ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

শিবির সংশ্লিষ্টতার সংবাদের প্রতিবাদে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ৪:৩১
রাজশাহীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রশিবিরকে নিয়মিত চাঁদা দেয়া ও সংগঠনটির সাথে সংশ্লিষ্টতার বিষয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে  সংবাদ সম্মেলন করেছেন এক যুবলীগ নেতা। বুধবার (১১ ‍আগস্ট) বেলা ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের তৃতীয় তলায় হোটেল সিটি প্লাসের কনফারেন্স রুমে নিজ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী (ইতু)।
 
এ সময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ৭, ৮ ও ১০ আগস্ট একটি জাতীয় পত্রিকা ও বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রশিবিরকে চাঁদা দেয়ার অভিযোগ/২০ বছর ধরে শিবিরকে চাঁদা যুবলীগ নেতার/এখনও ছাত্রশিবিরকে চাঁদা দেন নগর যুবলীগের দপ্তর সম্পাদক’ ইত্যাদি শিরোনামে আমাকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রত্যাখ্যান করছি।
 
তিনি বলেন, আমি ছাত্রশিবিরের ফান্ডে ২০ বছর ধরে ইয়ানত দিয়ে আসছি, বিষয়টি হাস্যকর ও শতভাগ মিথ্যা। এরপর তিনি তার পরিবার ও রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে বলেন, তিনি বর্তমানে নগর যুবলীগের দপ্তর সম্পাদক, নগর ছাত্রলীগের সাবেক কর্মী ও ২০১০-১৪ সালে নগর ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক, CP GANG অনলাইন প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। রাজনৈতিকভাবে তার পারিবারিক পরিমণ্ডলও আওয়ামী ঘরানার বলেও তিনি বিবরণ তুলে ধরেন। 
 
তিনি বলেন, আমি মনে করি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগকে প্রশ্নবিদ্ধ করতেই একটি স্বার্থান্বেষী মহল এই সংবাদের পেছনে ইন্ধন জুগিয়েছে। পৃথিবীর জঙ্গি সংগঠনের অন্যতম একটি সংগঠন ছাত্রশিবির, সেই জঙ্গি সংগঠনের সাথে আমার নাম জড়িয়ে যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ হয়েছে তা মেনে নেয়া যায় না। 
 
আদালতের শরণাপন্ন হবেন বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যে সকল পত্রিকায় এই রিপোর্টগুলো ছাপানো হয়েছে, আপনাদের কাছে যদি কোনো গ্রহণযোগ্য প্রমাণ না থাকে, তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্টগুলো প্রত্যাহার করার বিনীত অনুরোধ করছি। অন্যথায় আমি আমার সম্মান রক্ষার্থে আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। 
 
এ বিষয়ে রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী বলেন, বিষয়টি নিয়ে আমরা বিব্রত। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর সিদ্ধান্ত জানানো হবে।
 
তিনি আরো বলেন, ইতু দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করে আসছিল। এরপর সে ২০১৬ সালে যুবলীগে আসে। ছাত্রলীগের কমিটিতে ২০১০-১৪ সাল পযর্ন্ত নগর ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক পদে অধিষ্ঠিত ছিল। ২০১০ সালের আগেও সে ছাত্রলীগের কর্মী ছিল।

এমএসএম / জামান

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজের নব-নির্মিত ৫ তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর

কুমিল্লা-৯ আসনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

কুমিল্লায় প্রায় দেড় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

নিসচার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র‍্যালি, আলোচনা ও দোয়া মাহফিল

টুঙ্গিপাড়ায় শিক্ষকদের পদসোপান আন্দোলন: দুই বিদ্যালয়ে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

আমরা হিন্দু-মুসলিম নয় আমরা বাঙ্গালী এটাই আমাদের পরিচয়ঃ মহিত তালুকদার

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগরে দোয়া মাহফিল

ময়মনসিংহ রিয়াদ হত্যার প্রতিবাদে মানববন্ধন, পিতার আহাজারি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার বাদীর ওপর হুমকির সংবাদ সম্মেলন