ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

যশোর-৬ আসনে নৌকার প্রার্থী হলেন শাহীন চাকলাদার


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৭-১১-২০২৩ বিকাল ৫:১২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় গত রোববার (২৬ নভেম্বর)। এই তালিকায় যশোর-৬ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার। আগামী  জাতীয় সংসদ  নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত প্রকাশ করেন। এতে বিভিন্ন আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন । তবে এ উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে  উল্লাস ও উচ্ছ্বাস নেই বরং উৎকন্ঠা রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীকে একজন করে ডামি প্রার্থী রাখার নির্দেশ দেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা। তিনি আরও বলেন, মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি থাকবেনা। সে কারণে এ আসন থেকে একাধিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা গেছে ।

যশোরের ৬টি সংসদীয় আসনের দুটিতে এসেছে নতুন মুখ। বাকী চারটিতে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন বহাল রাখা হয়েছে। রোববার বিকেলে আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, যশোর—২ ও যশোর—৪ আসনে বর্তমান সংসদ সদস্যদ্বয় মনোনয়নবঞ্চিত হয়েছে। যশোর—৬ (কেশবপুর) আসনে বর্তমান সংসদ সদস্য শাহীন চাকলাদারকে মনোনয়ন দেয়া হয়েছে।

মনোনয়নপ্রসঙ্গে যশোর—৬ (কেশবপুর) আসনে মনোনয়নপ্রাপ্ত জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, ‘আল্লাহ’র অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয় বারের মতো মনোনয়ন দিয়েছেন। এ জন্য আমি দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে চিরকৃতজ্ঞ।’
নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে।

ভোট গ্রহণ করা হবে ৭ জানুয়ারি। সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কেশবপুরে ধানের শীষের প্রার্থী শ্রাবণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘায় লকডাউন প্রতিহতে সংগ্রামী দলের মশাল মিছিল

মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত

ত্রিশালে প্রতিপক্ষের হামলায় আহত-১

জজের ছেলে তাওসিফ'র মৃত্যুর মূল কারণ-অতিরিক্ত রক্তক্ষরণ

জাতীয় সাংবাদিক সংস্থার ভূঞাপুর ইউনিটের কমিটি ঘোষণা

বিরল রোগে আক্রান্ত মা ও ছেলে, অসহায়দের সাহায্যের আবেদন

নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

মানিকগঞ্জে স্কুল বাসে আগুন: দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক

ধামরাইয়ে বিএনপি'র লিফলেট বিতরণ

সুবর্ণচরে রফিকুন-নবী ফাউন্ডেশন বৃত্তি অনুষ্টিত

মুকসুদপুরের কৃতি সন্তান আশেক হাসান সাগর যশোরের নতুন জেলা প্রশাসক

মধুখালীর ডুমাইনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তার গাছের গুলাই বিক্রি