যশোর-৬ আসনে নৌকার প্রার্থী হলেন শাহীন চাকলাদার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় গত রোববার (২৬ নভেম্বর)। এই তালিকায় যশোর-৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত প্রকাশ করেন। এতে বিভিন্ন আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন । তবে এ উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উল্লাস ও উচ্ছ্বাস নেই বরং উৎকন্ঠা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীকে একজন করে ডামি প্রার্থী রাখার নির্দেশ দেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা। তিনি আরও বলেন, মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি থাকবেনা। সে কারণে এ আসন থেকে একাধিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে ।
যশোরের ৬টি সংসদীয় আসনের দুটিতে এসেছে নতুন মুখ। বাকী চারটিতে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন বহাল রাখা হয়েছে। রোববার বিকেলে আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, যশোর—২ ও যশোর—৪ আসনে বর্তমান সংসদ সদস্যদ্বয় মনোনয়নবঞ্চিত হয়েছে। যশোর—৬ (কেশবপুর) আসনে বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদারকে মনোনয়ন দেয়া হয়েছে।
মনোনয়নপ্রসঙ্গে যশোর—৬ (কেশবপুর) আসনে মনোনয়নপ্রাপ্ত জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, ‘আল্লাহ’র অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয় বারের মতো মনোনয়ন দিয়েছেন। এ জন্য আমি দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে চিরকৃতজ্ঞ।’
নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।
ভোট গ্রহণ করা হবে ৭ জানুয়ারি। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদ কর্তৃক লায়ন নুর ইসলামকে সংবর্ধনা

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক
