নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ত্রিশাল মুক্ত দিবস পালন
![](/storage/2023/December/ZUHCkznPfc0lu2hJ1QOpFfJ9OPPqHVyevmnuaNLM.jpg)
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নামাপাড়ায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্ত হয়েছিল ত্রিশাল উপজেলা। দিনটিকে স্মরণে রেখে প্রতিবছরের ন্যায় এবারও নজরুল বিশ্ববিদ্যালয়ে ত্রিশাল মুক্ত দিবস পালন করা হয়েছে।
আজ শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি বিজয় শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। শোভাযাত্রাটি থেকে প্রথমে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও পরে ‘চির উন্নত মম শির’-এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর ও ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
কর্মসূচিগুলোতে পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ৯ ডিসেম্বর ত্রিশালের মুক্তিযোদ্ধারা এই অঞ্চলকে শত্রুমুক্ত করেছিল। তাঁদের বীরত্বের ইতিহাস আমাদের জাতীয় ইতিহাসেরই অংশ। একারণে আমি ত্রিশালের জনসাধরণকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। কারণ ত্রিশালের মানুষ সব সময় মুক্তিযুদ্ধের পক্ষে, সবসময় প্রগতিশীলতার পক্ষে, সবসময় অসাম্প্রদায়িকতার পক্ষে তাদের আওয়াজ অতীতেও তুলেছিল এখনো তুলছে। ত্রিশালে মাটি পবিত্র মাটি, ত্রিশালের জনগণ উদার হৃদয়ের জনগন।
মুক্তিযোদ্ধাদের দেশের সোনালী সন্তান হিসেবে আখ্যা দিয়ে উপাচার্য দেশ মাতৃকার মুক্তির জন্য যারা লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, অস্ত্রহাতে যুদ্ধ করেছেন, সম্ভ্রম দিয়েছেন সেসব শহিদ মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ ও বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নজরুলের আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নজরুল বিশ্ববিদ্যালয় সামনের দিকে আরও এগিয়ে যাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি দিবসটিকে স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদসহ অন্যরা পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহসহ অন্যরা।
এমএসএম / এমএসএম
![](/storage/2025/February/e92HPJA6xVUJVwafjHylfFNbm5OA462UYhhQyinP.jpg)
রাবিতে প্রায় এক যুগ আগের মামলা প্রত্যাহারসহ পাঁচ দাবি ছাত্র ইউনিয়নের
![](/storage/2025/February/Q5lmI3V7fJjyxW7gvUQmcMwfGzzMdIr4uLSYN2lX.jpg)
নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান সম্পাদক শাহাদৎ
![](/storage/2025/February/VtEQ6IH5sXaD387LSDqSy5wvN1wRsmCrEYFkzel3.jpg)
গল্লামারীর মৎস্য খামারের সামনে 'খুলনা বিশ্ববিদ্যালয়' লেখা ব্যানার টানালো খুবি শিক্ষার্থীরা
![](/storage/2025/February/L5IAIP3vv5MU6JL8FNhpMJMAXkqfV5ejWryxkbHt.jpg)
রাবি প্রশাসনের সপ্তাহব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান
![](/storage/2025/February/Bar9YTz49JkAOjekO1tpO6PVQAB4ICP8aXc1k52q.jpg)
মধ্যরাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে মুজিব মোরাল ভাঙচুর
![](/storage/2025/February/Q5k1a9DnI5P5ogATGyGV8ofeNzS1LCHQ82kxB7lK.jpg)
হিজাব শুধু অধিকার নয়, এটি সভ্যতার উপাদানও বটে: উপাচার্য কামরুল আহসান
![](/storage/2025/February/BoDbokqMMkQkYaYNSMnsK5QuocWlar38qgF4m2Xt.jpg)
বাকৃবিতে বৃহত্তর খুলনা সমিতির সভাপতি ড. ইলিয়াস, সম্পাদক কাইয়ুম
![](/storage/2025/February/pf7lR9v8DjdgCPXwIUcteCGt4RZobphaZUh5cjQy.jpg)
জাবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত প্রশাসনের
![](/storage/2025/February/yEu32EGvxLkA0sPq8TD1dWA6EKToivimuvBaEP5H.jpg)
পোষ্য কোটা বাতিলের দাবিতে ফের উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
![](/storage/2025/February/jb1QMRfztHX10wLODngGl0USI6BJ9J2Bdf9UEc8U.jpg)
জাবিতে হিজাব দিবসের র্যালি ও সিম্পোজিয়াম আগামীকাল
![](/storage/2025/February/rP43gEStOdfxJsTOBZ2QXAgZPrLTxUVDNn8nXLR7.jpg)
গবিতে প্রথমবার সরস্বতী পূজা: আশীর্বাদ প্রার্থনা শিক্ষার্থীদের
![](/storage/2025/February/H6bmEyOmiTrfJHf1ySNj7bYVeo9QEa9YQgtjC8x4.jpg)
সাশ্রয়ী পদ্ধতিতে আলু চাষ- কমবে খরচ, বাড়বে উৎপাদন
![](/storage/2025/February/Madb2pvsM0ODmbHEWlhKv9JefgyvcltQEfeeqrqu.jpg)