ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

শ্রীমঙ্গলের অবৈধ বালু উত্তোলনকারীদের ছাড় দেয়া হবে না : ইউএনও নজরুল ইসলাম


শ্রীমঙ্গল প্রতিনিধি photo শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ১:৫৬
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম সতর্ক করে বলেছেন, অবৈধ বালু উত্তোলনকারীদের আর রেহাই দেয়া হবে না। যারা নির্বিচারে কৃষিজমি ধ্বংস করছে, সড়ক, পরিবেশ বিনষ্ট করছে তাদের ছাড় দেয়া হবে না। এক শ্রেণির বিবেকহীন মানুষ সিন্ডিকেট করে উপজেলার বিভিন্ন স্থানের বিস্তীর্ণ কৃষিজমিতে গভীর গর্ত করে বালু উত্তোলন করছে। এতে পরিবেশ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। ভারী যানবাহনে বালু পরিবহনের কারণে এলাকার গ্রামীণ সড়ক বেহাল অবস্থায় পড়ছে। এসব অপকর্মের সাথে জড়িতদের আমরা চিহ্নিত করেছি। তালিকা ধরে তাদেও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (১০ ‍আগস্ট) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 
৯ আগস্ট মোবাইল কোর্ট বসিয়ে উপজেলার ভুনবীর ইউপির বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এদিন হাওড় এলাকায় শ্যালো মেশিন দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের করায় আব্দুল ওয়াহিদ ওরফে হাওড় মেম্বর নামে স্থানীয় এক ইউপি সদস্যকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে আদালত। আব্দুল ওয়াহিদ ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদের ভাজিতা এবং টানা ৩বারের নির্বাচিত ইউপি সদস্য বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, তার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফিসারি করার নাম করে হাওড় ও গ্রামের কৃষি জমি থেকে নির্বিচারে মূল্যবান সিলিকা বালু উত্তোলন করে অবৈধ বেচা কেনা করে আসছিলেন।
 
ভ্রাম্যমাণ আদালতে তার ১ মাসের কারাদণ্ডাদেশের ঘটনায় গোটা উপজলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এ খবর ছড়িয়ে পড়লে অনেক অবৈধ বালু ব্যবসায়ী গ্রেফতার আতংকে গা ঢাকা দিতে শুরু করে। এ ঘটনা উল্লেখ করে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার বলেন, এখন থেকে কাউকে আর বালুর অবৈধ কারবার করতে দেয়া হবে না। আমাদের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এ বিষয়ে শূন্য সহনশীলতা অবলম্বন করেছেন। যেই হোক না কেন, অবৈধ বালু কারবারে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসক আমাদের নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করে সরকারি এই মূল্যবান খনিজসম্পদ লুপাটকারীদের চিহ্নিত ও তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকা ধরে সা‍ঁড়াশি অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।
 
নজরুল ইসলাম জানান, অনেক স্থানে প্রশাসনকে ম্যানেজ করার মিথ্যা প্রচার চালিয়ে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ থেকে জনগণকে বিভ্রান্ত না হাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন প্রশাসন তাদের বিভ্রান্তি ছড়ানোর জবাব দেবে। 
 
নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলার ৫২টি এর শ্রীমঙ্গল উপজেলার ২৯টি সিলিকা বালু মহাল ইজারা বন্দোবস্ত স্থগিত ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে একটি মহল সিন্ডিকেট গড়ে অবৈধভাবে মূল্যবান বালু উত্তোলন করে আসছিলো। এ নিয়ে শৃংখলা ফেরাতে সম্প্রতি ভূমি মন্ত্রণালয় উদ্যেগ গ্রহণ করে। এ প্রক্রিয়া সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের নিদর্শনা মোতাবেক জেলা প্রশাসন কর্তৃক উপজেলার ২৯টি সিলিকা বালু মহাল ১৪২৮-১৪২৯ বাংলা ২ সনা লীজ বন্দোবস্ত দেয়া হয়। করোনা পরিস্থিতির উন্নতি হলে মহালগুলো লীজ গ্রহীতাদের কাছে হস্তান্তর করার৷ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এতে করে উপজেলায় অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

এমএসএম / জামান

দক্ষিণ মতলবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মধুখালীতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে তারা মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নোয়াখালীতে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

শালিখায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

আত্রাইয়ে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাবিপ্রবিতে ৫৮ জন গবেষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দর্শনার বিভিন্ন মহল্লায় দাড়িপাল্লার পক্ষে নির্বাচনী প্রচারনা

দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে গণসংযোগকালে বাবু খান

শ্রীমঙ্গলে নতুন ওসির যোগদান

শীতের শুরুতেই বারহাট্টায় চিতই-ভাঁপায় মজেছে পিঠাপ্রেমীরা

পীরগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত