ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

পাবিপ্রবির ভিসির নির্বাচন করতে সব কর্মকর্তা ঢাকায়, প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ৪:১৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভিসির নির্বাচন করতে সব কর্মকর্তা ঢাকায় থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাফিজা খাতুন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন।এ নির্বাচনকে কেন্দ্র্র করে ভিসিসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তা এশিয়াটিক সোসাইটিতে অবস্থান করায় পাবিপ্রবির সব প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে বলে অভিযোগ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, উপাচার্য হাফিজা খাতুন, উপ-উপাচার্য এস এম মোস্তফা কামাল,  কোষাধ্যক্ষ কে এম সালাহউদ্দিন, রেজিস্ট্রার বিজন ব্রহ্ম, প্রক্টর কামাল হোসেন, ডেপুটি রেজিস্ট্রার কামরুল হাসান, অর্থ ও হিসাব শাখার উপ পরিচালক শামসাদ ফখরুল, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন  চৌধুরী, নিরাপত্তা শাখার কর্মকর্তা রফিকুল ইসলাম, উপাচার্যের পিএস মনিরুজ্জামানসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের  কোনো কর্মকর্তা দপ্তওে নেই।

জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফারুক হোসেন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপ ছবি শেয়ার দিয়ে লিখেছেন,‘বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সামনে’। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় এ নির্বাচনে ভোট চাওয়ার কাজে ব্যস্ত থাকায়  বেশকিছুদিন ধরে  বেশিরভাগ সময় উপাচার্য হাফিজা খাতুন ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের গাড়িসহ অন্যন্য সুবিধা ব্যবহার করে তিনি দলবলসহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা ক্যাম্পাসে উপস্থিত না থাকায় সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এছাড়া অভিভাবকহীন ক্যাম্পাসে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে। গত পরশু শরীরচর্চা দপ্তরের কর্মকর্তা  শেখ শাহজামাল ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে তার দপ্তরে লাঞ্ছিত হয়েছেন। তিনি লিখিত অভিযোগ দিলেও এ নিয়ে এখন কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি।উপাচার্য ক্যাম্পাসে না থাকায় ফরম পূরণ, পরীক্ষার ফলাফল প্রকাশ, সার্টিফিকেট উত্তোলন সকল কাজে শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। অর্থ ও হিসাব দপ্তরের একজন কর্মকর্তা বলেন,‘ভিসি ক্যাম্পাসে না থাকায় শিক্ষক-কর্মকর্তাদের বেতন বর্তমান মাসের বেতন পর্যন্ত যথাসময়ে না পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে।’ ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র শরিফুল ইসলাম বলেন, ‘দূর থেকে এসে গত এক সপ্তাহ ঘুরেও সার্টিফিকেট উত্তোলন করতে পারছি না উপাচার্যের স্বাক্ষর না হওয়ার কারণে।

এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার বিজন ব্রহ্ম বলেন, বিশ্ববিদ্যালয়ের সব কাজ ঠিকঠাক মত চলছে। এবিষয়ে উপাচার্য হাফিজা খাতুন বলেন,‘আমি সহ সভাপতি পদে নির্বাচন করছি। তবে প্রশাসনিক কাজকর্ম ঠিকই চলছে।’  

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা