পটুয়াখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগে মনোনয়ন পেয়েছেন যারা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর চারটি আসনেই সাবেক সংসদ সদস্যদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
পটুয়াখালী-১ ( সদর, মির্জাগঞ্জ, দুমকী) আসনে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আফজাল হোসেন। পটুয়াখালী-১ আসন (সদর, মির্জাগঞ্জ, দুমকী) আসনে ৪ লাখ ৭৩ হাজার ২৫৭ জন ভোটার রয়েছে। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম কিনেছিলেন ১৩ জন। সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে এই আসনে উপনির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ থেকে আফজাল হোসেনকে নমিনেশন দেওয়া হয়। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে সাবেক চিফ হুইপ ও বর্তমান সংসদ সদস্য আ স ম ফিরোজ, পটুয়াখালী-২ (বাউফল) আসনে ২ লাখ ৯৩ হাজার ৩২৪ জন ভোটার রয়েছে।এই আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ১৩ জন। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি।স্বাধীনতার পর থেকে এ আসন ধরে রেখেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ১৯৭৯ সালে প্রথম বার নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আ.স.ম ফিরোজ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তাকেই নমিনেশন দেওয়া হয়েছে। তাকে এই নিয়ে ১০ বার মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করছেন।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বর্তমান সংসদ সদস্য এস এম শাহজাদা। পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৩৬৭ জন। এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ২১ জন। ১৯৯১ সালের পর থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের দখলে রয়েছে এ মাঠ। ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে নমিনেশন পান তৎকালীন আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা রনি। এরপর ২০১৪ সালে নমিনেশন দেওয়া হয় আ খ ম জাহাঙ্গীর হোসেনকে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এস এম শাহজাদা। তিনি তৎকালীন নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার ভাগিনা। এবারও তাকেই নমিনেশন দেওয়া হয়েছে।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বর্তমান সংসদ সদস্য মুহিব্বুর রহমান।পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৬৯৪ জন। এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন ২০ জন। ২০০১ সাল থেকে টানা তিনবার এই আসনে মনোনয়ন পান কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার। তবে ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নমিনেশন দেওয়া হয় ধুলাসার জালাল উদ্দিন কলেজের অধ্যক্ষ মো. মুহিব্বুর রহমান মুহিবকে। আবারো দ্বাদশ সংসদ নির্বাচনে তাকেই মনোনয়ন দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩
নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণ সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচি
সহকারী এটর্নি জেনারেল হলেন পেকুয়ার কেএম সাইফুল ইসলাম
৭ই নভেম্বর উদযাপন ও খন্দকার নাসিরের মনোনয়ন এর দাবিতে মধুখালী বিএনপির জরুরী সভা
ভোলা-১ আসনে দলীয় প্রতীকে নির্বাচন করবে বিজেপি, নির্বাচনি প্রচার ও র্যালী অনুষ্ঠিত