ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বঙ্গবন্ধু


নূর-উন-নাহার মেরী  photo নূর-উন-নাহার মেরী 
প্রকাশিত: ১৪-৮-২০২১ রাত ১০:২৪
বঙ্গবন্ধু
নূর-উন-নাহার মেরী
 
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শতাব্দীর  মহানায়ক,
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
 
তোমার নামের ওপর পদ্মা-মেঘনা-গৌরী। 
বিশ্বের দরবারে বাঙালি জাতিকে 
তুমি দিয়েছো যে সম্মান,
পৃথিবীর ইতিহাসে তা রয়ে যাবে 
চির অম্লান। 
 
হে জাতির পিতা,
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। 
 
বিশ্বের মানচিত্রে বাংলাদেশ 
নামে একটি ভূখণ্ড,
যার দিয়েছো লাল সবুজের পতাকা
যা বাঙালি জাতিসত্তার  
পরিচয় হয়ে উড়ছে পৃথিবীময় আঠারো কোটি বাঙালির গর্ব ও মহাবীরের প্রতীক হয়ে।

এমএসএম / জামান