ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সেদিনের শ্রাবণ সকাল


মীর জেসমিন ওয়াহেদ  photo মীর জেসমিন ওয়াহেদ
প্রকাশিত: ১৪-৮-২০২১ রাত ১০:২৬
সেদিনের শ্রাবণ সকাল
      মীর জেসমিন ওয়াহেদ 
 
সেদিনের শ্রাবণ সকাল ছিল
বিষন্নতার কালো মেঘে ঢাকা।
রাতের আঁধার ফুঁড়ে শিশু সকাল না হতেই 
স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর রক্তে ভিজে  গিয়েছিল তার স্বপ্নের বাংলাদেশের সবুজ শ্যামল মানচিত্রটি।
তার এক তর্জনীর ডাকে একাত্তরের সাতই মার্চ মুক্তিকামী বাঙালি পেয়েছিল স্বাধীনতার বীজমন্ত্রটি।
৭৫ এর ১৫ ই আগস্টের  সেই শ্রাবণ সকালে বত্রিশ নাম্বারের চারপাশ কেঁপে উঠেছিল 
কিছু কাপুরুষদের বর্বরোচিত পৈশাচিক উল্লাসে।
সকালের আলো না ফুটতেই বিষন্ন শ্রাবণ মেঘের করুন বৃষ্টির সুরে
বাঙালি শুনলো স্বাধীনতার মহানায়কের অকালে ঝরে যাওয়ার এক কালো অধ্যায়ের করুন কাহিনী।
পাখিরা সেদিন উড়তে ভুলে গিয়েছিল
শ্রাবণের বৃষ্টি ঝরেছিল
করুন কান্নার নোনাজলে।
বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের রক্তে
রঞ্জিত হয়েছিল 
সেইদিন স্বাধীনতার স্বপ্ন বুননের নীড় বত্রিশ নাম্বারের আঙিনাটি।
বঙ্গবন্ধু চিরন্জীব তাইতো মনে বাজে
যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন রবে তোমার কীর্তি
শেখ মুজিবর রহমান

এমএসএম / এমএসএম