ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

তানোরে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর নির্বাচনী জনসভা জনসমুদ্রে রুপান্তর


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৫-১-২০২৪ দুপুর ১:৫

রাজশাহী-১ আসন তানোরে কাঁচি প্রতীকের নির্বাচনী জনসভা যেন জনসমুদ্রে পরিনত হয়ে পড়ে। প্রচারণার শেষ মুহুর্তে গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে  তানোর পৌর এলাকার ঐতিহ্য বাহী গোল্লাপাড়া ফুটবল মাঠে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা এডভোকেট মুকবুল খাঁর সভাপতিত্বে ও পৌর যুবলীগ সভাপতি রাজিব সরকার হিরোর সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আ"লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য গোলাম রাব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ"লীগ নেতা আকতারুজ্জামান আকতার, কলমা ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান বর্ষিয়ান আ"লীগ নেতা খাদেমুন নবী বাবু চৌধুরী, উপজেলা আ"লীগের সাবেক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,  মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপির)  সাবেক চেয়ারম্যান মুসলেম উদ্দিন প্রামাণিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক মুন্ডুমালা পৌর আ"লীগের  সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, আ"লীগ নেতা মুকুল কুমার ঘোষ, সাবেক ছাত্র লীগ নেতা মৃদুল কুমার ঘোষ প্রমুখ। 
আকতার বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম। আমার এবং গোলাম রাব্বানীর রাজনৈতিক ইচ্ছা চেতনা এক অভিন্য। আমরা বর্তমান এমপির বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে না। আমরা এআসন থেকে তাকে বিদায় করতে চাই । এজন্য আমি রাব্বানীকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে এসেছি। রাব্বানী আমার বড় ভায়ের মত। কারন আমরা যদি নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে না পারি তাহলে ভোটের মাঠে সমস্যা সৃষ্টি হবে। মুলত একারনে আমি সরে এসে রাব্বানী কে সমর্থন দিয়ে ভোটের মাঠে কাঁচি প্রতীকের জন্য ভোট প্রার্থনা করছি। আজকের উপস্থিতি প্রমান করে আগামী ৭ জানুয়ারি রবিবার ব্যাটলের মাধ্যমে অপশাসনের জবাব দিবেন আপনারা। 
রাব্বানী বলেন, আমরা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন এনির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছেন। কারন এবারের ভোটে বিএনপি জামায়াত অংশ গ্রহন করছেন না। সুতরাং আগামী বরিবার দলমত নির্বিশেষে আপনারা আমাকে ভোট দিবেন। কি দিবেন না, উপস্থিত হাজারো জনতা তার এমন কথা শুনে কাঁচি কাঁচি স্লোগানে মুখরিত করে তুলেন জনসভা স্থল। রাব্বানী আরো বলেন, আমার বাব দাদারা মানুষের সেবা করে খাদেম হিসেবে পরিচিত। আমিও দীর্ঘ ১৬ বছরের মধ্যে দুবার মুন্ডুমালা পৌর মেয়র ও পাঁচন্দর ইউনিয়ন পরিষদ (ইউপির) দুবারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমার কাছে সবাই মূল্যবান ব্যক্তি। আমার দরজা এমনকি বেডরুমও সবার জন্য উন্মুক্ত। তিনি বর্তমান এমপির সমালোচনা করে আরো বলেন, আপনি বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছেন কেন? আপনি দীর্ঘ ১৫ বছর এমপির দায়িত্ব পালন করেছেন, কেন হুমকি ধামকি দিতে হবে। আসলে আপনি মানুষ কে ভালোবাসতে জানেন না, মানুষের মনের কথা বুঝেন না, নেতাকর্মী দের মূল্যায়ন করতে জানেন না, আপনি জানেন ধমক দিতে আর বানিজ্য করতে। যদি বুঝতেন তাহলে আপনার আজ এই অবস্থার সৃষ্টি হত না। আজ এই জনসভায় হাজারো মানুষ এসেছে শুধু ভালোবেসে। আপনার লোক দিয়ে পুরাতন ভাংগাচোরা মোটরসাইকেলে আগুন দিয়ে আমার কাঁচি প্রতীকের ২০ জনের মত কর্মী সমর্থকের নামে মামলা দিয়েছেন, আমার ছোট ভাই মেয়র সাইদুর আদালত থেকে আজকে তাদের জামিন করেছেন।আপনার এসব অপকর্মের জবাব আগামী ৭ জানুয়ারি রবিবার ব্যালটের মাধ্যমে জনগণ দিবেন, কি আপনারা ভোট দিবেন না, হ্যাঁ বলে হাজারো জনতা করতালি দিয়ে দুহাত উচু করে কাঁচি কাঁচি বলে স্লোগান শুরু করেন।
সভাপতির বক্তব্যে মুকবুল খাঁ   বলেন, রাহুগ্রাস ও জমিদারি শাসনের জবাব দিতে হলে রবিবার সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে কাঁচি প্রতীকে ভোট দিতে হবে। এআসনে কাঁচির যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কল্পনাতীত। কারন মানুষ মুক্তি চায়, আমাদের মত প্রবীন আ"লীগ নেতারা এমপির বিরুদ্ধে জোট বেধেছেন, বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। 
দুপুরের পর  বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে কাঁচি প্রতীকের পক্ষে  বিশাল বিশাল মিছিল নিয়ে আসে জনসভাস্থলে । সভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে পড়ে। শুধু সভাস্থল না পাশ্ববর্তী রাস্তা ও বাজারেও ছিল লোকের সমাগম  চোখে পড়ারমত।

এমএসএম / এমএসএম

তারেক রহমানের সংবর্ধনা : চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী

নাগেশ্বরীতে পূর্ব দুধকুমর পাড় মানব কল্যাণ যুব সংগঠনের শীত বস্ত্র বিতরণ

ভোলাহাট সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দূর্গম পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট নিরসন করল সেনাবাহিনী

বাংলাদেশ থেকে মানবপাচারকালে ৩ বাংলাদেশি আটক

আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

জয়পুরহাটে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ

ভূঞাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

মান্দায় দায়সারা কাজ করে প্রকল্পের সাড়ে ৩০ টন চাল গায়েব

অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ

ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেন দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা