ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

পদ শব্দ 


নওশীন মনজুর-ই-খুদা, আমেরিকা photo নওশীন মনজুর-ই-খুদা, আমেরিকা
প্রকাশিত: ১৪-৮-২০২১ রাত ১০:২০
পদ শব্দ 
নওশীন মনজুর-ই-খুদা,আমেরিকা 
 
বুকের মধ্যে দগদগে ঘায়ে এখনও ক্ষতবিক্ষত শুধু হাহাকার আর ক্রন্দন ছাড়া
কি আর আছে? আছে বৈকি। 
মনে আছে ২৫শে মার্চের কাল রাত্রের কথা- আবছা আলোয় দাঁড়িয়ে থাকা
মূর্তিটার ফিসফিসে গলার সুরটা
দোয়া করো যেন ফিরে আসতে পারি। স্বাধীনতার পতাকা হাতে
ফিরে আসতে পারি যেন সবার বুকে। 
কিন্তু কই ফিরল কি? 
 
দিন-মাস-বৎসর ঘুরে গেল
দেশ স্বাধীনের পতাকা উত্তোলন হলো ঠিকই ওর রক্ত দিয়ে দেশকে ঋণী করে গেল
দিয়ে গেল সকলকে 'বাংলা মাতৃভূমিতে'
বুক উঁচিয়ে কথা বলার অধিকারকে 
রেখে গেলো শুধু ওর স্মৃতিটাকে আমাদের বুকে। 
 
ওকি তবে আসবেনা ফিরে?
হঠাৎ আচমকিতে মনে হয় যেন
অতিচেনা পায়ের শব্দ-
হৃৎপিন্ডে রক্ত চলাচল বৃদ্ধি
ক্ষণিকের জন্য হলেও অতি দ্রুত থেকে দ্রুত
বেগে
চলতে শুরু করেছিল!
কিন্তু নয় ও শুধু খেয়াল মাত্র
ওর ফিরে আসার পদশব্দ
বুকের মধ্যের ধুক ধুক শব্দের সাথে সাথে একসময় একাকার হয়ে গেল।

এমএসএম / এমএসএম