ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

তানোরে চুল ব্যবসার আড়ালে অন্যকারবার


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৪-১-২০২৪ দুপুর ১:৯

রাজশাহীর তানোরে চুল ব্যবসায়ী সেলিম রেজার হঠাৎ ফুলেফেঁপে উঠেছে। হঠাৎ তার ফুলেফেঁপে উঠা নিয়ে বইছে মুখরুচোক নানা গুঞ্জন।

স্থানীয়দের ভাষ্য এলাকার কেউ বিত্তশীল হলে সেটা তাদেরই গর্ব। তবে সেটা হতে হবে বৈধভাবে সোজা পথে। অধিকাংশক্ষেত্রে চুল ব্যবসায় বিনিয়োগ করে অন্যরা যখন নিঃস্ব, তখন সেলিমের এমন ফুলেফেঁপে উঠা অবশ্যই অধিকতর তদন্তের দাবি রাখে। সেলিমের স্থাবর-অস্থাবর সম্পদ অনুসন্ধান এবং তিনি সরকারকে কত টাকা আয়কর দেন না কি দেন না সেটাও খতিয়ে দেখার দাবি উঠেছে।স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাদারিপুর বাজারে চুলের কারখানা গড়ে তোলেন সেলমি রেজা। কিন্তু কারখানা গড়ে তুলতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা কোনো অনুমোদন নেয়া হয়নি। অবৈধ কারখানায় শুরু হয় চুলের আড়ালে অবৈধ কারবার। নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, তাদের ধারণা চুলের আড়ালে মাদক পাচার করা হয়, নইলে চুলের কারবার করে এতো অল্প সময়ে রাতারাতি কারো পক্ষে এমন বিপুল বিত্তবৈভবের মালিক হওয়া প্রায় অসম্ভব।

আজ সরেজমিন দেখা যায়, উপজেলার মাদারিপুর বাজার দ্বিতল ফ্ল্যাট ভাড়া নিয়ে চুলের কারখানা করা হয়েছে।তবে কারখানায় সাধারণের প্রবেশ নিষেধ। কারখানার ভিতরে গিয়ে দেখা যায় মেঝেতে অনেক নারী-পুরুষ চুলের কাজ করছেন। চুল দিয়ে তৈরী পরচুল ও মাথার ক্যাপ প্যাকেট করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রিসহ দেশের বাইরে পাঠানো হচ্ছে। স্থানীয়রা জানান, সেলিম রেজার বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকইল গ্রামে। তার পিতার নাম আজিজুল হক। তারা পরিবারিক ভাবে তেমন সম্পদশালী নয়। তার অন্য ভাইগুলো এখানো গ্রামে গ্রামে সাইকেল নিয়ে ভঙচঙের ব্যবসা করে থাকেন।সেলিম রেজা কিছুদিন আগেও সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ব্যবসা করতো।এবিষয়ে জানতে চাইলে সেলিম রেজা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আসলে কিছু মানুষ আছে যারা অন্যর ভাল সহ্য করতে পারে না।তারা এসব অপপ্রচার করছে। এবিষয়ে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, চুলের ব্যবসা করতে হলে ছাড়পত্র নিতে হবে। চুলের ব্যবসার জন্য কেউ ছাড়পত্র নেয়নি। বিষয়টি খোঁজ খবর নিয়ে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

তারেক রহমানের সংবর্ধনা : চাঁদপুর থেকে যাবে ২৫ হাজার নেতাকর্মী

নাগেশ্বরীতে পূর্ব দুধকুমর পাড় মানব কল্যাণ যুব সংগঠনের শীত বস্ত্র বিতরণ

ভোলাহাট সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দূর্গম পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট নিরসন করল সেনাবাহিনী

বাংলাদেশ থেকে মানবপাচারকালে ৩ বাংলাদেশি আটক

আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

জয়পুরহাটে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ

ভূঞাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

মান্দায় দায়সারা কাজ করে প্রকল্পের সাড়ে ৩০ টন চাল গায়েব

অভয়নগরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

তানোরে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ

ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেন দীর্ঘদিন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা