ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

জমি সংক্রান্ত বিরোধ হত্যা মামলার পলাতক আসামী মজিবরসহ ০৩ জন গ্রেফতার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ৩:১৬

গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সাজনধার এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাই ভাইকে পিটিয়ে হত্যা মামলার পলাতক আসামী মোঃ মজিবরসহ ০৩ জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১।
 
মঙ্গলবার (৩০ জানুয়ারি ২০২৪ইং সাল) গাজীপুর র‍্যাব-১ সিপিএসসি, পোড়াবাড়ী ক্যাম্পে গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএম(সেবা) দুপুরে এক প্রেস প্রেস কনফারেন্সে বলেন, নিহত ভিকটিম রেজা সাইদ আল মামুন(৫৩) একজন স্বনামধন্য ব্যক্তি, তিনি  জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ, গাজীপুর এর অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। গত ২৮ জানুয়ারি ২০২৪ইং তারিখে বিকালে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা সাকিনস্থ মোঃ জসিম এর বাড়ীর উত্তর পাশে নিহত ভিকটিমকে ভোগ দখলীয় ধান ক্ষেতের দক্ষিণ পাশে  আসামী ১. মোঃ মজিবর(৫০) ২. মোঃ সুমন(২৮), ৩. মোঃ সিজান(২০)  ৪. মোহাম্মদ আলী(৬৫) গণ মিলে  কাঠের লাঠি, দেশীয় অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম করে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে আসামীগণ ভিকটিমের বাড়ীতে অনধিকার প্রবেশ করে বাড়ী-ঘর ভাংচুর করাসহ হুমকি ধমকি দিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী হাসিনা আক্তার(৪৫) বাদী হয়ে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় ০৪জনকে হুকুমের আসামী হিসাবে ০৪ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। যা গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মামলা নং-২৩/২৩, তারিখঃ ২৯/০১/২০২৪খ্রিঃ ধারা-৩০২/৪৪৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড রুজু হয়। এই ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের জন্য র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত  শুরু করে এবং গত ২৯-০১-২০২৪ তারিখ উক্ত হত্যা মামলার হুকুম দাতা হিসাবে এজাহারনামীয় ০৪নং আসামী মোহাম্মদ আলী(৬৫)কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।  অদ্য ৩০ জানুয়ারি ২০২৪ তারিখ রাতে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী এর আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রোক্ত মামলার মূল পরিকল্পনাকারী পলাতক আসামী মোঃ মজিবুর(৫০)সহ অন্যান্য আসামীগণ জিএমপি, গাজীপুর, কোনাবাড়ী থানাধীন জয়ের টেক এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিতিত্তে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী গাজীপুর এর আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পলাতক আসামী ১.মোঃ মজিবর(৫০) ২.মোঃ সুমন(২৮)  এবং ৩.  মোঃ সিজান(২০)দের’কে জয়ের টেক সাকিনস্থ জনৈক হাসেম খানের বাড়ী হতে গ্রেফতার করা হয়। 
    র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান আসামী মোঃ মজিবুর(৫০) এর ভাষ্যমতে জানা যায়, আসামী ও ভিকটিমের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধ জের ধরে ঘটনার দিন অথ্যাৎ ২৮ জানুয়ারি ২০২৪ তারিখ বিকালে আসামীগন তাদের চাষকৃত ধানী জমিতে আগাছা পরিস্কারের কাজ করার সময় ভিকটিম রেজা সাইদ আল মামুনকে দেখার পর মোহাম্মদ আলীর হুকুমে পূর্ব পরিকল্পনা মতে আসামীগণ অর্তকিতভাবে ভিকটিমর উপর ঝাপিয়ে পড়ে।  ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম করে মৃত্যু নিশ্চিত করে আসামিগন পালিয়ে যায় মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীগণকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানা পুলিশের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে

সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে: জাতীয় সংলাপে আল্লামা এম এ মতিন

উত্তরার মালেকাবানু বিদ্যালয়ের শিক্ষার্থীদের এস এম জাহাঙ্গীরের ছাতা উপহার

আফাজ উদ্দিনের তত্ত্বাবধানে উত্তরায় তারেক রহমানের সাক্ষাৎকার প্রদর্শনীতে জনতার ঢল

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের সাঁড়াশি অভিযান

আইসিআরসি-সিআরপি যৌথ সংবাদ সম্মেলন

রুয়াপ নির্বাচনে ড. মো: আবু বকর ও রাসেল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

‎মাইলস্টোন বিমান দুর্ঘটনায় হতাহত পরিবারবর্গ তারেক রহমানের কাছে স্মারকলিপি প্রদান

ঝিলমিলে নির্মাণাধীন স্কুল-কলেজ, মসজিদ এবং কবরস্থানের কাজের অগ্রগতি দেখলেন রাজউক চেয়ারম্যান

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা স্পেশালাইজড হসপিটালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ভবন-২ এর শুভ উদ্বোধন

মিরপুর-১ পাইকপাড়ায় ১৬ কাঠা সরকারি জমি উদ্ধার: অবৈধ দখলদারদের উচ্ছেদ