ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বালাগঞ্জ উপজেলা নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থী ১ ডজন


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ৩:৩০

গেলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিলেটের বালাগঞ্জ উপজেলায় এবার শুরু হয়েছে উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও আওয়ামী লীগের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর ক্ষমতাসীন দলের নেতাকর্মী, বিশেষ করে যারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশা করেছেন তারা ইতিমধ্যে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। অনেকের সমর্থকেরা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাদের পচন্দসই প্রার্থী হওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে জানান দিচ্ছেন। জানা গেছে, পাঁচ থেকে সাতটি ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। সারা দেশের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ রোজার পূর্বেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি, তবে জানুয়ারীর শেষ সপ্তাহে তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে। তবে ক্ষমতাসীন দলের দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপাতত স্থানীয় সরকারের নির্বাচনে দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। এতে ভোট উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হবে। যিনি জনপ্রিয় প্রার্থী তিনিই জয়ী হয়ে আসবেন। বিষয়টি নিয়ে দলের মনোনয়ন বোর্ডকে অবহিত করা হবে। 

এর মধ্যেই সিলেটের বালাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা আ.লীগের সদস্য ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিলেট জেলা আ.লীগের সদস্য  ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ মতিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য লোকন মিয়া, সিলেট জেলা যুবলীগের সহসভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস, যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ নজরুল ইসলাম জিতু। খেলাফত মজলিস থেকে সম্ভাব্য প্রার্থী হতে যাচ্ছেন- সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আজগর। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী যারা হতে যাচ্ছেন তারা হলেন- জেলা বিএনপি সহ সভাপতি ও সাবেক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবদুন নূর, বালাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহ সভাপতি গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম। জামায়াতে ইসলাম থেকে সম্ভাব্য প্রার্থী হতে যাচ্ছেন- বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবদুল জলিল প্রমুখ।

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা বিবেচনা করে এবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাউকে দলীয় প্রতীক নৌকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় যাওয়া আওয়ামী লীগ। এই নির্বাচন দলীয় সব প্রার্থীর জন্যই উন্মুক্ত রাখা হচ্ছে। ক্ষমতাসীন দল ও অন্যান্য দলের উপজেলা, ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্যান্য উপজেলা থেকে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা দুটি বলয়ের মধ্যে বিভক্ত। এজন্যই স্থানীয় সরকারের উপজেলা পরিষদের নির্বাচনে ভোটের মাঠে দলীয় প্রার্থীর বেলায় নেতিবাচক প্রভাব পড়বে বলে সচেতন মহল মনে করছেন। তবে অন্যান্য দলের নেতাকর্মীরা জানায়, ক্ষমতাসীন দলের পাতানো নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত আপাতত নেই। তবে সময়োপযোগী সিদ্ধান্ত নেবো জনগণের মতামতের ভিত্তিতে। 

এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও