ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আক্কেলপুরে গ্রীন অয়েল কারখানায় র‌্যাবের অভিযান


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ৩:২০

জয়পুরহাটের আক্কেলপুরে অবৈধ ফার্নিশ অয়েল বা গ্রীন অয়েল কারখানায় র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিক মেহেদী হাসানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

র‌্যাব-৫ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা। মঙ্গলবার র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উপজেলার তিলকপুর ইউনিয়নের কয়াশোবলা গ্রামে সরকারের অনুমতি ছাড়া অবৈধভাবে বয়লার মেশিন স্থাপন করে টায়ার পুড়িয়ে দীর্ঘদিন ধরে ফার্নিশ অয়েল বা গ্রীন অয়েল উৎপাদন করে আসছিল নওগাঁ সদর উপজেলার শ্রীধরপুর গ্রামের মেহেদী হাসান। তার কারখানায় টায়ার পোড়ানো ধোঁয়ার দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষণ হয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে। বিষাক্ত কালো ধোঁয়ার কারণে বেড়ে চলছে, শিশুদের কাশি, অ্যাজমা, হাঁপানি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ বালাই। তাছাড়া সেখান থেকে ফসলী জমিতে অয়েল ছড়িয়ে পড়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে জয়পুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা ওই কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার মালিক মেহেদী হাসানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে তাকে ১ মাস কারাদন্ড প্রদান করা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, ওই কারখানায় টায়ার পুড়িয়ে দীর্ঘদিন ধরে ফার্নিশ অয়েল বা গ্রীন অয়েল উৎপাদন করা হচ্ছিল। এতে বিষাক্ত ধোঁয়ায় জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। যৌথ অভিযান পরিচালনা করে মালিককে জেল ও জরিমানা করা হয়েছে। পরে উপজেলার পশ্চিম শিয়ালাপাড়া গ্রামে আরও একটি অভিযান পরিচালনা করে ২ হাজার ৮০ লিটার বাংলা মদসহ ৩ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এসময় ওই গ্রামের মৃত জোহন পাহানের দুই ছেলে লোকাই পাহান (৪০), ভীম পাহান (৩৫), এবং মৃত মোহন লালের ছেলে শ্যামল পাহান (৪০) কে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন থেকে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল বলে আরেক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা