ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন ছুরাব আলী


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১-২০২৪ বিকাল ৫:১৭

সিলেটের বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন একই কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক মো. ছুরাব আলী। ৪-ঠা জানুয়ারি সহকারী পরিচালক (কলেজ-৪) এর স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ নিয়োগ দেয়া হয়। 

জানা যায়, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮'র আলোকে সদ্য সরকারিকৃত বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থ সারথী চৌধুরী অবসর জনিত কারণে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ পদটি শূণ্য হয়ে যায়। যার কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ২৭-০৮-২০১৮ তারিখের ৩৭.০০.০০০০.০৭০.০০২.০০৪. ২০১৮-৮৮ সংখ্যক স্মারক পত্রের নির্দেশনা অনুযায়ী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও আর্থিক ক্ষমতা পালনের অনুমতিসহ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার জন্য অধ্যাপক ছুরাব আলীকে অনুমতি প্রদান করা হয়। 

অধ্যাপক ছুরাব আলী ১৯৬৭ সনের ৬ জুলাই সিলেটের বৃহত্তর বালাগঞ্জ (ওসমানীনগর) উপজেলার তাজপুর ইউনিয়নের হস্তিদুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৩ সনে মঙ্গলচন্ডি নিশিকান্ত উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৬ সনে সিলেটের এম.সি কলেজ থেকে এইচএসসি, ১৯৮৮ সনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিএ ও ১৯৯০ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। 

অধ্যক্ষ ছুরাব আলী ১৯৯৩ সনে বালাগঞ্জ কলেজ প্রতিষ্ঠাকালিন থেকে প্রভাষক পদে যোগদানের মাধ্যমে শিক্ষকতা পেশা দিয়ে কর্মময় জীবন শুরু করেন। ২০০৪ সালে এ কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেট সদস্য ও বাংলাদেশ ইতিহাস সমিতির সদস্য, দুর্নীতি প্রতিরোধ কমিটি বালাগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ছিলেন এবং ওসমানীনগর উপজেলার বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে সিলেট বিভাগের দুপ্রক শ্রেষ্ট পুরস্কার লাভ করেন। বালাগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি সাংগঠনিক ও যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। 

নিয়োগের সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অধ্যাপক) ছুরাব আলী বলেন, চলতি মাসের ৪-ঠা জানুয়ারি (রবিবার) তারিখ আমি বালাগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছি। দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। 

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা