ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জয় বাংলা তোমার গভীরতায় 


সাইদুল খান (সাইদ), কানাডা  photo সাইদুল খান (সাইদ), কানাডা
প্রকাশিত: ১৪-৮-২০২১ রাত ১০:৩২
জয় বাংলা তোমার গভীরতায় 
    সাইদুল খান (সাইদ), কানাডা 
 
 
জয় বাংলা----------
তোমার গভীরতায় দেখতে পাই
তুমি নিছক শ্লোগান নও
তুমি বিশাল এক সমুদ্র। 
তোমার ভাবগম্ভীর অথৈই
তুমি শুধুই শব্দ নও
তুমি এই গ্রহের
এক মানব গোষ্ঠীর প্রতিনিধি। 
করেছ মুখের ভাষা বাংলা 
দিয়েছ পরিচয় বাঙালি
রয়েছে এ জাতিতে,
হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান 
তুমিতো অ-সাম্প্রদায়িক
বাঙ্গালী জাতির প্রতীক।
সকল বিশ্বাসের মত প্রকাশের
অধিকার দিয়ে হয়েছ
গনতন্ত্রের অগ্রপথের প্রতীক। 
 
 
জয় বাংলা----------
তোমার গভীরতায় দেখতে পাই
সেই মানব গোষ্ঠীর বাঙ্গালী জাতির
নিজস্ব শিল্প, সাহিত্য, সংস্কৃতি
রক্ষায়, তোমার জয় গান গেয়ে 
দিয়ে গেছ প্রাণ
বাঙ্গালী জাতির কৃতি সন্তানেরা
সালাম, বরকত, জব্বার আরও অনেকে
করেছে প্রতিষ্ঠিত, বিশ্ব মাতৃভাষা দিবস।
তুমি বিশাল এক সমুদ্র 
তোমার নিজস্ব, সাহিত্য ভান্ডার অথৈই
শেষ হবেনা কখনও।
তোমার সাহিত্যের জয় গান গেয়ে 
কবিগুরু রবীন্দ্রনাথ করে গেছেন 
বিশ্ব-সাহিত্যে,
বাংলাও তার এক অবিচ্ছেদ্য অংশ। 
আর জন্মেছেন বিদ্রোহী কবি
কাজী নজরুল, 
আরও কতো জ্ঞানীগুনী জন।
শত সহস্র কবি-সাহিত্যিক
যা নাম বলে, শেষ হবেনা কখন ও। 
 
 
জয় বাংলা----------
তাইতো সেই মানব গোষ্ঠীর 
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,
দার্শনিক দূরদৃষ্টি সম্পূর্ণ 
বাঙ্গালির অবিসংবাদিত নেতা 
জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
এক বাক্যে বুঝিয়ে দিয়েছেন 
তুমি বাঙ্গালী, বাংলা ভাষা, অ-সাম্প্রদায়িক 
গনতন্ত্রের অগ্রপথের প্রতীক
তুমি বিশাল এক সমুদ্র 
তোমার ভাবগম্ভীর অথৈই 
তুমি শুধুই শব্দ নও
নও কোন ধর্মের,
তুমি নও কোন দলের 
তুমি সমগ্র  বাঙ্গালী জাতির। 
মহান এক সুবিশাল শ্লোগান
তুমি বাঙ্গালী জাতির মুক্তির প্রেরণা 
স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা। 
এক সুবিশাল সংক্ষিপ্তরূপ
তুমি বাংলা, জয় বাংলা।
 
 
জয় বাংলা----------
তোমার গভীরতায় দেখতে পাই
হাতে গোনা, তোমার শত্রুরা
বঙ্গবন্ধুর হত্যার পর, ভীনজাতির সহতায়
তোমার গলা চেপে ধরেছিল
এ জাতিরই কিছু স্বার্থপর, জ্ঞানপাপী 
মূর্খ্য, কুলচ্যুত-কুলাঙ্গার দল।
তারা আরও চেয়েছিল
তোমার গভীরতায় গায়ে
কালিমা মেখে, অপবাদ দিয়েছিল
তুমি হিন্দু ধর্মের শ্লোগান। 
তোমার বাঙ্গালীত্ব, বাংলাভাষা অ-সাম্প্রদায়িক 
গনতন্ত্রের অগ্রপথের প্রতীক
স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনাকে
সরিয়ে বসিয়েছিল,
জিন্দাবাদ, ভীনদেশীদের কথা।
 
 
জয় বাংলা----------
তোমার মত খুঁজে পাই না
এক বিশাল সমুদ্র,
এ ভীনদেশীদের কথায়। 
তুমি তুলনা হীন
তোমার তুলনা তুমি-ই
তুমি যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা। 
পারবে না, পারবে না
তোমাকে শেষ করেদিতে।
তুমি যে এ গ্রহের
এক মানব গোষ্ঠীর প্রতিনিধি। 
 
 
জয় বাংলা----------
আজ জেগেছে তোমাকে রক্ষায়
গর্জে উঠেছে সমগ্র বাংলায়,
তোমার আলো ছড়িয়ে দিয়েছে 
প্রদীপ প্রজ্বলনে,
বাংলার তরুণ প্রজন্মে।
 
জয় বাংলা----------
তোমার গভীরতায় দেখতে পাই
এত কিছু
তাই আমি ও আর একবার
গর্জে উঠি
জয়----------‐বাংলা-‐--‐-----

এমএসএম / এমএসএম