প্রতিবন্ধী শিশু রাকিবুল পায়নি সুষম খাবার আর সুচিকিৎসা

ছেলেটির বয়স মাত্র ১০ বছর। এ বয়সে স্কুলের বারান্দা আর খেলার মাঠে সঙ্গীদের সাথে খেলাধূলা করে সময় পার করার কথা ছোট্ট শিশু রাকিবুলের। ঘুরে বেড়ানোর কথা গ্রামের মেঠোপথে, ঝড়ের দিনে আম কুড়োনোর কথা, দুপুরের কড়া রোদে নদীতে সাঁতার কেটে মাতিয়ে রাখার কথা চারপাশ। কিন্ত ছোটবেলা নিউমোনিয়া সহ নানা প্রতিবন্ধকতা আঁচড়ে পরে তার জীবনে। স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়ে প্রতিবন্ধী শিশুটি।
বলছি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলাধীন ঘাগড়া ইউনিয়নের গাংগের বেড়া গ্রামের ১০ বছরের শিশু রাকিবুলের কথা। জন্মের আট দিন পর ধরা পড়ে নিউমোনিয়া । ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল ১ মাস । তারপর আর্থিক অস্বচ্ছলতায় বাধ্য হয়ে ছেলেকে নিয়ে বাড়ী ফিরে আসেন পিতা মোঃ উজ্জল মিয়া দম্পতি। টাকার অভাবে চিকিৎসা করা হয়নি আর, তাদের মাথায় তখন আকাশ ভেঙে পরার অবস্থা। কেননা দাম্পত্য জীবনের প্রথম থেকেই অনেক ধকল গেছে তাদের উপর দিয়ে। প্রথম ছেলে সন্তান জন্মের পরের দিন মারা যায়। তারপর তাদের বুকে আলো নিয়ে আসে দ্বিতীয় ছেলে রাকিবুল। আর সেই ছেলেও প্রতিবন্ধী । বর্তমানে রাকিবুল ও জুনাঈদ(৩) নামে দুই সন্তান তাদের।
সরজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে কুজো হয়ে বসে আছে রাকিবুল। হাটাচড়া বা দাঁড়িয়ে থাকতে পারে না, হাত-পায়ে তেমন শক্তি পায় না। কেননা হাত-পা গুলো স্বাভাবিকের চেয়ে অনেক চিকন। দেখেই বুঝা যায় অপুষ্টিতে ভোগছে শিশুটি। কথা বলতে পারে না, কেউ ডাকলেই তেমন সাড়া দেয় না। অপরিচিত ব্যক্তি দেখলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মুখ থেকে সব সময় লালা ঝরে ও মাটিতে পরে থাকা ময়লা উচ্ছিদ্য জিনিস তুলে মুখে দেয়।
পিতা মোঃ উজ্জল মিয়া বলেন, ছোট বেলা নিউমোনিয়া হয়েছিল রাকিবুলের। টাকার অভাবে চিকিৎসা করাতে পারি নাই। আমি ভাঙ্গারি মালামাল বিক্রি করে দিন যাবন করছি। স্ত্রী ও দুই ছেলে নিয়ে আমার সংসার। বাড়িতে ঘরের জায়গাটুকু ছাড়া আমার আর কিছু নেই। বর্তমান চড়া বাজারে ঠিকমতো খাওয়া-দাওয়া করাটায় কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাকিবুলের দিকে তাকালে আমার চোখে পানি চলে আসে।
রাকিবুলের মা মোছাঃ শিরিনা আক্তার জানান, দুই ছেলের মধ্যে রাকিবুল সবার বড়, সে প্রতিবন্ধী । সে নিজে খাবার তুলে খেতে পারে না। অভাবের সংসারে দুই সন্তানকে নিয়ে কষ্টে দিন পার করছি আমরা।
প্রতিবেশী ফিরোজ মিয়া বলেন, রাকিবুল ছোটবেলা থেকেই পুষ্টিহীনতায় ভুগছে। সব সময় অপরিষ্কার ভাবে থাকে। ঘরে বেঁধে রাখলে দেয়ালে মাথা দিয়ে আঘাত করে। এজন্য বাহিতে এভাবে বসে থাকে। তাছাড়া যখন বেশী ক্ষুদা লাগে তখনও দেখি মাথায় আঘাত করে। উন্নত চিকিৎসা পেলে ছেলেটি অনেকটা সুস্থ হতো আর এই পরিবারটি আর্থিক ভাবেও অস্বচ্ছল। বিত্তবানদের সহযোগিতায় অনেকটা স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে পরিবারটি।
এমএসএম / এমএসএম

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ

নাগেশ্বরী অগ্রহণী ব্যাংকে গ্রাহক হয়রানী চরমে
Link Copied