উত্তরার মামস স্কুলে নতুন শিক্ষা কারিকুলাম' বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষাক্ষেত্রে সাফল্য আনয়নের লক্ষ্যে দেশের প্রতিটি ক্ষেত্রে ঢেলে সাজানো হয়েছে শিক্ষাক্রম মুখস্থ বিদ্যা পরিহার করে হাতে কলমে বাস্তবমুখী শিক্ষা সকলের কাছে পৌঁছে দিতে নতুন প্রয়াস। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের প্রশিক্ষণের পরেই চলছে, নবগঠিত শিক্ষাক্রমে পুরোদস্তুর পাঠদান। শিক্ষক শিক্ষার্থীরা নতুন পাঠ্যসূচিতে পরিচিত হয়ে উঠলেও অভিভাবকরা রয়েছেন পুরাতন সূচিতেই। অনেক পিতামাতা পারছেন না ছেলেমেয়ের পড়াশোনার সঠিক তদারকি করতে!
এরই ধারাবাহিকতায়, শনিবার (৯ ডিসেম্বর'২৩) বিকেল ৪টায় রাজধানী উত্তরার কামার পাড়ার মামস্-এম. এ. আউয়াল মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে ও আবদুল আউয়াল ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় নতুন শিক্ষা কারিকুলাম' বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মামস্ স্কুলের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তারেকউজ্জামান খান এর সঞ্চালনায় ও মামস্-এম. এ.আউয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, প্রফেসর তাসলিমা বেগম।
উক্ত নতুন শিক্ষা কারিকুলাম' বাস্তবায়ন শীর্ষক সেমিনারে উপস্থিত ছিলেন, স্কুলের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আউয়াল বলেন, আমরা চাই এই বিদ্যালয়ের ছেলে-মেয়েরা পূর্বের ন্যায় সাফল্যের ধারা অব্যাহত রাখুক। তাদের মাঝে ছড়িয়ে পড়ুক দেশ গঠনের স্পৃহা। নতুন পাঠ্যক্রমে অনেক অভিভাবক দেখেছি সঠিকভাবে বুঝে উঠতে না পারায়, সন্তানদের তদারকি করতে ব্যর্থ হচ্ছেন। এজন্য আমরা অভিভাবক সেমিনারের আয়োজন করেছি, পাঠ্যক্রমের গুরত্ব তুলে ধরেছি। প্রয়োজনে কিছুদিন পর পর আপনাদের নিয়ে আমরা সমাবেশ করবো। ছেলেমেয়েদেরকে প্রকৃত মানুষ করে গড়ে তুলতে পারলেই আমাদের সফলতা অর্জন করা হবে।
এ সময় উপস্থিত কয়েকজন অভিভাবকদের সাথে কথা বললে তারা জানান, নতুন শিক্ষাক্রম নিয়ে আমাদের মাঝে দীর্ঘদিন ধোঁয়াশা বজায় থাকলেও সেমিনারের পর আমরা বুঝতে পেরেছি নতুন পাঠ্যসূচির গুরুত্ব। আমাদের ছেলে-মেয়েদের উপরে মানসিক চাপ অনেকাংশে কমে যাবে। হাতে-কলমে সবকিছুই স্কুল থেকে শিখতে পারবে, যা উন্নত দেশগুলোতে লক্ষ্য করলে এমন শিক্ষা কার্যক্রম দেখতে পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
রবিনের সঞ্চালনায় ২০২৫ যুবদলের কর্মীসভা
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে ঘুস নেয়ার অভিযোগ
মোহাম্মদপুর থেকে নিখোঁজ সুবা নওগাঁ থেকে উদ্ধার
এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জাগ্রত পার্টির চেয়ারম্যান
আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেলেন সাদপন্থীরা
সিআরআই'র অফিসে খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক
আদালতে বিচারাধীন মামলার পরেও করিমকে রাজউকের দায়মুক্তি
ভাষার মাসে অনুষ্ঠিত হচ্ছে চতুর্দশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সাঁটলিপিকার কামাল হোসেনের কালো টাকা পাহাড়
কদমতলী থেকে চুরি হওয়া ৪ কোটি টাকার মালামাল কেরানিপাড়া থেকে উদ্ধার
সুত্রাপুর যুবদলের পক্ষ থেকে কর্মীসভা অনুষ্ঠিত
সাংবাদিকদের হেনস্থার প্রতিবাদে প্রেস ক্লাবে মানববন্ধন
ষড়যন্ত্রের শিকার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপ-পরিচালক মহিনুল ইসলাম
Link Copied