আক্কেলপুরে বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ না হতেই হাওয়া বইতে শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কয়েকজন প্রার্থী ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে কাঙ্খিত পদে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানান দিতে শুরু করেছে।
জানা গেছে, পাঁচ থেকে সাতটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। সারা দেশের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ রোজার পূর্বেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে এই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো উপজেলা পরিষদ। স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পরিষদের প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর।
আক্কেলপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন ছবদের আলী পরামানিক। এই উপজেলা পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ১০ মার্চ ও প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ৩০ এপ্রিল। স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আক্কেলপুর পৌর এলাকার বীর-মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা আ’লীগের সভাপতি গোপিনাথপুর ইউনিয়নের মোকছেদ আলী (সাবেক অধ্যক্ষ), জেলা আ’লীগের সহ-সভাপতি তিলকপুর ইউনিয়নের মোকছেদ আলী মন্ডল দলীয় মনোনয়ন চাইবেন। ভাইস চেয়ারম্যান পদে সাবেক পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ বদিরুজ্জামান টিপু, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক টুটুল হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের আহব্বায়ক আব্দুর রহিম বাধন (সাবেক পৌর কাউন্সিলর), আক্কেলপুর আদর্শক্লাব এলাকার জনি কুমার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর যুব মহিলা লীগের আহব্বায়ক আয়েশা সিদ্দীকা মৌসুমী, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খনম সম্পা অংশগ্রহণ করবেন।
জনসাধারণের সাথে সাক্ষাৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোষ্ট করে দোয়া ও সমর্থন চাইতে দেখা গেছে উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) একাধিক পদপ্রার্থীকে ।ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে তারা জনসমর্থন ও দোয়ার প্রত্যাশা নিয়ে প্রচারণা শুরু করেছেন। অনেক প্রার্থী জনসাধারণের কাছে উপস্থাপন করছেন নির্বাচনের দাড়ানোর লক্ষ্য ও উদ্দেশ্য।উপজেলার বসিন্দা আব্দুল মোমিন বলেন, উপজেলা নির্বাচনের প্রার্থীরা ইতিমধ্যেই ভোটারদের কাছে ঘুরছেন। আমাদের কাছে অনেক প্রার্থীরা এসে দোয়া এবং সহযোগীতা কামনা করছেন।
বর্তমান চেয়ারম্যান বীর-মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ বলেন, আমি আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন চাইবো। সিদ্ধান্ত মোতাবেক দলীয় মনোনয়ন পেলে আবারও নির্বাচনে অংশগ্রহন করবো। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করবো না।উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী এবং জেলা আ’লীগের সহ-সভাপতি মোকছেদ আলী মন্ডল আ’লীগ থেকে দলীয় মনোনয়ন চাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আক্কেলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই উপজেলার নির্বাচন প্রথম ধাপেই হতে পারে। তফসিল ঘোষণার পরেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ
নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট
সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা
ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান
মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা
নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ
সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা
জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা
ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫