শিবির সংশ্লিষ্টতার সংবাদের প্রতিবাদে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

রাজশাহীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রশিবিরকে নিয়মিত চাঁদা দেয়া ও সংগঠনটির সাথে সংশ্লিষ্টতার বিষয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক যুবলীগ নেতা। বুধবার (১১ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের তৃতীয় তলায় হোটেল সিটি প্লাসের কনফারেন্স রুমে নিজ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী (ইতু)।
এ সময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত ৭, ৮ ও ১০ আগস্ট একটি জাতীয় পত্রিকা ও বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রশিবিরকে চাঁদা দেয়ার অভিযোগ/২০ বছর ধরে শিবিরকে চাঁদা যুবলীগ নেতার/এখনও ছাত্রশিবিরকে চাঁদা দেন নগর যুবলীগের দপ্তর সম্পাদক’ ইত্যাদি শিরোনামে আমাকে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রত্যাখ্যান করছি।
তিনি বলেন, আমি ছাত্রশিবিরের ফান্ডে ২০ বছর ধরে ইয়ানত দিয়ে আসছি, বিষয়টি হাস্যকর ও শতভাগ মিথ্যা। এরপর তিনি তার পরিবার ও রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে বলেন, তিনি বর্তমানে নগর যুবলীগের দপ্তর সম্পাদক, নগর ছাত্রলীগের সাবেক কর্মী ও ২০১০-১৪ সালে নগর ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক, CP GANG অনলাইন প্লাটফর্মের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। রাজনৈতিকভাবে তার পারিবারিক পরিমণ্ডলও আওয়ামী ঘরানার বলেও তিনি বিবরণ তুলে ধরেন।
তিনি বলেন, আমি মনে করি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগকে প্রশ্নবিদ্ধ করতেই একটি স্বার্থান্বেষী মহল এই সংবাদের পেছনে ইন্ধন জুগিয়েছে। পৃথিবীর জঙ্গি সংগঠনের অন্যতম একটি সংগঠন ছাত্রশিবির, সেই জঙ্গি সংগঠনের সাথে আমার নাম জড়িয়ে যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ হয়েছে তা মেনে নেয়া যায় না।
আদালতের শরণাপন্ন হবেন বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যে সকল পত্রিকায় এই রিপোর্টগুলো ছাপানো হয়েছে, আপনাদের কাছে যদি কোনো গ্রহণযোগ্য প্রমাণ না থাকে, তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্টগুলো প্রত্যাহার করার বিনীত অনুরোধ করছি। অন্যথায় আমি আমার সম্মান রক্ষার্থে আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব।
এ বিষয়ে রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী বলেন, বিষয়টি নিয়ে আমরা বিব্রত। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরো বলেন, ইতু দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করে আসছিল। এরপর সে ২০১৬ সালে যুবলীগে আসে। ছাত্রলীগের কমিটিতে ২০১০-১৪ সাল পযর্ন্ত নগর ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক পদে অধিষ্ঠিত ছিল। ২০১০ সালের আগেও সে ছাত্রলীগের কর্মী ছিল।
এমএসএম / জামান

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান
Link Copied