নীলসাগর আলু বীজে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ কৃষকদের
নীল সাগর সীডস্ এন্ড টিস্যু কালচার লিমিটেডের ডায়মন্ড জাতের বীজ আলু রোপন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনটি অভিযোগ করেছেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি গ্রামের আলু চাষীরা। সমস্যা নিয়ে বীজ সরবরাহকারী দোকানীর নিকট এলে হুমকীর স্বীকার হতে হয়েছে ভুক্তভোগী চাষীদের। সর্বশেষে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগও করতে হয়েছে তাদের । বীজের সমস্যার বিষয়ে অবগত হয়েছেন এমনটি স্বীকার করেছেন ওই ব্যবসায়ী।
ভুক্তভোগী প্রায় ৪১জন আলু চাষী উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা গ্রামের বাসিন্দা ও বীজ সরবরাহকারী দোকানী আক্কেলপুর পৌর এলাকার কলেজে বাজারের মেসার্স বীজ ভান্ডারের পরিচালক কাজী মেহেদী হাসান। এবিষয়ে ব্যবস্থা চেয়ে গত ৩ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আলু চাষীরা।
সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায়, উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা মাঠ, গোপীনাথপুর ইউনিয়নের সোনাইমাগুরা মাঠের প্রতিটি জমিতে রোপনকৃত নীলসাগর নামীয় আলু বীজ কোম্পানির বীজ আলু পঁচে গিয়ে এক তৃতীয়াংশ আলুর গাছ দেখা দিয়েছে। তবে অনান্য কোম্পানির বীজ ওই মাঠের যেসকল জমিতে রোপন করা হয়েছে, সে সকল জমিতে যথাযথ আলু গাছ জন্ম নিয়েছে।
ভুক্তভোগী চাষীদের সাথে কথা বলে জানা গেছে, গুডুম্বা গ্রামের প্রায় ৪১ জন কৃষক একই দিনে নিজ গ্রামে স্থানীয় রাকিবুলের কথায় কাজী মেহেদী হাসানের নিকট থেকে একই ট্রাক থেকে নীলসাগর নামীয় কোম্পানির ডায়ামন্ড জাতের আলু বীজ নগদ টাকায় ২হাজার ৬’শ ও বাকীতে ৩ হাজার ১’শ টাকায় ক্রয় করেন। যথাযথ নিয়ম মেনেই প্রস্তুুত করেন আলু বীজ রোপনের জন্য জমি। আলু বীজ রোপনের পূর্বেই বীজে লক্ষ্য করেন সমস্যা। বীজের সমস্যার বিষয়টি স্থানীয় রাকিবুল ও দোকানীকে অবগত করলে তারা ওই অবস্থায় বীজ রোপনের পরামর্শ দেন। তাদের দেওয়া পরামর্শে বীজ রোপন করে আলু গাছ না ওঠায় এখন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ক্ষতির বিষয়টি দোকানীকে জানালে ক্ষতিগ্রস্ত কৃষকদের পেতে হচ্ছে নানা হুমকী । প্রতিকার, ক্ষতিপূরণ এবং ওই ব্যবসায়ীর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গ্রামবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ লিখিত অভিযোগ দিয়েছেন মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি।
কৃষক মালেক হোসেন বলেন, ‘আমি ১২ বস্তা আলু কেনার পরে দেখি আলুর ভিতর কালো দাগ রয়েছে। বীজ ব্যবসায়ী কাজী মেহেদী হাসান ডানোকে বিষয়টি জানালে তিনি ওই অবস্থায় রোপন করতে বলেন। রোপনের পরে দেখি অধিকাংশ গাছ ওঠেনি। গাছ না ওঠায় বীজ ওঠিয়ে দেখি বীজ পঁচে গেছে। এতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে’।
একই ধরণের অভিযোগ করেন ওই গ্রামের আলাউদ্দীন শেখ, মোহাম্মদ আলী, মিলন হোসেন সহ আরো আনেক ভুক্তভোগী কৃষক। বীজ ব্যাবসায়ী কাজী মেহেদী হাসান বলেন, ‘কৃষকদের সমস্যার বিষয়টি জানার পর আমি বীজের ডিলারকে অবগতি করেছে। এই বিষয়ে কোন কৃষককে হুমকি দেইনি। তবে আমি আমার বকেয়া পাওনা টাকা চেয়েছি।
গোপিনাথপুর বাজারের বীজ ডিলার নুরুল ইসলাম বলেন,‘গাছ না ওঠার বিষয়টি আমি শুনেছি। কৃষকদের সাথে বসে সমস্যাটির সমাধান করা হবে’।বীজ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মিরাজুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন,‘আবহাওয়া জনিত কারণে বীজের সমস্যা হয়েছে। অনান্য কোম্পানীর বীজেও সমস্যা হয়েছে, তবে আমাদের বীজে তুলনামূলক বেশি সমস্যা হয়েছে। আমরা এ বিষয়ে সমস্যা সমাধানের জন্য ডিলারদের সাথে পরামর্শ করছি। যেহেতু কৃষকদের সমস্যা হয়েছে, বিষয়টি আমরা দেখব’।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, বিষয়টি নিয়ে ৩২ জন কৃষক লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। প্রমানিত হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহন করা হবে।উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন,‘কৃষকরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি উপজেলা কৃষি দপ্তরে সরেজমিনে তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫