ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ভালো নেই ইঁট ভাটা মালিক সমিতি


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২২-১-২০২৪ দুপুর ২:৬
পদ্মাপারের ছোট্ট এই জেলা শরীয়তপুরে শিল্প বিপ্লবের অন্যতম বড়ো একটা মাধ্যম ছিলো ইঁট প্রস্তুত করা ইঁট ভাটা। করোনা ভাইরাস হানা দেওয়ার পূর্বে শরীয়তপুরে ইঁট ভাটার সংখ্যা ছিলো ৬০ টি বা তার ও অধিক। সময় এগোতেই এখন ভাটার সংখ্যা এসে দাড়িয়েছে ত্রিশের মতো।
 
যদিও সময়ের সাথে সাথে বিলীন হচ্ছে ইঁট ভাটা। নিজেদের গুটিয়ে নিচ্ছে ব্যাবসায়ীরা। দৈনিক সকালের সময়কে দেয়া সাক্ষাৎকারে শরীয়তপুর জেলা  ইঁট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা জানিয়েছেন ভাটা বিলুপ্তির কারণ। জানিয়েছেন তাদের নিরব আকুতি। ইঁট পোড়াতে ব্যাবহৃত কয়লার দামের উর্ধ্বগতি, মাটি কাটা নিয়ে নানা প্রতিবন্ধকতা, এমনকি প্রাকৃতিক অবস্থা বিভিন্ন সময়ে পরিবেশ বান্ধব না হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে ইঁট ভাটা মালিকদের।ছয় হাজার টাকার জ্বালানী কিনতে হচ্ছে ৩০ হাজার টাকারও বেশি দিয়ে। এছাড়াও কুষ্টিয়া বা অন্যান্য বেশিরভাগ ইঁট ভাটায় এখনো ইঁট পোড়াতে ব্যাবহৃত হচ্ছে কাঠের জ্বালানি দিয়ে। এমন অভিযোগ তুলেন এই ইঁট ব্যাবসায়ী।
 
তিনি আরো বলেন, যখন গোটা বাংলাদেশে ৪০% ও ঝিকঝাক হয়নি তখন শরীয়তপুরে শতভাগ ঝিকঝাক কাজ সম্পূর্ণ করেছেন ইঁট ভাটা মালিক সমিতি। তারা আইনের প্রতি শতভাগ আস্থাশীল এবং শ্রদ্ধাশীল বলেও দাবী তার।এছাড়াও কুষ্টিয়া এবং রাজবাড়ি অঞ্চলের ইঁট শরীয়তপুরে বিক্রি হচ্ছে, যে ইঁট গুলো সাইজেও ছোট্ট এবং জ্বালানি কাঠ দিয়ে পোড়ানো হয় বলে প্রস্তুত খরচ কম।যার কারণে তূলনামূলক কম দামে বিক্রি হচ্ছে সেই ইঁট। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শরীয়তপুরের ইঁট ভাটা মালিক পক্ষ।
 
গুনগত মান বিবেচনায় জ্বালানি কাঠ দিয়ে পোড়ানো ইঁট অত্যন্ত দূর্বল, এবং তা সাইজেও ছোট্ট হওয়ায় টেকসই নির্মাণে অনুপযুক্ত বলেও জানান এই ইঁট ব্যাবসায়ী।
এছাড়াও অভিযোগ রয়েছে শরীয়তপুর থেকে জ্বালানি কাঠ নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া এবং রাজবাড়ি। যে কাঠ দিয়ে পোড়ানো হয় ইঁট, এবং পরবর্তীতে ট্রাক ভর্তি করে প্রায় ৩০ টন বা তার চেয়ে অধিক লোড করে বয়ে নিয়ে আসা হয় ইঁট। যেগুলো রাস্তার জন্য ও ক্ষতিকর এমন অভিযোগ ও রয়েছে বেশ।দালাল চক্রের সহায়তায় কেনাবেচা হচ্ছে সুদুর কুষ্টিয়া ও রাজবাড়ীর সেই ইঁট যা পাকাপোক্ত নির্মাণে উপযুক্ত নয়। দামে কম হলেও সাইজে ছোট্ট ইঁট যা নির্মাণ কাজে শরীয়তপুরের ইঁটের তূলনায় প্রয়োজন হয় অধিক।
 
তাই ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইঁট ভাটা মালিক পক্ষ, জেনো ক্রেতারা স্বচক্ষে দেখে, গুনগত মান বিবেচনায় নিয়ে সবচেয়ে সেরা পণ্য টা দিয়েই তৈরি করে নিজের পছন্দের নির্মাণ।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১

নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩

মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে

গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম

সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন

আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা

জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান

শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা

ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত

নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ

ঈশ্বরদীতে নেসকো ঈশ্বরদী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদসভা ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত