হাটিকুমরুল মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার

হাটিকুমরুল মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে লেগুনা ও থ্রি-হুইলার হাইকোর্টের নির্দেশানুযায়ী মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ থাকলেও উত্তর বঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল মহাসড়কসহ উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা।
এসব যানবাহনের চালকসহ অধিকাংশ গাড়িরই নেই কোনো বৈধ কাগজপত্র। ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এছাড়া বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। ফলে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারীদের।
সরজমিনে হাটিকুমরুল মোড় ঘুরে দেখা যায়, মহাসড়কে গড়ে উঠেছে অবৈধ থ্রীহুইলার ও লেগুনার স্টেশন। এসব গাড়ি হাটিকুমরুল মোড় হতে উল্লাপাড়া, সলঙ্গা,চাঁনদাইকোনা,নলকা পর্যন্ত যাত্রী পরিবহন করেছে। তারা জানায়, হাটিকুমরুল হাইওয়ে থানার আওতাধীন মহাসড়ক ও উপসড়কে লেগুনা, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা মিলে প্রতিদিন তিন শতাধিক এসব যানবাহন চলাচল করে।
অভিযোগ রয়েছে, কিছু অসাধু ও নামধারী ব্যক্তি টোকেন বা অন্যান্য মাধ্যমে রেজিস্ট্রেশনবিহীন লেগুনা, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা সড়কে চলাচলের সুযোগ করে দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন সিএনজি অটোরিকশা চালক জানান, প্রতিটি সিএনজি অটোরিকশার জন্য এককালীন টাকা দিতে হয়। কাকে টাকা দেওয়া হচ্ছে জানতে চাইলে তারা অপারগতা প্রকাশ করেন।
হাইকোর্টের নির্দেশনায় সড়ক পরিবহন আইন অনুযায়ী মহাসড়কে সিএনজি অটোরিকশা, লেগুনা, ভটভটি, ইজিবাইকসহ থ্রি-হুইলার যানবাহন চলাচল দণ্ডনীয় অপরাধ। কিন্তু প্রতিদিন এই হাটিকুমরুল এলাকার মহাসড়ক গুলো দাপিয়ে বেড়াচ্ছে কম করে হলেও ২০০ থেকে ৩০০ সিএনজি অটোরিকশা, লেগুনা,
যা প্রতিনিয়তই চলাচলা করে এই মহাসড়কে।
হাটিকুমরুল মহাসড়কে চাঁরলেন ও আন্তর্জাতিক মানের ইন্টারচেন্জ নির্মাণের কাজ চলতে থাকায় মহাসড়কে গন পরিবহনের সমনে ধুলাবালি ও মহাসড়কে নিষিদ্ধ ছোট খাটো যান চলাচল সড়ক দুর্ঘটনার প্রধান কারন হতে পারে বলে মনে করছেন পরিবহন চালোক ও মালিকরা।
কিন্তুু নিষিদ্ধ অবৈধ যান চলাচলের বিষয়ে কঠিন ভাবে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওয়াদুদ বলেন, মহাসড়কে সিএনজি অটোরিকশা, লেগুনা, ভটভটি ও ইজিবাইকসহ থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স।’
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
