ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ডাক্তারী সেবার পাশাপাশি জনপ্রতিনিধি হতে ইচ্ছুক


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২৩ দুপুর ৩:৫১

আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসন থেকে জাতিয় পার্টির লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করবেন পাঁচবিবির কৃতিসন্তান বিশিষ্টি চিকিৎক সিভিল সার্জন ডাক্তার এ কে এম মোয়াজ্জেম হোসেন ৭১)।

ডাক্তারী ও ব্যাক্তি জীবনে তিনি সাদা মনের একজন মানুষ হিসাবে এলাকায় সু-পরিচিত। মানবসেবা মুলক এ পেশায় তিনি বিভিন্ন হাসপাতালে ডাক্তারী ও প্রশাসনিক পদে দ্বায়িত্ব নিষ্ঠার সহিত পালন করেছেন। ডাঃ মোয়াজ্জেম বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি আগে থেকেই ভাবতাম অবসর জীবনে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারন মানুষের উন্নয়নের জন্য কাজ করব। প্রায়ত রাষ্টপতি হুসেইন মোঃ এরশাদ নিজ হাতে দেশের মানুষের ভাগ্যন্নয়নের জন্য রাজনৈতীক দল গঠন করেন ”জাতীয় পার্টি”।

এ দলের বর্তমান চেয়ারম্যান জি এম কাদের স্যার জয়পুরহাট-১ আসনের মানুষের সেবা করার নিমিত্তে আমাকে মনোনয়ন দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি লাঙ্গল প্রতীক পাওয়ায় জয়পুরহাট জেলা জাতীয় পার্টির সকল নেতাকর্মিরা বেশ আনন্দিত ও খুশি হয়েছেন। সেইসঙ্গে আগামী ৭ই জানয়ারী লাঙ্গলের জয়ের জন্য দলের পক্ষে কাজ করবেন। জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেন, দীর্ঘদিন পর কেন্দ্রীয় কমিটি একজন সৎ ও যুগ্য ব্যাক্তিকে লাঙ্গল প্রতীক দিয়েছে। নির্বাচনে শতভাগ আমরা জয়ী হব বলেও তিনি মন্তব্য করেন। জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে জয়পুরহাট-১ আসন গঠিত।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামে পৃথিবীর শ্রেষ্ঠ সেবামুলক পেশার অধিকারী বিশিষ্ঠ চিকিৎসক ডাঃ মোয়াজ্জেম হোসেন জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম আব্দুল মমিন মন্ডল একজন সাধারন কৃষক ছিলেন। ছোটবেলা থেকেই পড়ালেখায় তিঁনি খুব মেধাবী ছিলেন একারনে তাকে পাশের গ্রাম দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করেদেন তার পিতা। ১৯৬২ সালে পঞ্চম শ্রেণী সফলতার সঙ্গে পাশ করার পর পাঁচবিবি লাল বিহারী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। ১৯৬৮ সালে এসএসসি পাশ করে তিনি রংপুরের কারমাইকেল মহাবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ১৯৭০ সালে সফলতার সঙ্গে পাশ করেন। মানবসেবার প্রত্যয় নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হন এবং ১৯৭৫ সালে এমবিবিএস পাশ করে বের হন।

১৯৭৮ সালে দেশের দ্বিতীয়”তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি রেজিষ্টার ডাক্তার হিসাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় প্রবেশ করেন। এরপর দেশের বিভিন্ন নামকরা হাসপাতালে ডাক্তারী করেন। এরমধ্যে (২০০১-০৪) সাল পর্যন্ত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সিভিল সার্জন। ২০০৭ সালে ঢাকার সরকারি প্যারা-মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সর্বোশেষ ২০০৯ সালে তিনি ঢাকা মহাখালীর রোগ নিয়ন্ত্রণ স্বাস্থ্য অধিদপ্তর বিভাগের পরিচালকের দ্বায়িত্ব সফলতার সহিত পালন করেন। রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালকের দ্বায়িত্বে থাকাবস্থায় ২০১০ অবসর গ্রহন করেন তিনি। সরকারি চাকুরী থেকে অবসর নিয়ে পাঁচবিবির নিজ বাসায় রমিছা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার খুলে এলাকার গরীব অসহায় মানুষদের স্বল্প খরচে চিকিৎসা সেবা প্রদান করছেন। প্রফেসর ডাক্তার এ কে এম মোয়াজ্জেম হোসেন সংসার জীবনে ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক হলেও তার স্ত্রী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। 

এমএসএম / এমএসএম

বাকেরগঞ্জে কোটি টাকার সেতু কাজে আসছে না, উঠতে হয় মই দিয়ে!

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান, ১০ জেলে গ্রেফতার

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালাবদ্ধ দোকানঘর থেকে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার; পলাতক স্বামী

মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলে আটক, ৮ জনের কারাদণ্ড

পটুয়াখালীতে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা