বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন ছুরাব আলী
সিলেটের বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন একই কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক মো. ছুরাব আলী। ৪-ঠা জানুয়ারি সহকারী পরিচালক (কলেজ-৪) এর স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ নিয়োগ দেয়া হয়।
জানা যায়, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮'র আলোকে সদ্য সরকারিকৃত বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থ সারথী চৌধুরী অবসর জনিত কারণে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ পদটি শূণ্য হয়ে যায়। যার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ২৭-০৮-২০১৮ তারিখের ৩৭.০০.০০০০.০৭০.০০২.০০৪. ২০১৮-৮৮ সংখ্যক স্মারক পত্রের নির্দেশনা অনুযায়ী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও আর্থিক ক্ষমতা পালনের অনুমতিসহ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য অধ্যাপক ছুরাব আলীকে অনুমতি প্রদান করা হয়।
অধ্যাপক ছুরাব আলী ১৯৬৭ সনের ৬ জুলাই সিলেটের বৃহত্তর বালাগঞ্জ (ওসমানীনগর) উপজেলার তাজপুর ইউনিয়নের হস্তিদুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৩ সনে মঙ্গলচন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৬ সনে সিলেটের এম.সি কলেজ থেকে এইচএসসি, ১৯৮৮ সনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিএ ও ১৯৯০ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন।
অধ্যক্ষ ছুরাব আলী ১৯৯৩ সনে বালাগঞ্জ কলেজ প্রতিষ্ঠাকালিন থেকে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে শিক্ষকতা পেশা দিয়ে কর্মময় জীবন শুরু করেন। ২০০৪ সালে এ কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেট সদস্য ও বাংলাদেশ ইতিহাস সমিতির সদস্য, দুর্নীতি প্রতিরোধ কমিটি বালাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ছিলেন এবং ওসমানীনগর উপজেলার বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে সিলেট বিভাগের দুপ্রক শ্রেষ্ট পুরস্কার লাভ করেন। বালাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি সাংগঠনিক ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন।
নিয়োগের সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অধ্যাপক) ছুরাব আলী বলেন, চলতি মাসের ৪-ঠা জানুয়ারি (রবিবার) তারিখ আমি বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছি। দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
মানিকগঞ্জে বিনামূল্য সরিষা ও সবজির বীজ বিতরণ
গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান
মনপুরা হাজীরহাট ঘাটের ব্রিজটিতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা
প্রযুক্তির ছোঁয়ায় মুছে যাচ্ছে সিনেমা হলের স্মৃতিচিহ্ন
যানজট নিরসনে নরসিংদী পৌরসভায় অটোরিকশা-ইজিবাইক তালিকাভুক্তির নির্দেশ
বকশীগঞ্জে একসাথে তিন পুত্রসন্তানের জন্ম, অসহায় কৃষকের মানবিক সহায়তার আবেদন
মনোহরগঞ্জে গবাদি পশুর খাদ্য সংকট বিপাকে খামারিরা
কলাপাড টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এর কার্যালয় উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
হাতিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি
গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ
দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা