান, এই সম্পত্তি আমাদের, মানে জেলা প্রশাসকের। এই মন্দিরের সম্পত্তি আমরা উদ্ধার করেছি এমনকি সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছ। আগেতো গোবিন্দ চক্রবর্তীকে সোলে নামার মাধ্যমে এ সম্পত্তি নিতে দেন, তারপর দেখা যাবে। এখানে কি হয় সব খবর আমার কাছে আছে। জেলা প্রশাসকের এলও  শাখার কর্মচারী গোবিন্দ চক্রবর্তী কে বারবার কল দিও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।আদালতে দেখানো মোঃ ব্যাপারীর নামে ৫৮-৫৯ সনের ৭১/সি১৪ একর ৭৯ শতাংশ জমির বয়নামা দলিলের নথির অস্তিত্ব না পাওয়ায়  সাবেক জেলা প্রশাসক শৈলেন্দ্র নাথ মজুমদার  জেলা দুর্নীতি দমন কর্মকর্তা কে উক্ত জালিয়াতির সহিত সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের বিরুদ্ধে আইন অনুযায়ী ফৌজদারী মোকাদ্দমা রুজু  করিবার নির্দেশ দেন।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১

নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩

মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে

গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম

সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন

আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা

জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান

শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা

ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত

নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ

ঈশ্বরদীতে নেসকো ঈশ্বরদী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদসভা ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত