শ্রীনগরে ধনিয়া পাতা চাষে স্বাবলম্বী

শ্রীনগরে শীতকালীন বিভিন্ন শাক-সবজির পাশাপাশি ধনিয়া পাতা চাষে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় কৃষক। দেশে ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের বাড়তি স্বাদের জন্য রান্না-বান্নায় ধনিয়া পাতার ব্যবহার হয়ে আসছে যুগযুগ ধরে। ধনিয়া পাতার চাষ এখন বছর জুড়ে করা হলেও মূলত শীত মৌসুমে এর ব্যাপক চাষাবাদ হয়ে থাকে। উঁচু জমিতে কম খরচে ধনিয়া পাতা চাষ করে অধিক লাভবান হওয়ায় অনেকেই বণিজ্যিক চাষ করছেন। ক’দিন আগেও খোলা বাজারে ধনিয়া পাতার কেজি কেনাবেচা হয়েছে ১০০ টাকা। বর্তমান খুচরা বাজারে আমদানী বাড়ায় ৩০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার সিংপাড়া, পানিয়া, সাতগাঁও, খৈয়াগাঁও, কর্কটপাড়া, তারাটিয়াসহ বিভিন্ন স্থানে বেগুন, টমেটো, কাঁচা মরিচ, ফুলকপিসহ অন্যান্য সবজি জমিতে সাথী ফসল হিসেবে ধনিয়া পাতার চাষ করা হচ্ছে। সবজি চাষের পাশাপাশি অল্প দিনে একই জমিতে ধনিয়া পাতার চাষ অধিক লাভজনক হওয়ায় অনেকেই উৎসাহী হচ্ছেন। এসব জমিতে কম খরচে ধনিয়ার বীজ বপন করেই অল্পদিনের মধ্যে কৃষক আয়ের উৎস খুঁজে পাচ্ছেন।
দেখা যায়, কৃষক পরিবারের সদস্যরা জমি থেকে ধনিয়া পাতা তুলছেন। বিক্রি করছেন স্থানীয় বাজারে। জমি থেকে ধনিয়া পাতার কেজি বিক্রি করা হচ্ছে। ২৫-৩০ টাকা। জানা গেছে, এ চাষে প্রায় ১০ শতাংশ পরিমাণ জমিতে ১ কেজি ধনিয়ার বীজ বপণ করে ১০-১২ মণ ধনিয়া পাতার উৎপাদণ হচ্ছে।
বীরতারা এলাকার আমিনুল ইসলাম, ষোলঘর এলাকার সুজন বলেন, একই ধনিয়া পাতার সঙ্গে অন্যান্য সবজির চাষ করছি। কিছুদিনের মধ্যেই ধনিয়া পাতা বিক্রি শেষ হয়ে যাবে। পুনরায় বীজ বপণ করা হবে। এ সময় বীরতারা এলাকার টোকানী মাদবর নামে এক কৃষক জানান, গেল বছর ৪২ শতাংশ জমিতে ৪ কেজি বীজ বপণ করে প্রায় ৮০ মণ ধনিয়া পাতার উৎপাদণ হয়। প্রায় লাখ টাকা বিক্রি হয়। এই সিজনেও তিনি ধনিয়া পাতার চাষ করছেন। এচাষে লাভের স্বপ্ন দেখছেন তিনি।
শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ জানান, স্থানীয়দের প্রতীত জমিতে মৌসুমী শাক-সবজি চাষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অনেকেই কম খরচে ধনিয়া পাতা চাষ করে অর্থিকভাবে লাভবান হচ্ছেন। বাড়ির আঙ্গিণা ও প্রতীত জমিতে বেশী বেশী শাক-সবজি চাষের জন্য স্থানীয়দের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা
