অচল অগ্নিনির্বাপক যন্ত্র স্টিকার লাগালেই সচল
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার শামসুদ্দিন। স্টেশন চত্ত্বরে তার ডিউটি থাকলেও তিনি বাহিরে ঘুরাফেরা করতে বেশী পছন্দ করেন। ডিউটির ফাঁকে ফাঁকে ব্যাক্তিগত কাজের অজুহাতে বাজারে বের হয়ে দোকানে দোকানে ঘুরে বেড়ান। খুঁজে ফিরেন কার দোকানে রয়েছে মেয়াদ উর্ত্তীণ অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার)। তারপর তাদেরকে ভয় ভীতি দেখিয়ে রিফিল (নবায়ন) করার জন্য সিলিন্ডার নিয়ে যান। রিফিল করার জন্য টাকা নিলেও রিফিল না করেই পরিস্কার করে নতুন ষ্টিকার লাগিয়ে দেন। আবার কারো সিলিন্ডার বিক্রি করে দেন। দীর্ঘদিন যাবৎ এভাবেই প্রতারিত করে আসছেন সাধারণ মানুষকে।
সরকারী চাকুরির পাশাপাশি অন্য পেশায় জড়িত থাকার নিয়ম না থাকলেও শামছুদ্দিন দেদারছে চালিয়ে যাচ্ছেন তার অবৈধ রিফিল ব্যবসা। মেয়াদ উর্ত্তীণ ফায়ার এক্সটিংগুইশারে নতুন স্টিকার লাগিয়ে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। অচল সিলিন্ডারে স্টিকার লাগালেই হয়ে যাচ্ছে সচল। তার এই ভেলকিবাজির খেলায় নিরাপত্তাহীনতায় রয়েছে ব্যবসায়ীসহ প্রতিষ্ঠান মালিকেরা। টাকা দিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র কিনে, বছর বছর টাকা দিয়ে রিফিল করে প্রয়োজনে যদি কাজেই না আসে তাহলে কি লাভ ঘরে সাজিয়ে রেখে এই ফায়ার এক্সটিংগুইশার!
ঈশ^রগঞ্জ পৌর শহরের হাসপাতাল রোডের সেবা ডায়াগোনষ্টিক সেন্টারের পরিচালক আমিনুল হক রেনু শামসুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ফায়ার সার্ভিস অফিসের শামসুদ্দিন আমার প্রতিষ্ঠানে এসে বলে আমার অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) মেয়াদ উর্ত্তীণ হয়ে গেছে। ৫শত টাকায় রিফিল করার কথা বলে সিলিন্ডার নিয়ে যায়। কিন্তু ৩-৪ মাস অতিবাহিত হয়ে গেলেও আমাকে রিফিল করে দেননি। পরে আমি তাকে চাপ প্রয়োগ করলে আরও ২শত টাকা নিয়ে অন্য একটি বোতল এনে দেয়।
ইমডো ডায়াগোনষ্টিক সেন্টারের পরিচালক জাহিদ হাসান জানান, ফায়ার সার্ভিসের লোক এসে আমার প্রতিষ্ঠানের দু’টি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে যায় রিফিল করার জন্য। ৮-১০ দিন পর আমার অবর্তমানে ফিরত দিয়ে চলে যায়। পরে আমি দেখতে পাই আমার একটি ফায়ার এক্সটিংগুইশার পরিবর্তন হয়ে গেছে। আমার বোতল আমাকে না দিয়ে অন্য কারো বোতল আমাকে দিয়ে গিয়েছে।
স্টার ফায়ার সেপ্টির পরিচালক মাইনুদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সিলিন্ডার বিক্রি করি, আমরাই রিফিল করি। যারা আমাদের থেকে ক্রয় করে তারা আমাদের জানালে আমরা লোক দিয়ে রিফিল করিয়ে দেই। এই কাজ ফায়ার সার্ভিস কর্মীদের নয়।
অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করা তার কাজ কিনা জানতে চাইলে স্টেশন সাব অফিসার শামসুদ্দিন জানান, সচেতনতার জন্য উপর থেকে নির্দেশনা রয়েছে তাই তিনি এটা করে থাকেন। কোন্ কোম্পানি থেকে রিফিল করান জানতে চাইলে তিনি কোন কোম্পানির নাম বলতে পারেননি। রিফিল না করেই পুরাতন সিলিন্ডার পরিস্কার করে নতুন ষ্টিকার কেন লাগিয়েছেন জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ দেলোয়ার হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ রয়েছে, তাকে জিজ্ঞাসা করলে সে বরাবরেই অস্বীকার করে থাকেন। এবারের বিষয়টি আমি উর্ধতন অফিসারকে অবহিত করবো।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, রিফিল করা ফায়ারকর্মীর কাজ নয়। উনি যদি করে থাকেন তাহলে এটা নিয়মবহির্ভূত।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মতিয়ার রহমান জানান, পুরাতন সিলিন্ডার পরিস্কার করে নতুন ষ্টিকার লাগানো অন্যায়। যদি কেউ এমন কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান