নবনির্মিত ‘ডাঙ্গারচর নৌ তদন্তকেন্দ্র’ উদ্বোধন করলেন আইজিপি
জনগণের জানমালের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধের দ্রুত তদন্তের লক্ষ্যে সিএমপির কর্ণফুলী থানাধীন নবনির্মিত ডাঙ্গারচর নৌ তদন্তকেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ ফেব্রুয়ারি ফলক উন্মোচনের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম ।
উক্ত মহতী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) । উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আইজিপি ।
শাহ আমানত সেতু থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত বন্দর চ্যানেলের নিরাপত্তা জোরদার করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০০২ সালে নৌ তদন্তকেন্দ্র স্থাপনের দাবি জানালে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে কর্ণফুলী নদীর দুই তীরে কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর, রাঙাদিয়া, নগরীর চাক্তাই ও গুপ্তখাল এলাকায় দুটি করে মোট চারটি নৌ তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত হয়।
এর ফলশ্রুতিতে ২০১৩ সালে বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত জায়গায় দোতলা ভবন বিশিষ্ট ডাঙ্গারচর নৌ তদন্তকেন্দ্র নির্মাণ করা হয়েছে। কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত এলাকায় দস্যুতা, চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করবে সিএমপি’র এই নৌ তদন্তকেন্দ্র।
এসময় চট্টগ্রাম রেঞ্জ, সিএমপি ও চট্টগ্রামস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ নবনির্মিত নৌ তদন্তকেন্দ্রটি কর্মকলেবরে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে মর্মে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ দৃঢ়ভাবে বিশ্বাস করে।
এমএসএম / এমএসএম