শ্রীনগরে ধনিয়া পাতা চাষে স্বাবলম্বী
শ্রীনগরে শীতকালীন বিভিন্ন শাক-সবজির পাশাপাশি ধনিয়া পাতা চাষে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় কৃষক। দেশে ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের বাড়তি স্বাদের জন্য রান্না-বান্নায় ধনিয়া পাতার ব্যবহার হয়ে আসছে যুগযুগ ধরে। ধনিয়া পাতার চাষ এখন বছর জুড়ে করা হলেও মূলত শীত মৌসুমে এর ব্যাপক চাষাবাদ হয়ে থাকে। উঁচু জমিতে কম খরচে ধনিয়া পাতা চাষ করে অধিক লাভবান হওয়ায় অনেকেই বণিজ্যিক চাষ করছেন। ক’দিন আগেও খোলা বাজারে ধনিয়া পাতার কেজি কেনাবেচা হয়েছে ১০০ টাকা। বর্তমান খুচরা বাজারে আমদানী বাড়ায় ৩০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার সিংপাড়া, পানিয়া, সাতগাঁও, খৈয়াগাঁও, কর্কটপাড়া, তারাটিয়াসহ বিভিন্ন স্থানে বেগুন, টমেটো, কাঁচা মরিচ, ফুলকপিসহ অন্যান্য সবজি জমিতে সাথী ফসল হিসেবে ধনিয়া পাতার চাষ করা হচ্ছে। সবজি চাষের পাশাপাশি অল্প দিনে একই জমিতে ধনিয়া পাতার চাষ অধিক লাভজনক হওয়ায় অনেকেই উৎসাহী হচ্ছেন। এসব জমিতে কম খরচে ধনিয়ার বীজ বপন করেই অল্পদিনের মধ্যে কৃষক আয়ের উৎস খুঁজে পাচ্ছেন।
দেখা যায়, কৃষক পরিবারের সদস্যরা জমি থেকে ধনিয়া পাতা তুলছেন। বিক্রি করছেন স্থানীয় বাজারে। জমি থেকে ধনিয়া পাতার কেজি বিক্রি করা হচ্ছে। ২৫-৩০ টাকা। জানা গেছে, এ চাষে প্রায় ১০ শতাংশ পরিমাণ জমিতে ১ কেজি ধনিয়ার বীজ বপণ করে ১০-১২ মণ ধনিয়া পাতার উৎপাদণ হচ্ছে।
বীরতারা এলাকার আমিনুল ইসলাম, ষোলঘর এলাকার সুজন বলেন, একই ধনিয়া পাতার সঙ্গে অন্যান্য সবজির চাষ করছি। কিছুদিনের মধ্যেই ধনিয়া পাতা বিক্রি শেষ হয়ে যাবে। পুনরায় বীজ বপণ করা হবে। এ সময় বীরতারা এলাকার টোকানী মাদবর নামে এক কৃষক জানান, গেল বছর ৪২ শতাংশ জমিতে ৪ কেজি বীজ বপণ করে প্রায় ৮০ মণ ধনিয়া পাতার উৎপাদণ হয়। প্রায় লাখ টাকা বিক্রি হয়। এই সিজনেও তিনি ধনিয়া পাতার চাষ করছেন। এচাষে লাভের স্বপ্ন দেখছেন তিনি।
শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ জানান, স্থানীয়দের প্রতীত জমিতে মৌসুমী শাক-সবজি চাষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অনেকেই কম খরচে ধনিয়া পাতা চাষ করে অর্থিকভাবে লাভবান হচ্ছেন। বাড়ির আঙ্গিণা ও প্রতীত জমিতে বেশী বেশী শাক-সবজি চাষের জন্য স্থানীয়দের সার্বিক পরামর্শ দেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনের মৌলিক অধিকার নিয়ে কাজ করছেঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
“অদম্য নারী’ পুরস্কারপ্রাপ্ত তিন সদস্যকে চাঁপাইনবাবগঞ্জ ফেন্ডস এন্ড ফ্যামেলী সমবায় সমিতির সংবর্ধনা
নড়াইলে পাতিয়ার খালে বিষ দিয়ে মাছ ধ্বংসের প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল
নড়াইল ১ আসনে ইসলামি আন্দোলনের গন সমাবেশে প্রসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী
উল্লাপাড়া রামকৃষ্ণপুরে সচিব-প্রশাসকের দায়িত্বে অবহেলার অভিযোগ
চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২
গাইড বই না কিনলে ফেল করানোর হুমকি
চট্টগ্রাম প্রতিদিন সম্পাদকের বাবার ইন্তেকাল, সাংবাদিক সংগঠনের শোক
মাদকবিরোধী অভিযানে কাউনিয়া থানার সাফল্য: ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক
সাজিদের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে
৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে