ঢাকা বৃহষ্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেয়া ৩ প্রতারক আটক


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৪-৮-২০২১ রাত ১০:৩৩

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেয়া ৩ প্রতারককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে রাজশাহী ডিবি পুলিশ। রাজশাহী জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  ইফতে খায়ের আলম এ তথ্য জানিয়েছেন।

ঘটনার বিবরণে তিনি জানান, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের কাছে ফোন দিয়ে নিজেকে কখনো ডিআইজি, কখনো এসপি, কখনো এএসপি, কখনো থানার অফিসার ইনচার্জ অর্থাৎ পুলিশের সিনিয়র অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে এমন একটি প্রতারক চক্রের ৩ জনকে আটক করেছে রাজশাহী জেলা পুলিশের ডিবি টিম (গোয়েন্দা শাখা)। 

তিনি বলেন, ১৩ আগস্ট প্রতারক চক্রের একজন জেলা পুলিশ রাজশাহীর কট্রোলরুমের ল্যান্ডফোনে ০১৭৩৮-৭৪৩৩৩০ নম্বর থেকে ফোন দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে মোহনপুর থানার ডিউটি অফিসারকে উক্ত নম্বরে ফোন দিতে বলে। তখন জেলা পুলিশ কট্রোলরুম মোহনপুর থানার ডিউটি অফিসারকে উক্ত নম্বরে ফোন দিয়ে কথা বলার জন্য বলে। এরপর মোহনপুর থানার ডিউটি অফিসার ০১৭৩৮-৭৪৩৩৩০ নম্বরে ফোন দিলে প্রতারক চক্রটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে মোহনপুর থানার পার্শ্বে কোনো বিকাশের দোকান আছে কি-না জানতে চায় এবং বিশেষ প্রয়োজনে ০১৭০৬-৩৮৩৩৩২ নম্বরে দ্রুত ১০ হাজার টাকা বিকাশে পাঠাতে বলেন। ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে দিয়ে বিকাশযোগে টাকা পাঠানোর বিষয়টি ডিউটি অফিসারের কাছে সন্দেহ হলে তিনি মোহনপুর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান। মোহনপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার বিষয়টি বিস্তারিতভাবে রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) স্যারকে জানালে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ০১৭০৬-৩৮৩৩৩২ নম্বরে বিকাশে টাকা পাঠাতে নিষেধ করেন এবং জেলা গোয়েন্দা শাখাকে প্রতারক চক্রের বিষয়টি উদ্ঘাটন করে প্রতারকদের আইনের আওতায় আনার দিকনির্দেশনা দেন।

তিনি আরো বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির ইন্সপেক্টর আতিকুর রেজার নেতৃত্বে একটি টিম নওগাঁ জেলার মান্দা থানার সাবাইহাট এলাকা থেকে ১৩ আগস্ট বিকেলে ৩ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে একটি পুরাতন নোকিয়া মোবাইল ফোন, একটি পুরাতন ম্যাক্সটেল মোবাইল ফোন ও একটি জাল ভোটার আইডি কার্ড পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিভিন্নভাবে প্রতারণা করে প্রাপ্ত টাকা বিকাশের দোকান থেকে তোলার সময় জাল ভোটার আইডি কার্ডটি ব্যবহার করে। বিভিন্ন সময় তারা নিজেদের পুলিশের ‍ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে। প্রতারণার এই কাজে তাদের সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে।

এছাড়া নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করাকালে গ্রেফতারকৃত জাকারিয়া স্বীকার করে, তার একটি অবৈধ আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা আছে। অবৈধ আগ্নেয়াস্ত্রটি কোথায় কিভাবে লুকায়িত অবস্থায় রেখেছে তা জানার পর রাজশাহীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে ডিবির ইন্সপেক্টর আতিকুর রেজাসহ সঙ্গীয় গোয়েন্দা শাখার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ আগস্ট রাত ৩টা ১৫ মিনিটে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন টাংগন গ্রামস্থ একটি গলির মধ্যে বালির বস্তা ও বিছানো ইটের নিচ থেকে জাকারিয়া নিজ হাতে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র (বিদেশি পিস্তল), একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি বের করে দেয়। ঘটনা সংক্রান্তে মোহনপুর থানায় সংশ্লিষ্ট ধারায় পৃথক ২টি মামলা রুজু হয়েছে। পাশাপাশি প্রতারক চক্রের সাথে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে সচেষ্ট রয়েছে রাজশাহী জেলা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো- নওগাঁ জেলার মান্দা থানার কেশবপুর গ্রামের ইদ্রীস আলীর ছেলে মো. জাকারিয়া (৩৫), বাংড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে  মো. সাগর (২২), সাবাই গ্রামের সুনীল পণ্ডিতের ছেলে সুমন পণ্ডিত (৪০)।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কমিটি গঠন ও ত্রাণ বিতরণ

দাউ দাউ করে জ্বলছে আগুন, ভবন ধসে পড়ার আশঙ্কা

দুর্গাপুরের দুর্জয়, পেলেন জাতীয় পর্যায়ে স্বর্নপদক

তারাগঞ্জে সরকারি ওষুধ পচারের সময় ফার্মাসিস্টসহ আটক -২

দাবি আদায় না হলে শিক্ষকরা ঘরে ফিরবে না

এইচএসসি পরীক্ষায় একই বাড়ির ৩ শিক্ষার্থীর সাফল্য

নন্দীগ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

বেনাপোল ঘুষের টাকাসহ আটক রাজস্ব কর্মকর্তা শামীমা বরখাস্ত

নাচোলে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জোড়া মৃত্যু লাশ এসেছে এলাকায় শোকের ছায়া

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জনসভা অনুষ্ঠিত

গলাচিপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ