ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

চিকিৎসক ও প্রাবন্ধিক ডা. অপূর্ব চৌধুরীর নতুন বই


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ৪:১৯

এমন এক বিশ্বে এখন আমাদের বসবাস, যেখানে বিজ্ঞান দেহের অনেক সমস্যার সমাধান করে ফেলে, কিন্তু মনের হাজারো রহস্য এবং জটিলতা থেকে যায় আড়ালে। জন্মের পর বড় হতে হতে মন ও মস্তিষ্ক মিলেই আমাদের বিভিন্ন আবেগ, সিদ্ধান্ত এবং অস্তিত্বকে গঠন করে। বাইশটি বিষয়ের মধ্যে দিয়ে করা বিশ্লেষণে মন ও মস্তিষ্ক বইটি সে রহস্য খুলে দেয়। এমন পাঠ মানবতাকে আমাদের মাঝে সংজ্ঞায়িত করে ধীরে ধীরে। বইটি পড়তে পড়তে হাসির জাদুকরী মন ভালো রাখার শক্তি থেকে শুরু করে লিঙ্গের ভিন্ন ভিন্ন চিন্তা এবং দৃষ্টিভঙ্গির কারণ জানতে পারবেন। এমনকি আপনার নিজের ভাবনার প্রতিফলন শিশুদের চিন্তার ছায়ায় খুঁজে পাবেন পাঠের নিমগ্নতায়। প্রতিটি নিবন্ধ যেন একটি কম্পাস। ধীরে ধীরে আত্ম-আবিষ্কার এবং সামাজিক বোঝার গোলকধাঁধায় পথ দেখায় বারবার। এটি শুধু একটি বই নয়; জ্ঞান এবং চেতনার রাজ্যে এক আনন্দ ভ্রমণ।

মন ও মস্তিষ্ক
অনুভবের জগতে ভালো থাকার উপায় 
ডা. অপূর্ব চৌধুরী 

মলাট মূল্য : ৪৭০/-
প্রকাশনী : ভাষাচিত্র 
অমর একুশে বইমেলা ২০২৪

এমএসএম / এমএসএম