ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

শ্রীনগরে ধনিয়া পাতা চাষে স্বাবলম্বী


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ১:৪

শ্রীনগরে শীতকালীন বিভিন্ন শাক-সবজির পাশাপাশি ধনিয়া পাতা চাষে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় কৃষক। দেশে ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের বাড়তি স্বাদের জন্য রান্না-বান্নায় ধনিয়া পাতার ব্যবহার হয়ে আসছে যুগযুগ ধরে। ধনিয়া পাতার চাষ এখন বছর জুড়ে করা হলেও মূলত শীত মৌসুমে এর ব্যাপক চাষাবাদ হয়ে থাকে। উঁচু জমিতে কম খরচে ধনিয়া পাতা চাষ করে অধিক লাভবান হওয়ায় অনেকেই বণিজ্যিক চাষ করছেন। ক’দিন আগেও খোলা বাজারে ধনিয়া পাতার কেজি কেনাবেচা হয়েছে ১০০ টাকা। বর্তমান খুচরা বাজারে আমদানী বাড়ায় ৩০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। 
উপজেলার সিংপাড়া, পানিয়া, সাতগাঁও, খৈয়াগাঁও, কর্কটপাড়া, তারাটিয়াসহ বিভিন্ন স্থানে বেগুন, টমেটো, কাঁচা মরিচ, ফুলকপিসহ অন্যান্য সবজি জমিতে সাথী ফসল হিসেবে ধনিয়া পাতার চাষ করা হচ্ছে। সবজি চাষের পাশাপাশি অল্প দিনে একই জমিতে ধনিয়া পাতার চাষ অধিক লাভজনক হওয়ায় অনেকেই উৎসাহী হচ্ছেন। এসব জমিতে কম খরচে ধনিয়ার বীজ বপন করেই অল্পদিনের মধ্যে কৃষক আয়ের উৎস খুঁজে পাচ্ছেন। 
দেখা যায়, কৃষক পরিবারের সদস্যরা জমি থেকে ধনিয়া পাতা তুলছেন। বিক্রি করছেন স্থানীয় বাজারে। জমি থেকে ধনিয়া পাতার কেজি বিক্রি করা হচ্ছে। ২৫-৩০ টাকা। জানা গেছে, এ চাষে প্রায় ১০ শতাংশ পরিমাণ জমিতে ১ কেজি ধনিয়ার বীজ বপণ করে ১০-১২ মণ ধনিয়া পাতার উৎপাদণ হচ্ছে। 
বীরতারা এলাকার আমিনুল ইসলাম, ষোলঘর এলাকার সুজন বলেন, একই ধনিয়া পাতার সঙ্গে অন্যান্য সবজির চাষ করছি। কিছুদিনের মধ্যেই ধনিয়া পাতা বিক্রি শেষ হয়ে যাবে। পুনরায় বীজ বপণ করা হবে। এ সময় বীরতারা এলাকার টোকানী মাদবর নামে এক কৃষক জানান, গেল বছর ৪২ শতাংশ জমিতে ৪ কেজি বীজ বপণ করে প্রায় ৮০ মণ ধনিয়া পাতার উৎপাদণ হয়। প্রায় লাখ টাকা বিক্রি হয়। এই সিজনেও তিনি ধনিয়া পাতার চাষ করছেন। এচাষে লাভের স্বপ্ন দেখছেন তিনি। 
শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ জানান, স্থানীয়দের প্রতীত জমিতে মৌসুমী শাক-সবজি চাষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অনেকেই কম খরচে ধনিয়া পাতা চাষ করে অর্থিকভাবে লাভবান হচ্ছেন। বাড়ির আঙ্গিণা ও প্রতীত জমিতে বেশী বেশী শাক-সবজি চাষের জন্য স্থানীয়দের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে। 

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন ডিসি মুহম্মদ কামরুজ্জামান

চাঁদাবাজির অভিযোগ নিয়ে অস্ত্র শাখার দায়িত্বে আরএনবির আনোয়ার

ত্রিশালে বিএনপিনেতার মৃত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল

নেত্রকোনার কলমাকান্দায় দাখিল মাদ্রাসার কমিটি গঠনে অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ

কুমিল্লায় জামায়াতের জুলাই সনদ ও পিআরসহ ৫দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

হাসিনাকে 'মা' ডাকা আশুলিয়ার আঃলীগ নেত্রী গাজী নাছরিন আক্তার নাজ এখনো মামলাহীন ধরাছোঁয়ার বাইরে

আ'লীগ- বিএনপি মিলেমিশে রায়পুরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনে বেপরোয়া

মাগুরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা

বাঘায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

নোয়াখালী বিভাগের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে ৫ জেলার যাত্রী

নরসিংদীতে ১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে জামায়াত বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

তানোর গোদাগাড়ীতে ধানের শীষের মনোনয়নের শীর্ষে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন