নাঙ্গলকোটে সন্তানের অপরাধে মা ৬ দিন কারাগারে বন্দি
কুমিল্লার নাঙ্গলকোটে প্রেমের টানে ৮ শ্রেণির এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করে আত্মগোপনে থাকায় ওই মামলার প্রধান আসামী রবিউলকে না পেয়ে তার মা আনোয়ারা বেগমকে (৬৫) আটক করে কুমিল্লা আদালতে প্রেরন করেছে থানা পুলিশ।
আদালত ওই বৃদ্ধার জামিন আবেদন না মনজুর করে তাকে কারাগারে প্রেরন করেন। গত ৬ দিন অতিবাহিত হলেও এখনও কারাগারে বন্দি রয়েছেন বৃদ্ধা মা। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৯ নভেম্বর) নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউপির চাঁন্দপুর গ্রামে।
জানা যায়, চান্দঁপুর গ্রামের মুন্সি মিয়ার ছেলে রবিউল ওই গ্রামের এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। বিষয়টি এলাকায় জানাজানি হলে, কয়েকবার শালিস বৈঠকও হয়েছে দুই পরিবারের অনুপস্থিতে গত ১৭ জুলাই স্কুলছাত্রী ও রবিউল পালিয়ে আত্ম গোপনে করেন।
গত ২ আগস্ট মেয়ের বাবা জাহাঙ্গীর বাদী হয়ে রবিউলকে প্রধান আসামি করে চার জনের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, তার সেজো ভাই আমির হোসেন, বড় ভাই মোস্তফা এবং বোন তাজনেহার বেগম। প্রধান আসামী ছাড়া সবাই জামিনে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছিত একাধিক ব্যাক্তি বলেন, ছেলে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে সংসার করছেন। তাদেরকে পুলিশ উদ্ধার করতে পারছে না এটাও পুলিশের ব্যর্থতা। অযথা বৃদ্ধা নারীকে জেল খাটাচ্ছেন। ওই স্কুলছাত্রী তার মায়ের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। তার মাকে পুলিশ থানায় নিয়ে জিজ্ঞাসা করলে ওই স্কুলছাত্রীর সন্ধ্যান দ্রুত পেয়ে যাবে। ওই মেয়ের দুটি জন্মনিবন্ধন রয়েছে। প্রথমটির বয়স ১৩ বছর। পরে প্রেমিক-প্রেমিকা পালিয়ে যাওয়ার আগে জন্মনিবন্ধন সংশোধন করে প্রায় ১৮ বছর করা হয়। ওই নিবন্ধন দিয়ে তারা বিয়ে করেছে।
বিয়ের বিষয় ও জন্মনিবন্ধন সংশোধন হয়েছে সত্যতা পেয়ে পুনরায় আবার পরিবার বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদে গিয়ে পুনরায় মেয়ে বয়স ১৩ বছরের নিবন্ধন করেন। যা স্কুলের প্রত্যায়নপত্রে জন্মনিবন্ধনের বয়স ১৮ সেপ্টেম্বর ২০১০ সাল উল্লেখ করা হয়েছে।
মামলার ২ নং আসামি আমির হোসেন বলেন, পুলিশ তার মা আনোয়ারা (৬৫) বেগমকে বিনাওয়ারেন্টে আটক করে কারাগারে প্রেরন করেন। তার মা এজাহারভুক্ত আসামি না। এবং রবিউলের সঙ্গে তাদের পরিবারের কারও যোগাযোগ নাই বলে সে দাবী করে।
এবিষয়ে সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সাইফুল ইসলাম বলেন, প্রধান আসামি রবিউলের সঙ্গে তার মা আনোয়ারা বেগমের যোগাযোগ রয়েছে। সেই ও অর্থ দিয়ে সহযোগিতা করায় মামলায় সম্পৃক্ততা পাওয়ায় তাকে আটক করে কুমিল্লা আদালতে পাঠানো হয়। এবং তার তিন দিনের রিমান্ডের আবেদন করলে তা না মন্জুর করে তাকে কারাগরে প্রেরন করেন। আসামিদের বিরুদ্ধে ৭/৩০ ধারায় মামলা রয়েছে। ওই মামলায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আরও তদন্ত চলছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পেলে তাকেও আটক করা হবে।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, তদন্তে আনোয়ারার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাকে আটক করে কুমিল্লা আদালতে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
চুয়াডাঙ্গায় নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের দিনব্যাপী গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম
পালের গোদা উমেদার লোকমান সিন্ডিকেটে জিম্মি ঢাকা সদর সাব-রেজিস্ট্রি অফিস,যেন দেখার কেউ নেই
শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা
গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ
কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান
উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন
গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন
ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন
মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন
জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।