ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

শোকাবহ ১৫ই আগস্ট 


ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাস photo ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাস
প্রকাশিত: ১৪-৮-২০২১ রাত ১০:১৮
শোকাবহ ১৫ই আগস্ট 
ডা.জাহাঙ্গীর আলম বিশ্বাস 
 
বত্রিশ নং বাড়িতে সেদিন
পড়েছিল দানবের ছাঁয়া ।
উদ্যত ছিল হিংস্র জানোয়ার
কারো ছিলনা কোন মায়া।
 
উপেক্ষিত ফজরের আজান
মুয়াজ্জিনের সুমধুর ডাক। 
৩২-নম্বরে হঠাৎ এল 
বন্যশূকর হায়েনার যত হাক। 
হায়েনা জানোয়ার রাইফেল হাতে, 
দেখে বলে বঙ্গবন্ধু। 
বন্দী আমায় পারেনি রাখতে 
পাকবাহিনীর, রক্ত-জমাট সিন্ধু। 
পুত্র হয়ে আসলে মারতে 
বুলেট পিতার বুকে। 
 
চেয়ে দেখ ওরে আমার চুমু
লেগে আছে তোদের মুখে। 
থামেনি হায়েনা কুকুর, শিয়াল 
তুল্লো সবাই ব্রাশফায়ারের ধ্বনি। 
পিতার রক্ত চেটে খেলো সবে,
জানোয়ার যত খুনি। 
 
বাদ যায়নি যায়নি জামাল, কামাল,
শিশু রাসেল, বঙ্গমাতা। 
হত্যা যজ্ঞের কথা লিখতে 
ভিজে যায় চোখের পাতা। 
 
পিতা তুমি শিক্ষা দিয়োছো 
মাথা নোয়াবে না কভু মিছে।
মানুষ নামের হিংস্র জানোয়ার
যতই থাকুক পিছে। 
 
তোমার শেখানো সত্য বুলি 
মুষ্টিবদ্ধ বজ্রকঠিন ভাষণ। 
সন্তানসম আমরা তোমায়
কর্ম স্মরণে রাখবো সারাক্ষণ।

এমএসএম / এমএসএম