ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

রঙ্গ-ব্যঙ্গ

ভোটের রাজনীতি 


এস এম মাহবুব আলম photo এস এম মাহবুব আলম
প্রকাশিত: ১২-১-২০২৪ দুপুর ১১:১৭

ভোটের রাজনীতি 

এস,এম, মাহবুব আলম

গায়েতে কালো কোট
চাইল সবার ভোট
ভোটারের দ্বারে দ্বারে ঘুরে,

সবার সাথে কোলাকুলি
কথা বলে প্রাণখুলি
মধুর নরম সুরে ।

অবশেষে ভোট হলো
কাঙ্ক্ষিত জয় পেল 
দেখা তাঁর পাইনা তো আর,

বসন্তের কোকিল বুঝি
মিছে তারে কেন খুঁজি
ঘটবে এটাই বারবার।

সারাদেশে নেই আর 
ভোটের সেই হাওয়া,
চলছে হিসেব এখন
কার কত পাওয়া।

ভোটারের কথা আর
নেই কারো মনে,
হাসিখুশিতে আছে ওরা
নিয়ে আপনজনে।

এমএসএম / এমএসএম