তানোরে ভূমিদস্যু মাহাফুজের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন
রাজশাহীর তানোরে কুখ্যাত ভূমিদস্যু কিশোর গ্যাং লিডার বখাটে মাহাফুজ মোল্লার দৌরাত্ম্যে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন এলাকায় বিবাদমান সম্পত্তি কমদামে কিনে লাঠিয়াল বাহিনী দিয়ে জবরদখল করায় তার প্রধান কাজ। এসব নিয়ে থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগও হয়েছে।
অন্যদিকে তাকে টাকা ধার দিয়ে বিপাকে পড়েছেন এক মোটরসাইকেল মেকার দেখলাম তোফাজ্জল ইসলাম তোফা। এ ঘটনায় আজ পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগী তোফাজ্জুল হোসেন বাদি হয়ে মাহাফুজ মোল্লাকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের বাসিন্দা মৃত আশরাব আলীর পুত্র তোফাজ্জুল হোসেনের তানোর পৌরসভার ধানতৈড় মহল্লার বাসিন্দা জালাল উদ্দিনের পুত্র মাহাফুজ মোল্লার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। এদিকে সেই বন্ধুত্বের সুত্রে তোফাজ্জুল হোসেনের কাছে থেকে ৭৫ হাজার টাকা ধার নেয় মাহাফুজ মোল্লা। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলে টাকা ফেরত না দিয়ে মাহাফুজ মোল্লা নানা তালবাহানা করছে। এমনকি টাকা ফেরত না দিয়ে উল্টো তোফাজ্জুলকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে মাহাফুজ।
ভুক্তভোগীর করা লিখিত অভিযোগ হুবহু তুলে ধরা হলো- উক্ত বিবাদীর সহিত আমার সু-সম্পর্ক থাকায় প্রায় ৩ মাস পূর্বে আমার নিকট হইতে চিকিৎসার জন্য পর্যায়ক্রমে ধার বাবদ ৭৫,০০০ টাকা গ্রহণ করেন। যাহা বিবাদীর নিজ হাতে লিখিত ডায়েরীতে উল্লেখ করা আছে। পরবর্তীতে আমি আমার পাওনাকৃত উক্ত ৭৫,০০০ টাকা চাইতে গেলে উক্ত বিবাদী আমাকে দিনের পর দিন মাসের পর ঘোরাইতে থাকে। এছাড়াও একর্যায়ে বিবাদী আমাকে উল্টো অন্যায় ভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।
প্রকাশ থাকে যে, উক্ত বিবাদী আমার পাওয়াকৃত টাকা না দেওয়ার উদ্দেশ্য বিবাদী আমাকে মোবাইল ফোনের মাধ্যমে হুমকি প্রদর্শন ও উল্লেখ্য আজ১৪ জানুয়ারি তানোর হুসেন গ্যারেজে মাহফুজের সাথে হঠাৎ করে দেখা হয় পাওনাদার মাহফুজের, এসময় মাহফুজের গাড়ির চাবি কেড়ে নেয় তোফা এক পর্যায়ের তোফা টাকা চাইতে গেলে হাতা হাতির ঘটনাও ঘটে এ নিয়ে তানোর পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হালিমকে অবগত করেন মাহফুজ পরে আব্দুল হালিম এসে তোফাজ্জল হোসেনের টাকা ফেরত দেওয়ার বিষয়টি দায়িত্ব নেন সেখানে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন। এখন মোবাইল ফোনে যেকোনো নাম্বার থেকে মাহফুজ তোফাজ্জলকে বলেন, যদি তুই আমার নিকট হইতে উক্ত ৭৫,০০০ টাকা চাস কিংবা চাইতে আসিস তবে তোকে প্রাণে মারিয়া ফেলিবো। বর্তমানে বিবাদী আমাকে যেভাবে শ্বাসন ও গর্জন করিয়া আসিতেছে। ইহার প্রেক্ষিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এখন যদি আমি বিবাদীর নিকট হইতে টাকা চাই। কিংবা প্রতিবাদ করি তাহা হইলে বিবাদীর সহিত যেকোন ধরনের বিশৃঙ্খলার সম্ভবনা রহিয়াছে তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হইয়া আইনের আশ্রয় গ্রহণ করিলাম। গ্রামের গণ্য-মান্য ব্যক্তিবর্গের সহিত আলোচনা করিয়া সৎ পরামর্শে থানায় অভিযোগ করিতে কিছুটা বিলম্ব হইলো।
এবিষয়ে জানতে চাইলে মাহাফুজ মোল্লা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসাতে তার বিরুদ্ধে এমন অভিযোগ করা হয়েছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাহিম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
তারেক রহমানের সংবর্ধনা : চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী
নাগেশ্বরীতে পূর্ব দুধকুমর পাড় মানব কল্যাণ যুব সংগঠনের শীত বস্ত্র বিতরণ
ভোলাহাট সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
দূর্গম পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট নিরসন করল সেনাবাহিনী
বাংলাদেশ থেকে মানবপাচারকালে ৩ বাংলাদেশি আটক
আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি
গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়
জয়পুরহাটে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ
ভূঞাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা
মান্দায় দায়সারা কাজ করে প্রকল্পের সাড়ে ৩০ টন চাল গায়েব
অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ