ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আত্নীয় বাড়ি বেড়াতে এসে ছিনতাইকারীর হামলার শিকার আমেরিকা প্রবাসী


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ৫-২-২০২৪ দুপুর ১০:৯
শরীয়তপুর জেলার আংগারিয়া ইউনিয়নের চরচটাং গ্রামের মোঃ রুবেল সরদার, পিতাঃ মরহুম শুকুর সরদারের বাসায় বেড়াতে আসেন তার সম্পর্কে মামা, মামি, মামার শ্যালক মোঃ জাকির হোসাইন (৩৫)ও শ্যলক পত্নী  শারমিন আক্তার সুমাইয়া(২১)।মোঃ জাকির হোসাইন (৩৫) একজন অ্যামেরিকা প্রবাসী বাংলাদেশী। কিছুদিন পূর্বে তার আত্মীয় মোঃ রুবেল সরদারের বাসায় বেড়াতে আসেন জাকির- সুমাইয়া দম্পতি। 
 
রবিবার (৪ ফেব্রুয়ারী) ছিলো বিদায় নেবার পালা।এইদিন বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার পূর্বে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকা জাকির-সুমাইয়া দম্পতি গ্রামের স্মৃতি স্মরণ রাখতে সেলফি তুলে এবং নিজেদের ছবি তুলে। যা দেখে নজর পরে বখাটে বা ছিনতাইকারী হিসেবে অভিযুক্ত মোবারক সিকদার (২৫) এর।
সেলফি তুলতে বাঁধা দিয়ে মোবারক জাকির কে বলেন "এটা শহর নয় এখানে এসব চলবে না"! প্রতিত্তোরে জাকির জানান সে তার বিয়ে করা বউয়ের সাথে ছবি তুলছেন এখানে অন্যায় কিছু হচ্ছে না। জাকিরের এই জবাবে ক্ষিপ্ত হয়ে মোবারক সিকদার এবং ফারুক সিকদার (৩০) তাকে আঘাত করে। আঘাত করে ফেরার পথে তাদের পিতা আয়নাল সিকদার,(৫৫) এর দেখা পেয়ে তারা হয়ে ওঠে আরো আক্রমণাত্মক। এবারে কেঁড়ে নেয় জাকিরের হাতে থাকা আইফোন ১৫ প্রো-ম্যাক্স, তার গলায় থাকা ২ ভরী সোনার চেইন। জাকির কে আক্রমণের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসেন তার বউ সুমাইয়া। এতে সুমাইয়া ও আঘাতপ্রাপ্ত হন এবং তার গলায় থাকা প্রায় ৭ ভরীর ও বেশি ওজনের একটি সোনার হার ছিনিয়ে নেয়া হয়। এরপরে লোকজন জড়ো হয়ে জাকির- সুমাইয়া দম্পতিকে রুবেল সরদার এর বাসার একটা রুমে ঢুকিয়ে দরজা লক করে রাখেন। তবে এতেও থেমে যায়নি ছিনতাইকারী বা আক্রমনাত্মক মোবারক সিকদার বাহিনী। দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন রুবেল সরদার এর বাড়িতে। চিহ্নিত এই তিনজন বাদেও তাদের সাথে অজ্ঞান আরো ৬-৭ জন ছিলো বলে দাবী জাকিরের। বাসায় ঢুকে এলোপাতাড়ি হামলা, ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী এবং ৮ বছরের শিশু রুমিয়া এবং ১১ বছরের শিশু রুবিনা সহ বাড়িতে থাকা প্রায় সবাইকে আহত করেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এসময়ে রুবেল সরদারের বাসায় কোনো পুরুষ ছিলো না জাকির ব্যাতিত। তাই হামলার প্রতিবাদে অত্যাচার সহ্য করা ছাড়া কোনো উপায় ছিলো না বলে জানান এই অ্যামেরিকা প্রবাসী।  হাসপাতালে ভর্তি আছেন রুবেল সরদারের বোন।  যিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা। এছাড়াও শিশু রুবিনা ও রুমিয়ারাও চিকিৎসাধীন। দৈনিক সকালের সময়কে ঘটনার নির্মম বিবরণ দিয়েছেন শিশু রুমিয়া ও রুবিনা।
 
তারা জানান তাদের পাশের বাসার অর্থাৎ আয়নাল সিকদার,(৫৫) ফারুক সিকদার (৩০) মোবারক সিকদার (২৫) সহ অজ্ঞাত আরো ৫-৬ জন মিলে রাম দা বা অন্যান্য অস্ত্র নিয়ে তাদের বাসায় হামলা করে। রুমিয়া কে ইট দিয়ে আঘাত করে এবং রুবিবা কে লাঠি দিয়ে কোমড়ে আঘাত করে। বিচারের আর্জি জানায় এই দুই নাবালক। রুবেলের বোন অন্তঃসত্ত্বা এবং বেশি আঘাতপ্রাপ্ত হওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানা যায় রুবেল সরদারের সঙ্গে ফারুক সিকদারের পূর্ব শত্রুতা রয়েছে। তার জের ধরে অথবা দামী আইফোন এবং স্বর্ণালংকারের লোভে পড়েই এমন অতর্কিত হামলা এবং ছিনতাই যজ্ঞ চালিয়েছেন ফারুক সিকদার ও তার ছেলেরা এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগী জাকির। 
 
ছিনতাই হওয়া মালামাল ফেরত এবং স্বামী জাকির ও তার নিজের ওপর আক্রমণ সহ অতর্কিত এই হামলায় সকল আহতদের ওপর হওয়া অত্যাচারের বিচারের দাবী জানান জাকিরের স্ত্রী সুমাইয়া।থানায় অভিযোগ বা তথ্য দেয়ার পড়ে উক্ত ছিনতাইকারীদের ধরার বা আইনের আওতায় আনার অভিযান শুরু করে দিয়েছে পুলিশ। 
তবে অভিযুক্তদের কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক