ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জ-১ আসনে প্রচার-প্রচারণায় জমে উঠেছে ভোটের মাঠ


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ২১-১২-২০২৩ দুপুর ৩:৪

মুন্সীগঞ্জ-১ আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৯ জন। প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনের মাঠে সরব হয়ে উঠেছেন তারা। এর আগে এই আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রার্থী প্রত্যাহারের শেষ দিন জাকের পার্টির প্রার্থী শেখ আতাউর রহমান তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। এছাড়া বিএনএম’র প্রার্থী ফরিদ হোসেনের মনোনয়নটি বাতিল ঘোষণা করেন জেলার রিটার্নিং অফিসার। এতে আসনটিতে ভোটের লাড়াইতে রয়েছেন ৩ জন নারীসহ মোট ৯ জন প্রার্থী। 
প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থী সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, কুলা প্রতীক বিকল্পধারার যুগ্ন-মহাসচিব ও বর্তমান সাংসদ মাহী. বি চৌধুরী, ট্রাক প্রতীক নিয়ে আছেন একমাত্র স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, সোনালী আঁশ প্রতীকে তৃনমূল বিএনপির চেয়ারপরর্সন অন্তরা সেমিলা হুদা, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, বট গাছ প্রতীকের বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতাউল্লাহ, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী দোয়েল আক্তার, একতারা প্রতীক নিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির বাউল শিল্পী লতিফ সরকার, ডাব প্রতীক নিয়ে প্রার্থীতা করছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী নুরজাহান বেগম রিতা। 
তবে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠে নৌকা ও ট্রাক প্রতীকের প্রচার প্রচারণায় জমে উঠেছে নির্বাচনের মাঠ। এর সাথে পাল্লা দিয়ে গত মঙ্গলবার থেকে কুলা প্রতীকের প্রার্থী মাহী বি. চৌধুরী তার নিজ বাড়িতে শ্রীনগর উপজেলার দয়হাটা মজিদপুরে কর্মী সভার মধ্যে দিয়ে প্রচার প্রচারণায় নেমেছেন। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। এছাড়া এ পর্যন্ত অন্যান্য প্রার্থীদের নির্বাচনী মাঠে প্রচার প্রচারণায় তেমন একটা দেখা যাচ্ছেনা। 
এরই মধ্যে মুন্সীগঞ্জ-১ আসন নির্বাচনী এলাকার শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তাঘাটে নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদ স্থানীয় নেতাকর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ, মিছিল ও পথসভার মধ্যে দিয়ে ভোট চাচ্ছেন। গত বুধবার সকালের দিকে শ্রীনগর বাজারসহ বিভিন্ন স্থানে নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদ গণসংযোগ করেছেন। অপরদিকে ট্রাক প্রতীকের প্রার্থী গোলাম সারোয়ার কবীর সকালের দিকে শ্রীনগর উপজেলার রাঢ়িখাল, তিনদোকান, নতুন বাজার এবং দুপুরের দিকে সিরাজদিখান উপজেলা এলাকার পার্কে পথসভা করেন। এ সময় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে আনন্দ-উৎসব করে নির্বাচনী সভায় যোগ দেন। এতে সভাস্থল জনস্রোতে পরিণত হয়। 
সুশিলমহল বলছেন, মুন্সীগঞ্জ-১ অসনে বেশ কয়েকটি দলের হেভিওয়েট প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় কেন্দ্র এ আসনটি ঘিরে জনসাধারণের কৌতহল অনেকাংশে বেশী। প্রথম দিকে গুঞ্জন উঠেছিল মুন্সীগঞ্জ-১ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জোটের প্রার্থীর জন্য ছাড় দিতে পারে। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এখানে আসন বন্টন সমঝোতা না হওয়ায় নৌকার প্রার্থীর সাথেই ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীতায় থাকছেন গতবারের জোটের বিজয়ী সাংসদ মাহী বি চৌধুরী। 
মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগর-সিরাজদিখানের দীর্ঘদিনের রাজনীতিতে সরব উপস্থিত থাকার ফলে সকল শ্রেণি পেশার মানুষের কাছে সুপরিচিত হয়ে উঠেছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবীর। তিনি ট্রাক প্রতীক নিয়ে ছুটছেন দুর্বার  গতিতে। ধারনা করা হচ্ছে নৌকা প্রতীকের সাথে ট্রাক প্রতীকের ভোট যুদ্ধ হবে। 
সাধারণ ভোটাররা বলছেন, জনপ্রতিনিধি হিসেবে যাকে বিপদে আপদে পাশে পাওয়া যাবে এমন প্রার্থীকেই তারা ভোট দিবেন। জনবিচ্ছিন্ন কোন প্রার্থীকে তারা চাননা। আগামী ৭ জানুয়ারী শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনে জনবান্ধব ও পছন্দের প্রার্থীর পক্ষেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ-১ সংসদীয় আসন নং-১৭১। দুই উপজেলায় মোট ইউনিয়ন ২৮টি। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭০টি। মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ৯৮৬ জন। নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ১৩৮ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৬১ হাজার ৮৪৮ জন। এর মধ্যে শ্রীনগর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৩ হাজার ৭৮৪। সিরাজদিখান উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ২০২।
 

এমএসএম / এমএসএম

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত