ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মসজিদ উন্নয়নের টাকায় পকেট উন্নয়ন হয় আ.লীগ নেতার


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ১১-১২-২০২৩ দুপুর ৪:৫

প্রত্যন্ত চরাঞ্চলের আল হেলাল জামে মসজিদে বৈদ্যুতিক সংযোগ না থাকায় মসজিদের জন্য ৩০ হাজার টাকা মূল্যের একটি সৌর বিদ্যুৎ প্যানেল বরাদ্ধ দিয়েছিল সরকার। বরাদ্ধকৃত সৌর বিদ্যুৎ প্যানেলটি স্থাপনের জন্য দায়িত্ব প্রদান করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন মঞ্জু বেপারীকে। কিন্তু তিনি মসজিদে সৌর বিদ্যুৎ প্যানেলটি স্থাপন না করে বরাদ্ধের টাকা আত্মসাৎ করেছেন। টাকা আত্মসাতের ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার নামে একটি সার্টিফিকেট মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পরেও মসজিদে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন বা টাকা ফেরত দেননি আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন মঞ্জু বেপারী।

রবিবার (১০ ডিসেম্বর) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

জহির উদ্দিন মঞ্জু বেপারী গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

আল হেলাল জামে মসজিদ কমিটি ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুচাইপট্টি ইউনিয়নের ভিমখিল বাজারের আল হেলাল জামে মসজিদের জন্য ২০১৪-১৫ অর্থ বছরে ৩০ হাজার টাকা মূল্যের একটি সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের বরাদ্ধ পাস হয়। সৌর বিদ্যুৎ প্যানেলটি মসজিদে স্থাপনের জন্য নিয়ম অনুযায়ী কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন মঞ্জু বেপারীকে দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু তিনি মসজিদে সৌরবিদ্যুৎ প্যানেলটি স্থাপন না করে বরাদ্ধের ৩০ হাজার টাকা আত্মসাৎ করেন। পরে ২০১৭ সালে রাজকীয় প্রাপ্য আদায় বিষয়ক ১৯১৩ সালের ৪/৬ ধারা মতে তার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হয়। মামলায় ৩০ দিনের মধ্যে প্রাপ্য সমুদয় অর্থ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে বলা হয়। টাকা পরিশোধ না করলে জহির উদ্দিন মঞ্জু বেপারীর স্থাবর, অস্থাবর সম্পদ বিক্রয় বা বন্ধক রাখতে নিষেধ করা হয়। কিন্তু এক মাসের স্থলে ৫ বছর পেরিয়ে গেলেও জহির উদ্দিন মঞ্জু বেপারী টাকা ফেরত দেয়নি। ২০১৭ সাল থেকে এখন অবধি নিয়ম অনুযায়ী নোটিশ দিয়ে বারবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে টাকা জমা দিতে বললেও তিনি কোনো নোটিশের সাড়া দেননি।

আল হেলাল জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ রফিক বেপারী বলেন, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় আমাদের মসজিদে বিদ্যুৎ সংযোগ নেই। মসজিদে একটি ব্যাটারি দিয়ে কোনো মতে আলো জ্বালিয়ে মুসল্লীরা নামাজ আদায় করেন। মসজিদের নামে এতগুলো টাকা মূল্যের সৌর বিদ্যুৎ প্যানেল বরাদ্ধ হলো অথচ মসজিদ সেই সৌর বিদ্যুৎ প্যানেল পেল না। বিষয়টি খুবই দুঃখজনক ও লজ্জ্বার। সৌর বিদ্যুৎ প্যানেলটি পেলে মুসল্লীরা আরামে নামাজ পড়তে পারত। মঞ্জু বেপারী মসজিদে কোনো ইটও কিনে দেন নাই।

কুচাইপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন মঞ্জু বেপারী বলেন, মসজিদে আমি ওই সময় আড়াই হাজার ইট ক্রয় করে দিয়েছি। প্রতি হাজার ইটের মূল্য তখন ছিল সাড়ে ৬ হাজার টাকা। মাস্টার রুল জমা দেইনি বলে মামলা হয়েছে। শিগগিরই মাস্টার রুল জমা দিয়ে আসব পিআইও অফিসে। জহির উদ্দিন মঞ্জু বেপারীর কথা অনুযায়ী তৎকালীন আড়াই হাজার ইটের মূল্য ১৬ হাজার ২৫০ টাকা।

গোসাইরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইকবাল কবির বলেন, ২০১৪-১৫ অর্থ বছরে আল হেলাল জামে মসজিদের নামে একটি সৌর বিদ্যুৎ প্যানেল বরাদ্ধ হয়েছিল। নিয়ম অনুযায়ী জহির উদ্দিন মঞ্জু বেপারীকে প্যানেলটি স্থাপনের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি সৌর বিদ্যুৎ প্যানেলটি মসজিদে স্থাপন না করায় তার নামে সার্টিফিকেট মামলা করা হয়। মামলার পরেও তিনি টাকা ফেরত দেননি। এমনকি মামলার কোনো নোটিশেরও জবাব দেননি।

এমএসএম / এমএসএম

শার্শায় স্কুল পড়ুয়া ৪৫ শিক্ষার্থী পেল বাইসাইকেল

কোটালীপাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগম গ্রেপ্তার

নড়াইল-২ আসনে নির্বাচনী প্রচারণায় লায়ন নুর ইসলাম

বড়লেখায় পৌরশহরের খাদ্য গুদামের সামনে রেলগেইট স্থাপনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আখাউড়া শান্তিবন মহাশ্মশানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনায় বিএনপি'র সম্মেলনে সভাপতি পদে লড়ছেন অ্যাডভোকেট মাহ্ফুজুল হক

সন্দ্বীপে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং

রৌমারী কিসমত উল্লাহ বালাজান কৃষি ও কারিগরি ইনস্টিটিউ কলেজটির অনিয়ম তদন্ত কমিটি গঠন

যশোরে ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-৩

কুড়িগ্রাম জেলা শহরের সড়ক খানাখন্দে ভরে থাকায় দুর্ভোগে পথচারী,যানবাহনের চালকরা

ত্রিশালে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাকেরগঞ্জে মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সচিবের মতবিনিময় সভা

বার বার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ: বিএনপি নেতা বাচ্চু